SSC MTS 1st shift GK Answer Key 2020
SSC MTS:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS 1st shift GK Answer Key 2020, যেখানে স্টাফ সিলেকশন কমিশন ২০২০ সালে আসা প্রথম বিভাগের জেনারেল নলেজের উত্তরপত্র আপনাদের সামনে বাংলা ভাষায় পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো স্টাফ সিলেকশন কমিশন এর প্রিপারেশন নেওয়া ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
SSC MTS
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
SSC MTS 1st shift GK Answer Key 2020
০১) কে একজন পেশাদার ফুটবলার
?
উত্তর. সাদিও মানে
০২) ১৮৫৯ সালে কলকাতার প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
উত্তর. রিষড়া
০৩) সূর্যের আলো কয়টি রং নিয়ে গঠিত ?
উত্তর. ৭
০৪) নিচের কোনটি তুষারপুষ্ট নদী ?
উত্তর. যমুনা
০৫) নিম্নের কোনটি প্রাকৃতিক অ্যাসিড বেস নির্দেশক নয় ?
উত্তর. থাইম পাতা
০৬) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক ২০২১ – ২২ এ ভারতের স্থান কত ?
উত্তর. ১৩২
০৭) কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর. গুয়াহাটি
০৮) ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে কোন বিবৃতিটি ভুল ?
উত্তর. ১৯২৯ সালে, হিলটন ইয়াং কমিশন ভারতীয় রিজার্ভ ব্যাংক নামে একটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেছিল
০৯) কোন ব্যক্তি স্বদেশী আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত মাতার ছবি আঁকেন এবং তাকে একজন তপস্বী ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত করেন ?
উত্তর. অবনীন্দ্রনাথ ঠাকুর
১০) পিতামাতাদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ এবং সিনিয়র সিটিজেনদের বিল ২০০৭ দ্বারা নির্ধারিত, পিতামাতার জন্য সন্তানদের দ্বারা প্রদেয় কত টাকা মাসিক রক্ষণাবেক্ষণ এর পরিমাণ পিতা–মাতা এবং প্রবীন নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ (সংশোধন) বিল , ২০১৯ দ্বারা সরানো হয়েছে ?
উত্তর. ১০,০০০
১১) পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ চলমান নিম্নোক্ত কোন কারণে হুমকির মুখে ?
উত্তর. ডলোমাইট খনি
১২) কোম্পানি আইন 2013 অনুযায়ী, একটি কোম্পানির দ্বারা ঘোষিত লভ্যাংশ কিন্তু ঘোষণার তারিখ থেকে কত দিনের মধ্যে পরিশোধ করা বা দাবি করা না হলে তা আনপেন্ট ডিভিডেন্ট একাউন্টে স্থানান্তর করা হবে ?
উত্তর. ৩০
১৩) নিম্নলিখিত ধারণা গুলির মধ্যে কোনটি বোঝাই যে টেকসই উন্নয়নের অগ্রগতির ধারণাগুলির প্রতি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত এবং সুস্থতার অ অর্থনৈতিক দিকগুলিকে সমান গুরুত্ব দেওয়া উচিত ?
উত্তর. মোট জাতীয় সুখ
১৪) রাজেন্দ্র প্রসাদ এর লেখা বই এর নাম কি ?
উত্তর. India Dividend
১৫) অরুণাচল প্রদেশের গালো উপজাতির কোন উৎসব প্রতিবছর এপ্রিল মাসে পালিত হয় ?
উত্তর. মপিন
১৬) কোন রোগ দূষিত জল খাওয়ার ফলে হয় না ?
উত্তর. জলাতঙ্ক
১৭) ১৮৭৮ সালে ব্রিটিশ ভারতে কোন আইনটি প্রণীত হয়েছিল ?
উত্তর. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট
১৮) প্রথম ভারতীয় কোন ক্রিকেটার যিনি টেস্ট ওপেনার হিসাবে তার প্রথম উপস্থিতিতে জোড়া সেঞ্চুরি করেছেন ?
উত্তর. রোহিত শর্মা
১৯) জিংক + সালফিউরিক অ্যাসিড — জিংক সালফেট + ?
উত্তর. হাইড্রোজেন
২০) ১৮১৭ সালে লেখা স্কটিশ অর্থনীতিবিদ জেমস মিলের লেখা বই এর নাম কি ?
উত্তর. The History of British in India
২১) নবাবের ভুল শাসন এর অজুহাতে কোন রাজ্যকে ব্রিটিশরা অভিভুক্ত করেছিল ?
উত্তর. অবধ
২২) হাফিজ কোন শতাব্দীর কবি যার কবিতার সংকলন দি ওয়ান বা দি ওয়ান ই হাফিজ নামে পরিচিত ?
উত্তর. ১৪ তম
২৩) নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল ?
উত্তর. সীসা এবং পারদ তাপের সর্বোত্তম পরিবাহী
২৪) কুর্গের কোডভা সম্প্রদায় কোন উৎসবের সময় অস্ত্রের পূজা করে ?
উত্তর. কাইলপধু
২৫) থ্যালোনিমিক্স কোন সালের অর্থনৈতিক সমীক্ষায় প্রবর্তিত হয়েছিল ?
উত্তর. ২০১৯-২০
MORE PDF:- SSC MTS 2019 1st shift জেনারেল নলেজ উত্তরপত্র PDF