SSC MTS Solved Paper 2019 General Knowledge in Bengali
SSC MTS Solved Paper 2019:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS Solved Paper 2019 General Knowledge in Bengali, যেখানে স্টাফ সিলেকশন কমিশন 2019 সালে আসা পরীক্ষার জেনারেল নলেজের উত্তরপত্র আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
SSC MTS Solved Paper 2019 General Knowledge in Bengali
এই তালিকার মধ্যে কোন ভিটামিন অস্টিওপোরোসিস এর সাথে সম্পর্কিত,ভারতীয় পুরুষ জাতীয় হকি দল ২০১৯ এর অধিনায়ক কে ছিল ,এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত, The Room on the Roof” উপন্যাসটি কে লিখেছেন , ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
SSC MTS 2019 General Knowledge Solved Paper in Bengali
০১) কে ২০১৮ সালে ভার উত্তোলনে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন ?
উত্তর.
মীরাবাঈ
চানু
০২) ভারতের কোন রাজ্যে ছাদের বৃষ্টির জল সংগ্রহের কাঠামো সকলের জন্য বাধ্যতামূলক করেছে ?
উত্তর.
তামিলনাড়ু
০৩) গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর.
ছত্রিশগড়
০৪) কোন রাজ্যে “হাম্পি নৃত্য উৎসব” পালিত হয় ?
উত্তর.
কর্ণাটক
০৫)
ভারতীয়
পুরুষ
জাতীয়
হকি
দল
২০১৯
এর
অধিনায়ক কে ছিল ?
উত্তর.
মনপ্রিত
সিং
০৬) অধ্যাদেশ/Ordinance
জারি করার ক্ষমতা নিজের কার আছে ?
উত্তর.
রাষ্ট্রপতি
০৭) যিনি ১৯৪৬ সালে ভারতীয় সংবিধান গঠনের সময় সাংবিধানিক সভার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন ?
উত্তর.
বি
এন
রাও
০৮) এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর.
কলকাতা
০৯) ভারতের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাস হয় কত সালে ?
উত্তর.
২০১৩
সালে
১০) ভারতীয় মুদ্রার ২০০০ টাকার নোটে কোন মোটিভটি রয়েছে ?
উত্তর.
মঙ্গল যান
১১) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে ?
উত্তর.
ধারা
৫১A
১২) ডিনামাইট এর আবিষ্কারক কে ?
উত্তর.
আলফ্রেড
নোবেল
১৩) The Room on the Roof” উপন্যাসটি কে লিখেছেন ?
উত্তর.
রাস্কিন
বন্ড
১৪) ইকুস ক্যাবলাস” নিচের কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম ?
উত্তর.
ঘোড়া
১৫) ১৮৫৭ সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তর.
বাহাদুর
শাহ
দ্বিতীয়
১৬) কে “হরিয়ানা হেরিকেন“
নামে পরিচিত ?
উত্তর.
কাপিল
দেব
১৭) ভারতের কোন রাজ্যে ক্রোমাইড এর সবচেয়ে বেশি উৎপাদন করা হয় ?
উত্তর.
ওড়িশা
১৮) পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর.
হিমাচল
প্রদেশ
১৯) কোন সিনথেটিক রাসায়নিক ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী ?
উত্তর.
ক্লোরোফ্লুরোকার্বন
২০) কোনটি সংক্রামক রোগ ?
উত্তর.
হাম
২১) কোনটি বিশ্ববিদ্যালয় কে খেলাধুলায় সর্বাত্মক ভালো পারফরম্যান্স এর জন্য দেওয়া হয় ?
উত্তর.
মৌলানা
আবুল
কালাম
আজাদ
ট্রফি
২২) ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন প্রাচীন সংস্কৃতির সাথে যুক্ত ?
উত্তর.
মেসোপটেমিয়া
২৩) অরুন্ধতী রায় কোন আন্তর্জাতিক পুরস্কার প্রাপক ?
উত্তর.
ম্যান
বুকার
পুরস্কার
২৪) কোন রাজবংশ প্রাচীন ভারতে গান্ধার স্কুল অফ আর্ট গড়ে তুলেছিল ?
উত্তর.
কুষাণ
রাজবংশ
২৫) কোন ভিটামিন অস্টিওপোরোসিস এর সাথে সম্পর্কিত ?
উত্তর.
ভিটামিন
D
MORE PDF:- MTS and Havaldar Solved Paper 2022