আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে একনজরে সৌরজগৎ | সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর , যেখানে সৌরজগৎ কি নিয়ে গঠিত, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে ।
এই তালিকার মধ্যে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি তথা সৌরজগতের উপগ্রহ কয়টি ও কি কি বা সৌরজগতের মোট উপগ্রহ কয়টি অতঃপর বৃহস্পতি ও শনির উপগ্রহ কয়টি, শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি এছাড়া কোন গ্রহের আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম ও আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের কততম গ্রহ সবশেষে সৌরজগতের ব্যাসার্ধ কত কিলোমিটার এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
একনজরে সৌরজগৎ | সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
01. সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি ?
উত্তর: বৃহস্পতি
02. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি ?
উত্তর: বুধ
03. সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
উত্তর: বুধ
04. সূর্যের দূরতম গ্রহের নাম কি ?
উত্তর: নেপচুন
05. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ?
উত্তর: শুক্র
06. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম কি ?
উত্তর: শুক্র
07. লাল গ্রহ কোন গ্রহকে বলা হয় ?
উত্তর: মঙ্গল
08. সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি ?
উত্তর: শুক্র
09. সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি ?
উত্তর: নেপচুন
10. সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি?
উত্তর : জ্ঞানীমিড (বৃহস্পতি)
11. সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহের নাম কি ?
উত্তর: ডেইমস(মঙ্গল)
12. নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় ?
উত্তর: পৃথিবী
13. ভোরের গ্রহ বা বিকেলের গ্রহ কোন গ্রহকে বলা হয় ?
উত্তর: শুক্র
14. কোন গ্রহের লাল ছোপ দেখা যায় ?
উত্তর: বৃহস্পতি
15. সৌরজগতের বাইরের উজ্জ্বলতম গ্রহের নাম কি ?
উত্তর: সিরিয়াস
16. সৌরজগতের কাছাকাছি নক্ষত্রের নাম কি ?
উত্তর: প্রক্সিমা সেনটাউরি
17. সৌরজগতের সব থেকে দ্রুততম আবর্তন গতি সম্পন্ন গ্রহের নাম কি ?
উত্তর:
বৃহস্পতি
18. সৌরজগতের সব থেকে কম আবর্তন গতি সম্পন্ন গ্রহের নাম কি ?
উত্তর: শুক্র
19. সৌরজগতের সব থেকে দ্রুত উত্তম পরিক্রমণ গতি সম্পন্ন গ্রহের নাম কি ?
উত্তর: বুধ
20. সৌরজগতের সব থেকে কম পরিক্রমণ গতি সম্পন্ন গ্রহের নাম কি ?
উত্তর: নেপচুন
21. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত ?
উত্তর: প্রায় 14,95,98,900 কিমি
22. সূর্যের ব্যাস কত ?
উত্তর: প্রায় 13,91,980 কিমি
23. সূর্যের কেন্দ্রের উষ্ণতা কত ?
উত্তর: প্রায় 1,50,00,000 কিমি
24. নিরক্ষীয় প্রদেশে সূর্যের আবর্তন গতি কতদিন ?
উত্তর: 25.38 দিন
25. মেরু প্রদেশের সূর্যের আবর্তন গতি কতদিন ?
উত্তর: 33 দিন
26. সূর্যে মোট কত শতাংশ হাইড্রোজেন রয়েছে ?
উত্তর: 71 শতাংশ
27. সূর্যে হিলিয়াম রয়েছে কত শতাংশ ?
উত্তর: 26.5 শতাংশ
28. সূর্যের বয়স আনুমানিক কত বছর ?
উত্তর: প্রায় 4.6 বিলিয়ন বছর
29. সূর্য রশ্মি পৃথিবীতে পৌঁছতে আনুমানিক কত সময় লাগে ?
উত্তর: প্রায় 4 মিনিট 16.6 সেকেন্ড
30. সূর্যের আলোর গতিবেগ কত ?
উত্তর: 3 লক্ষ কিমি/সেকেন্ড
31. পৃথিবীর আনুমানিক বয়স কত ?
উত্তর: প্রায় 4.550 মিলিয়ন বছর
32. পৃথিবীর মোট ভূত্বকের স্থলীয় ক্ষেত্রফল কত ?
উত্তর: 510 মিলিয়ন বর্গ কিমি
33. পৃথিবীর মোট ভূত্বকের কত শতাংশ স্থলীয় এলাকা ?
উত্তর: 29.2 শতাংশ
34. পৃথিবীর মোট ভূত্বকের কত শতাংশ জলীয় এলাকা ?
উত্তর: 70.8 শতাংশ
35. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
উত্তর: 12,755 কিমি
36. পৃথিবীর মেরু অঞ্চলের বয়স কত ?
উত্তর: 12,712 কিমি
37. পৃথিবীর মুক্তি বেগ কত ?
উত্তর: 11.2 কিমি/সেকেন্ড
38. পৃথিবীর উচ্চতম স্থলবিন্দুর নাম কি ?
উত্তর: মাউন্ট এভারেস্ট
39. পৃথিবীর নিম্নতম স্থলবিন্দুর নাম কি ?
উত্তর: মৃতসাগর
40. পৃথিবীর নিম্নতম জল বিন্দুর নাম কি ?
উত্তর: মারিয়ানা খাত (11,033 মিটার)
41. পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত ?
উত্তর: 40,076 কিমি
42. পৃথিবীর মেরু পরিধি কত ?
উত্তর: 40,024 কিমি
43. পৃথিবীর ভূত্বকের গড় উষ্ণতা কত ?
উত্তর: 14°C.
44. অপসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয় ?
উত্তর: প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি
45. অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয় ?
উত্তর: প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি
46. পৃথিবীর আবর্তন গতি কত ?
উত্তর: 23 ঘণ্টা 56 মিনিট 40.91 সেকেন্ড
47. পৃথিবীর পরিক্রমণ গতি কত ?
উত্তর: 365 দিন 5 মিনিট 48 মিনিট 45.51 সেকেন্ড
48. কোন তারিখে পৃথিবীর দিন রাত্রি সমান থাকে ?
উত্তর: 21 মার্চ ও 23 সেপ্টেম্বর
49. কোন তারিখে দিনের দৈর্ঘ্য সর্বাধিক হয় ?
উত্তর: 21 জুন(কর্কট সংক্রান্তি)
50. কোন তারিখে রাত্রির দৈর্ঘ্য সর্বাধিক হয় ?
উত্তর: 22 সেপ্টেম্বর
File Name: একনজরে সৌরজগৎ | সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
File Size: 948 Kb
File Formate: Pdf
No Of Pages: 06
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
সৌরজগতের বিভিন্ন গ্রহ PDF | Click Here |