GENERAL KNOWLEDGEGEOGRAPHY
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF । Indian Railway Zone
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা: আজ Wbpdf.in আপনাদের অন্ন নিয়ে এসেছে ভারতের বিভিন্ন রেলওয়ে জোন ও তাদের সদর দপ্তরের তালিকা, যেখানে উত্তর রেলওয়ে এর সদর দপ্তর থেকে শুরু করে পূর্ব উপকুল রেলওয়ে এর সদর দপ্তর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা
এই তালিকার মধ্যে ভারতের কলকাতা মেট্রোর সদর দপ্তর কোথায় অবস্থিত তথা মধ্য রেলওয়ে এর সদর দপ্তর বা পূর্ব উপকুল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত অতঃপর উত্তর-পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোন জায়গায় এছাড়া একটি দক্ষিণ-মধ্য রেলওয়ের উদাহরণ দাও সবশেষে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে এর সদর দপ্তরের তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি টেবিল আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in ।
ভারতের বিভিন্ন রেলওয়ে জোনের নাম ও তাদের সদর দপ্তর তালিকা PDF
রেলওয়ে | সদর দপ্তর | প্রতিষ্ঠা সাল |
---|---|---|
দক্ষিণ রেলওয়ে | চেন্নাই | 1951 |
উত্তর রেলওয়ে | নিউ দিল্লি | 1952 |
পূর্ব রেলওয়ে | কলকাতা | 1952 |
পশ্চিম রেলওয়ে | চার্চ গেট, মুম্বই | 1951 |
মধ্য রেলওয়ে | মুম্বই | 1951 |
উত্তর-পূর্ব রেলওয়ে | গোরখপুর | 1952 |
দক্ষিণ-পূর্ব রেলওয়ে | গার্ডেনরিচ, কলকাতা | 1955 |
উত্তর-পূর্ব রেলওয়ে | মালিগাঁও, গোয়াহাটি | 1958 |
দক্ষিণ-মধ্য রেলওয়ে | সেকেন্দ্রাবাদ | 1966 |
পূর্ব-মধ্য রেলওয়ে | হাজিপুর | 2002 |
উত্তর-পশ্চিম রেলওয়ে | জয়পুর | 2002 |
দক্ষিণ-উপকূল রেলওয়ে | বিশাখাপত্তনম | 2019 |
কলকাতা মেট্রো | কলকাতা | 2002 |
দক্ষিণ-পশ্চিম রেলওয়ে | হুবলি | 2003 |
উত্তর-মধ্য রেলওয়ে | এলাহাবাদ | 2003 |
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে | বিলাসপুর | 2003 |
পশ্চিম-মধ্য রেলওয়ে | জব্বলপুর | 2003 |
পূর্ব উপকূল রেলওয়ে | ভুবনেশ্বর | 2002 |
More Pdf: ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা