অযোধ্যা রাম মন্দির :- আজ wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত প্রশ্নোত্তর। যেখানে অযোধ্যা রাম মন্দিরের ইতিহাস, অযোধ্যা রাম মন্দির কোথায় অবস্থিত? অযোধ্যা রাম মন্দির কবে প্রতিষ্ঠিত হলো? অযোধ্যা রাম মন্দির কোন কোম্পানি নির্মাণ করলেন? মোট কত টাকা বাজেট কত ছিল রাম মন্দিরের?রাম মন্দিরের নির্মাণ কত সালে কবে থেকে চালু হয়েছিল? ইত্যাদি নানা রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।
অযোধ্যা রাম মন্দির
আজ wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত প্রশ্নোত্তর। যেখানে অযোধ্যা রাম মন্দিরের ইতিহাস, অযোধ্যা রাম মন্দির কোথায় অবস্থিত? অযোধ্যা রাম মন্দির কবে প্রতিষ্ঠিত হলো? অযোধ্যা রাম মন্দির কোন কোম্পানি নির্মাণ করলেন? মোট কত টাকা বাজেট কত ছিল রাম মন্দিরের?রাম মন্দিরের নির্মাণ কত সালে কবে থেকে চালু হয়েছিল? ইত্যাদি নানা রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।
অযোধ্যা রাম মন্দির
1. অযোধ্যা রাম মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: অযোধ্যা (উত্তরপ্রদেশ)
2.অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: সরযূ
3. অযোধ্যা রাম মন্দির কবে উদ্বোধন করা হলো?
উত্তর: 2024 সালের 22 জানুয়ারি
4. অযোধ্যা রাম মন্দিরের মোট কত টাকা বাজেট ছিল?
উত্তর: 1800 কোটি টাকা
5. অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের নাম কি?
উত্তর: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট
6. অযোধ্যার প্রাচীর নাম কি?
উত্তর: ফৈজাবাদ
7. রাম মন্দির নির্মাণে এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে?
উত্তর: শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট এর রিপোর্ট অনুযায়ী 31মার্চ পর্যন্ত মোট 900 কোটি টাকা খরচ হয়েছে। বাকি 3000 কোটি টাকা ব্যাংকে সংরক্ষিত রয়েছে।
8. কোন কোম্পানি অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছে?
উত্তর: L & T কোম্পানি
9. কত সালে অযোধ্যা রাম মন্দিরের নির্মাণ শুরু হয়?
উত্তর: 2020 সালের মে মাসে
10. অযোধ্যা রাম মন্দিরের ভুমি পূজন কবে হয়েছিল?
উত্তর: 2020 সালের 5 আগস্ট
11. রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন?
উত্তর: বারানসির পুরোহিত লক্ষীকান্ত দীক্ষিত
12. রাম মন্দিরে কোথাকার পাথর ব্যবহৃত হয়েছে?
উত্তর: রাজস্থানের বানশি পাহারপুর এলাকার
13. কে রাম মন্দিরের নকশা তৈরি করেছিলেন?
উত্তর: চন্দ্রকান্ত সোমপুরা
14. রাম মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতা কত?
উত্তর: রাম মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট এবং প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161ফুট
15. শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট এর সম্পাদক কে?
উত্তর: চম্পত রায়
16. অযোধ্যা রাম মন্দির কতটুকু এলাকা নিয়ে গড়ে উঠেছে?
উত্তর: প্রায় 2.7 একর
17. রাম মন্দির নির্মাণে প্রায় কত দিন সময় লাগলো?
উত্তর: প্রায় সাড়ে 3 বছর
18. অযোধ্যা রাম মন্দির মামলায় মোট কতজন বিচারপতির বেঞ্জ গঠন করা হয়েছিল?
উত্তর: 5 জন বিচারপতি। তারা হলেন – অশোক ভূষন, রঞ্জন গগৈ, আবদুল নাজির, ডিওয়াই চন্দ্রচূড়, এসএ বোবদে। এই পাঁচজন বিচারপতির মিলিত সাংবিধানিক বেঞ্চের মাধ্যমে অযোধ্যা রাম মন্দিরের মামলার শুনানি হয়েছিল।
19. অযোধ্যা রাম মন্দির মামলার প্রধান বিচারপতি কে ?
উত্তর: রঞ্জন গগৈ
20. রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পূর্ণ হয়েছে?
উত্তর: 2020 সালের 5 আগস্ট
21. অযোধ্যার বিতর্কিত জমির আয়তন কত?
উত্তর: 2.77 একর
22. অযোধ্যা রাম মন্দির টি কয়টি তল বিশিষ্ট?
উত্তর: তিনতলা মন্দির এটি
23. রাম মন্দিরে ভিত্তিপ্রস্তরকে স্থাপন করেছেন?
উত্তর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
24.অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার সময় কতক্ষণ ছিল?
উত্তর: দুপুর 12টা 5 মিনিট থেকে 12টা 55 মিনিটের মধ্যে
25.অযোধ্যা রাম মন্দিরের মূল গর্ভগৃহে শুধুমাত্র কাদের প্রবেশের অনুমতি রয়েছে?
উত্তর: অযোধ্যা রাম মন্দিরের মূল গর্ভ গৃহে প্রবেশের অনুমতি রয়েছে শুধুমাত্র 5জন ব্যক্তির। তারা হলেন – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এবং রাম মন্দিরের আচার্য ও মুখ্য পূজারীর।
26. অযোধ্যা রামলালার মূর্তি তৈরির প্রধান কারিগর কে ছিলেন?
উত্তর: কর্নাটকের প্রখ্যাত শিল্পী অরুণ যোগীরাজ
27. অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়?
উত্তর: 2019 সালের 9ই নভেম্বর
28. বাবরি মসজিদটি কত সালে ভাঙ্গা হয়?
উত্তর: 1992 সালের 6ই ডিসেম্বর
29. বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: 1528 সালে
30. কে বাবরি মসজিদ তৈরি করেছিল?
উত্তর: মুঘল সম্রাট বাবরির সেনাপতি মীর বাকি
➤ Download File Details –
File Name : Ayodhya Ram Mandir GK
File Size : 250 KB
File Download :- Click Here
MORE PDF:- ভারতের বিখ্যাত মন্দির PDF | Famous temples of India