WBP & RRB April 2022 Current Affairs

WBP & RRB April 2022 Current Affairs

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WBP & RRB April 2022 Current Affairs PDF
WBP & RRB April 2022 Current Affairs


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP & RRB April 2022 Current Affairs PDF, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ মেন এবং রেলওয়ে গ্রুপ ডি এর ২০২২ সালের এপ্রিল মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স (১৩৫+) আপনাদের কাছে তুলে ধরা হয়েছে,এছাড়াও এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন পরীক্ষায় যেমন WBCS, SSC, MTS প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে কাজে লাগবে।


এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন, তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


WBP & RRB April 2022 Current Affairs


০১) ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট
এর ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?

উত্তর.
রেনু সিং

০২) কোন রাজ্য ৮৩
তম জাতীয় টেবিল টেনিস
চাম্পিয়নশিপ ২০২২ হোস্ট করবে
?

উত্তর.
মেঘালয়

০৩) কোন ব্যক্তি সম্প্রতি
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার
ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ
করছেন ?

উত্তর.
ডঃ এস রাজু

০৪) কোনটি বিশ্বের তৃতীয়
উষ্ণতম স্থান হিসাবে রেকর্ড
করা হয়েছে ?

উত্তর.
চন্দ্রপুর

০৫) সম্প্রতি ১০০% বৈদ্যুতিকরণ মিশন
সম্পন্ন করেছে কোন রেলওয়ে
?

উত্তর.
কোঙ্কন রেলওয়ে

০৬) কোন পেমেন্ট প্ল্যাটফর্ম
UPI ভিত্তিক লেনদেনের জন্য Tap to Pay সম্প্রতি চালু করেছে ?

উত্তর.
Google pay

০৭) ভারত ও কোন
দেশের নৌবাহিনীর মধ্যে ২০ তম
দ্বিপাক্ষিক নৌ-মহড়া VARUNA শুরু
হয়েছে ?

উত্তর.
ফ্রান্স

০৮) কোন ব্যক্তি সম্প্রতি
invest Karnataka 2022 বিশ্বব্যাপী
বিনিয়োগকারীদের মিট লঞ্চ করলেন
?

উত্তর.
বাসভারাজ বোম্বাই

০৯) অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২২ জয়ী হয়েছেন
কোন ব্যক্তি ?

উত্তর.
চার্লস ল্যাক্লের

১০) নিম্নের কোন অভিনেত্রী সম্প্রতি
Time100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ?

উত্তর.
দীপিকা পাডুকোন

১১)
BBC ইন্ডিয়ান স্পোর্টসম্যান অফ দা ইয়ার
২০২১ পুরস্কার কে পেলেন ?

উত্তর.
মীরাবাঈ চানু

১২) প্রতিবছর কত তারিখে বিশ্ব
অটোজোম সচেতনতা দিবস পালন করা
হয় ?

উত্তর.
২ রা এপ্রিল

১৩) ২০২২ ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ
জয়ী দেশের নাম কী
?

উত্তর.
অস্ট্রেলিয়া

১৪) সম্প্রতি কোন রাজ্যের লিভিং
রুট ব্রিজ ইউনেস্কো ওয়ার্ল্ড
হেরিটেজ সাইটে অস্থায়ী তালিকায়
অন্তর্ভুক্ত করা হয়েছে ?

উত্তর.
মেঘালয়

১৫)
BIMSTEC শীর্ষ সম্মেলন ২০২২ কোন দেশ
আয়োজন করেছে ?

উত্তর.
শ্রীলংকা

১৬) কোন IIT তে সম্প্রতি পেটাস্কেল
সুপার কম্পিউটার Param Shakti উদ্বোধন হয়েছে ?

উত্তর.
IIT খড়গপুর

১৭) কোন ব্যক্তি সম্প্রতি
ASSOCHAM এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ
করছেন ?

উত্তর.
সুমন্ত সিনহা

১৮) সম্প্রতি প্রকাশিত Spoorthi Pradatha Sri
somayya – শীর্ষক বইটির লেখক কে
?

উত্তর.
কে শ্যাম প্রসাদ

১৯) ‘স্টার্টআপ ফাউন্ডার হাব’ প্ল্যাটফর্ম চালু
করেছে সম্প্রতি কোন কোম্পানি ?

উত্তর.
মাইক্রোসফট

২০) ভারতের সবচেয়ে মূল্যবান
সেলিব্রেটির শীর্ষে রয়েছেন কে
?

