SLST PT Static Gk Episode – 03
SLST PT Static Gk:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SLST PT Static Gk Episode – 03, যেখানে স্টাফ সিলেকশন কমিশন রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে।
SLST PT Static Gk
যেগুলি পরবর্তী যেকোনো SSC SLST এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর. গদর শব্দটি আরবি শব্দ যার অর্থ হলো বিপ্লব বা বিদ্রোহ। বিশ শতকে প্রথম দিকে অর্থাৎ ১৯১৩ সালের ১৫ ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ভারতের পাঞ্জাবীদের দ্বারা লালা হারদয়াল গদর দল প্রতিষ্ঠা করেন।
এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর. হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। তিনি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের অনেক কবি ও পন্ডিত ছিলেন তাদের মধ্যে হরিষেন অন্যতম ।
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর. চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল এছাড়া লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
SLST PT Static Gk Episode – 03
১) টি–টোয়েন্টি ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় ১০০০০ রান করেছেন ?
উত্তর:
রোহিত
শর্মা
২) অস্ট্রেলিয়ায় কোন শহরে 2022 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে ?
উত্তর:
ভিক্টোরিয়া
৩) কোনটি ‘সবুজ সোনা‘ নামে পরিচিত ?
উত্তর:
চা
৪) ২০২২ সালে সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী
উদযাপন করা হলো ?
উত্তর:
১০১
৫) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর:
হরিষেণ
৬) বর্তমানে ভারতের চিফ অফ্ আর্মি স্টাফ কে ?
উত্তর:
জেনারেল
মনোজ
পান্ডে
৭) কে ১৮৭৮ সালে ‘দেশীয় মুদ্রাযন্ত্র আইন‘ বাতিল করেন ?
উত্তর:
লড
রিপন
৮) নবজীবন পত্রিকার সম্পাদনা কে করে ?
উত্তর:
গান্ধীজি
৯) ‘দি কাশ্মীর ফাইল‘ ছবিটির পরিচালক কে ?
উত্তর:
বিবেক
অগ্নিহোত্রী
১০) নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক কে ?
উত্তর:
বিচার
বিভাগ
১১) হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বত শ্রেণী নিয়ে গঠিত এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম
?
উত্তর:
হিমাদ্রি পর্বতশ্রেণী
১২) ‘রেডক্লিফ লাইন‘ যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে তা হল ?
উত্তর:
ভারত
ও
পাকিস্তান
১৩) অশোকের লেক মালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি ?
উত্তর:
অ্যান্টিয়োকাস ১১ থিওস
১৪) পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থবিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় –
উত্তর:
পার্লামেন্টে যে কোন কক্ষে
১৫) রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নতুন নাম কি ?
উত্তর:
অমৃত
উদ্যান
১৬) কোন স্থান থেকে প্রাচীন হোমোস্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে
?
উত্তর:
নর্মদা
উপত্যকায়
১৭) “LPG” তে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে ?
উত্তর:
বিউটেন
১৮) তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে ?
উত্তর:
তরাই
১৯) কে কোথায় ‘গদর পার্টি‘ প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
লাল
হরদয়াল,
আমেরিকা
২০) লোকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:
মনিপুর
২১) ২০২২ সালে সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন ?
উত্তর:
পি
ভি
সিন্ধু
২২) কোন সুলতান ইফতাপ্রথা,
সৈন্যপ্রথা, মুদ্রাব্যবহার সহ দিল্লি সুলতানত্ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন ?
উত্তর:
শামসুদ্দিন ইলতুৎমিস
২৩) গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয় কত সালে ?
উত্তর:
১৯৮৯
২৪) ‘সমুদ্র ঘোড়া‘ কোন জাতীয় প্রাণী ?
উত্তর:
মাছ
২৫) বিখ্যাত
‘নিগর্মন তত্ত্বটি‘
সামনে এনেছিলেন কে ?
উত্তর: দাদাভাই নৌরাজি
২৬) ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৩৫ সালে
২৭) ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়,
পুরোপুরি কেন্দ্রিকও নয় কিন্তু এটা হল উভয়ের সমন্বয়
–কথাটি কে বলেছিলেন ?
উত্তর: ডি ডি বসু
২৮) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর: চক্রবর্তী রাজা গোপালাচার
২৯) রাজ্যসভায় কোরামের জন্য অন্যতম কত জনের উপস্থিতি প্রয়োজন ?
উত্তর: ২৫ জনের
৩০) আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জ কে বিচ্ছিন্ন করেছে কোন লাইন ?
উত্তর: ১০ ডিগ্রি চ্যানেল
৩১) কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ
৩২) রেফ্রিজারেটর–এ কোনটি থাকে ?
উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন কার্বন
৩৩) কোন মুঘল রাজপুত্র
‘আবুল ফজল‘
কে হত্যা করেন ?
উত্তর: সেলিম
৩৪) কোন প্রাণীটি ‘উষ্ণশোনিত‘ শ্রেণীভুক্ত নয়
?
উত্তর: ব্যাঙ
৩৫) চাঁদ বিবি দক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন
?
উত্তর: আহমেদনগর
৩৬) দিল্লি সুলতান বংশ গুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রমটি টি লিখুন
?
উত্তর: ইলবারি তুর্কি, খিলজী, তুঘলক, লোদি
৩৭) রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে ?
উত্তর: রাজ্যপাল
৩৮) পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
উত্তর: ১৯৩২ সালে
৩৯) “Ornithology” হল –
উত্তর: পক্ষী বিষয়ক বিজ্ঞান
৪০) ভারতের রাষ্ট্রপতি–
উত্তর: পার্লামেন্টের উভয়
কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচকমন্ডলীর দ্বারা নির্বাচিত হন।
আরও পড়ুন:- WBSSC SLST PT 2023 Mock Test Episode – 02