GENERAL KNOWLEDGEGEOGRAPHY

সৌরজগতের বিভিন্ন গ্রহ PDF

সৌরজগতের বিভিন্ন গ্রহ PDF

সৌরজগতের বিভিন্ন গ্রহ PDF
সৌরজগতের বিভিন্ন গ্রহ

WBPDF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে সৌরজগতের বিভিন্ন গ্রহ PDF, যেখানে ভূগোলের সৌরজগতের বিভিন্ন গ্রহ থেকে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, 

এই তালিকার মধ্যে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ কোনটি তথা সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি অতঃপর সৌরজগতের উপগ্রহ কয়টি ও কি কি, বৃহস্পতি ও শনির উপগ্রহের নাম কি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

সৌরজগতের বিভিন্ন গ্রহ 

বুধ ( Mercury )

সূর্য
থেকে দূরত্ব :  প্রায়
৫.৮ কোটি কিমি

ব্যাস
: প্রায় ৪,৮৯০০ কিমি

সূর্যের
সবচেয়ে নিকটতম গ্রহ

আবর্তন
: ৫৮ দিন ১৭ ঘন্টা

পরিক্রমণ
: ৮৮ দিন

দিনের
তাপমাত্রা প্রায় ৪৪০⁰ C এবং
রাতের তাপমাত্রা – ১৮০⁰ C পর্যন্ত হয়ে
থাকে।

উপগ্রহ: বুধের
কোন উপগ্রহ নেই

 

শুক্র গ্রহ (venus)

সূর্য থেকে দূরত্ব : সূর্য
থেকে দূরত্ব প্রায় ১১
কোটি কিমি

আবর্তন
: ২৪৩ দিন

পরিক্রমণ
২২৫ দিন

পৃথিবীর
সবচেয়ে কাছের এবং সূর্যের
দ্বিতীয় গ্রহ।

শুক্র
গ্রহে প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড থাকার
জন্যে এই গ্রহ সৌরজগতের
উষ্ণতম গ্রহ ।

উপগ্রহ: এই গ্রহের কোন উপগ্রহ
নেই।

 

পৃথিবী (Eatrh)

সূর্য থেকে দূরত্ব : সূর্য
থেকে দূরত্ব প্রায় 15 কোটি
কিমি

আবর্তন
: ২৩ ঘণ্টা ৫৬ মিনিট
৪ সেকেন্ড

পরিক্রমণ
: ৩৬৫ দিন ৫ ঘন্টা
৪৮ মিনিট ৪৬ সেকেন্ড

ব্যাস
: ১২, ৭৪২ কিমি

মহাকাশ
থেকে পৃথিবীকে নীল রঙের দেখাই
বলে একে নীল গ্রহ
বলা হয়ে থাকে।

উপগ্রহ: পৃথিবীর
একটি মাত্র উপগ্রহ হলো
চাঁদ

পৃথিবী
হলো সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের
অস্তিত্ব আছে ।

 

মঙ্গল গ্রহ (Mars)

সূর্য থেকে দূরত্ব : সূর্য
থেকে দূরত্ব প্রায় ২৩
কোটি কি.মি

আবর্তন
: ২৪ ঘণ্টা ৩৭ মিনিট

পরিক্রমণ
: ৬৮৭ দিন

ব্যাস
: ৬৭৭৯ কিমি

উপগ্রহ: মঙ্গলের
দুটি উপগ্রহ যথা ডাইমোস
ও ফোবাস

মঙ্গল
গ্রহের অপর নাম লাল
গ্রহ।

এই গ্রহের তাপমাত্রা অনেকটা
পৃথিবীর মতো, একসময় এই
গ্রহে জল ছিল এবং
বর্তমানে এই গ্রহে প্রাণের
অস্তিত্ব খোঁজা চলছে

 

বৃহস্পতি (Jupiter)

সূর্য থেকে দূরত্ব : সূর্য
থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিমি

আবর্তন
: ৯.৫০ ঘন্টা

পরিক্রমণ
: ১২ বছর

ব্যাস
: প্রায় ১ লক্ষ ৪০
হাজার কিমি

উপগ্রহ: এই গ্রহে মোট ৬৭
টি উপগ্রহ আছে, তবে
উল্লেখযোগ্য দুটি উপগ্রহ হল
গ্যানিমিড এবং ইউরোপা

এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং
মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি

 

শনি গ্রহ (Saturn)

সূর্য থেকে দূরত্ব : সূর্য
থেকে শনির দূরত্ব প্রায়
১৪৩ কোটি কিমি

আবর্তন
: ১০ ঘণ্টা

পরিক্রমণ
: ২৯ বছর ৬ মাস

সৌরজগতের
একমাত্র গ্রহ যেটি উজ্জ্বল
৭ টি বলয় দিয়ে
আবৃত,

উপগ্রহ: শনি গ্রহের সবথেকে বেশি
উপগ্রহ আছে , এই গ্রহের
মোট উপগ্রহের সংখ্যা ৮২ টি
তবে তার মধ্যে নামকরণ
হয়েছে ৫৩ টির এই
গ্রহের উল্লেখযোগ্য উপগ্রহ হল টাইটান

 

ইউরেনাস (Uranus)

দূরত্ব
: সূর্য থেকে এই গ্রহের
দূরত্ব প্রায় ২৮৭ কোটি
কিমি

আবর্তন
: প্রায় ১৭ ঘণ্টা

পরিক্রমণ
: সূর্যকে একবার প্রদক্ষিণ করতে
সময় লাগে প্রায় ৮৪
বছর

এটি সৌরজগতের শীতলতম গ্রহ

এই গ্রহে মিথেন গ্যাস
বেশী থাকায় এই গ্রহের
রঙ সবুজ

উপগ্রহ: এই গ্রহের ৩ টি
উল্লেখ্যযোগ্য উপগ্রহ হলো : মিরান্ডা,
টিটানিয়া ও ওবেরন

 

নেপচুন (Neptune)

সূর্য থেকে দূরত্ব : সূর্য থেকে দূরত্ব প্রায়
৪৪৯.৬ কোটি কিমি

আবর্তন
: ১৬ ঘণ্টা

পরিক্রমণ
: ১৬৫ বছর

ব্যাস
: প্রায় ৫০ হাজার কিমি

উপগ্রহ
: এই গ্রহের উপগ্রহের সংখ্যা
১৪ টি, তবে উল্লেখযোগ্য
হলো ট্রাইটন

মিথেন
ও হিলিয়াম গ্যাস বেশি থাকার
কারণে এই গ্রহের রং
নীল

More Pdf Download Link
List of Volcanic Locations in Bengali : আগ্নেয়গিরির অবস্থান Click Here
বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান PDF Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button