উত্তর.
বিরাট কোহলি

২১) গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া
হয় ?

উত্তর.
সঙ্গীত

২২) প্রতিবছর কত তারিখে আন্তর্জাতিক
শিশু বই দিবস হিসেবে
পালন করা হয় ?

উত্তর.
২ রা এপ্রিল

২৩) ৬৪ তম গ্র্যামি
পুরস্কারে অ্যালবাম অফ দ্য ইয়ার
অ্যাওয়ার্ড পেলো কোনটি ?

উত্তর.
We are

২৪) প্রতিবছর কত তারিখে National Maritime Day পালন করা হয়
?

উত্তর.
৫ ই এপ্রিল

২৫) কোন ব্যাংক এবং
শপার্স স্টপ যুক্ত হয়ে
কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে
?

উত্তর.
HDFC Bank

২৬) মাহিন্দ্রা ম্যানুলাইফ মিউচ্যুয়াল ফান্ড কাকে MD & CEO হিসাবে
নিযুক্ত করেছে ?

উত্তর.
অ্যান্টনি হেরেডিয়া

২৭) প্রতিবছর কত তারিখে বিশ্ব
স্বাস্থ্য দিবস হিসেবে পালন
করা হয় ?

উত্তর.
৭ ই এপ্রিল

২৮) গোপাল শর্মাকে কোনটির
প্রথম তথ্য কর্মকর্তা হিসেবে
নিযুক্ত করা হয়েছে ?

উত্তর.
Microland

২৯) সম্প্রতি কাকে দিল্লি মেট্রো
রেল কর্পোরেশনের DMRC এর নতুন ব্যবস্থাপনা
পরিচালক হিসেবে নিযুক্ত করা
হয়েছে ?

উত্তর.
বিকাশ কুমার

৩০) ভারতের নতুন পররাষ্ট্র
সচিব ( foreign secretary
) হবেন কে ?

উত্তর.
বিনয় মোহন কোয়াত্রা

৩১) সড়ক নিরাপত্তা প্রকল্পের
অংশ হিসেবে ভারতের কোন
শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ক্যামেরা বসানো হবে ?

উত্তর.
কোজিকোড

৩২) ফার্মইজি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন
কে ?

উত্তর.
আমির খান

৩৩) সম্প্রতি প্রয়াত রিচার্ড হাওয়ার্ড কিসের সঙ্গে যুক্ত
ছিলেন ?

উত্তর.
কবি

৩৪)
HDFC Ltd. সম্প্রতি কিসের সঙ্গে একীভুতকরণ
ঘোষণা করলো ?

উত্তর.
HDFC Bank

৩৫) খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি
গেমস ২০২১ হোস্ট করছে
ভারতের কোন রাজ্য ?

উত্তর.
বেঙ্গালুরু

৩৬) কোন রাজ্যের ‘অ্যান
মারিয়া এম টি’ সম্প্রতি
জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন
?

উত্তর.
কেরালা

৩৭) সম্প্রতি প্রকাশিত Birsa Munda –
Janjatiya Nayak শীর্ষক বইটির লেখক হলেন
কে ?

উত্তর.
অলোক চক্রওয়াল

৩৮) কোনটি সম্প্রতি Manthan উদ্যোগ
লঞ্চ করলো ?

উত্তর.
SEBI

৩৯) কোন কেন্দ্রীয় মন্ত্রী
কার্যকারী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য
সচেতনতা মাসকট প্রকৃতি এবং
সবুজ উদ্যোগ চালু করেছেন

উত্তর.
ভূপেন্দ্র যাদব

৪০) কোন ব্যক্তি সম্প্রতি
২০২২ মিয়ামি ওপেন টেনিস শিরোপা
জিতেছেন ?

উত্তর.
ইগা সোয়েটেক

৪১) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত সালে
স্টান্ড অফ ইন্ডিয়া প্রকল্প
চালু করেছিলেন ?

উত্তর.
২০১৬ সালে

৪২) সম্প্রতি কোন ব্যক্তি সংগীত
নাটক অ্যাকাডেমি এবং ললিতকলা অ্যাকাডেমী
পুরস্কার প্রদান করেছে ?

উত্তর.
এম ভেঙ্কাইয়া নাইডু

৪৩) প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সম্প্রতি
কত বছর পূর্ণ করেছে
?

উত্তর.
৭ বছর

৪৪)
DRDO কোথায় সফলভাবে Solid Fuel Ducted
Ramjet পরীক্ষা সম্পন্ন করেছে ?

উত্তর.
ওড়িশা

৪৫) একটি বিশ্বমানের ‘স্পোর্টস
ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার’ স্থাপনের জন্য কোন রাজ্য
স্যামসাং এর সঙ্গে MoU করলো
?

উত্তর.
মনিপুর

৪৬)
Not just a Nightwatchman: my innings in the BCCI – শীর্ষক পুস্তকটি
লেখক কে ?

উত্তর.
বিনোদ রায়

৪৭) কাকে ২০২১ সালের
জন্যে সরস্বতী সম্মান পুরস্কার প্রদান
করা হবে ?

উত্তর.
রামদরস মিশ্র

৪৮) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী
সম্পতি নবগঠিত ১৩ টি
জেলার  আনুষ্ঠানিকভাবে
উদ্বোধন করলেন ?

উত্তর.
অন্ধ্রপ্রদেশ

৪৯) কোন কেন্দ্রীয় মন্ত্রী
সম্প্রতি সম্প্রচার সেবা পোর্টালের সূচনা
করেছেন ?

উত্তর.
অনুরাগ সিং ঠাকুর

৫০) কোন রাজ্যের প্রাক্তন
মুখ্যমন্ত্রী বি বি গুরুং
সম্প্রতি প্রয়াত হলেন ?

উত্তর.
সিকিম

৫১) দিপিকা পল্লিকাল কার্তিক
কোন খেলার সঙ্গে যুক্ত
?

উত্তর.
স্কোয়াশ

৫২) কে সম্প্রতি হোমিওপ্যাথি
: সুস্থতার জন্য জনগণের পছন্দ
বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করলেন ?

উত্তর.
সর্বানন্দ সোনোয়াল

৫৩) সম্প্রতি অবসর প্রকল্পের সূচনা
করলো কোন সংস্থা ?

উত্তর.
AAI

৫৪) সম্প্রতি ভারত ও কোন
দেশের যৌথ বিশেষ বাহিনীর
মহড়া হয়েছে ?

উত্তর.
কিরগিজস্তান

৫৫) কোন রাজ্য সম্প্রতি
Kaaval Uthavi অ্যাপ লঞ্চ করল ?

উত্তর.
তামিলনাড়ু

৫৬) কোন ফটোগ্রাফারের ‘কামলুপস
রেসিডেন্সিয়াল স্কুল’ শিরোনামের ছবি
ওয়াল্ড প্রেস ফটো অফ
দ্যা ইয়ার জিতেছে ?

উত্তর.
অ্যাম্বার ব্রকেন

৫৭) কোন ব্যক্তি সম্প্রতি
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের
চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন
?

উত্তর.
ডক্টর মনোজ সোনি

৫৮) প্রতিবছর কত তারিখে বিশ্ব
হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন
করা হয় ?

উত্তর.
১০ ই এপ্রিল

৫৯) পাক্কে টাইগার রিজার্ভ
কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর.  অরুনাচল
প্রদেশ

৬০) টাটা পাওয়ার রিনিউয়েবল
এনার্জি লিমিটেড ৪০০ মেগাওয়াট প্রকল্প
চালু করেছে ?

উত্তর.
গুজরাট

৬১)
The Maverick Effect: The Insite story of India IT Revolution – পুস্তকটির লেখক কে ?

উত্তর.
হরিশ মেহোতা

৬২) কোনটি সম্প্রতি ৮০
তম স্কচ সম্মেলন এবং
স্কচ পুরস্কার প্রদান অনুষ্ঠানে একটি
সোনা এবং একটি রুপোর
পদক পেয়েছে ?

উত্তর.
NMDC

৬৩) ভারতের কোন দুটি
শহর সম্প্রতি ট্রি সিটি অফ
দা ওয়ার্ল্ড ২০২১ হিসাবে ঘোষিত
হয়েছে ?

উত্তর.
হায়দ্রাবাদ এবং মুম্বাই

৬৪) স্ট্রীট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ
২০২৩ হোস্ট করবে কোন
দেশ ?

উত্তর.
ভারত

৬৫) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী
সম্প্রতি পেরিয়ার মেমোরিয়াল সমাথুভাপুরাম উদ্বোধন করেছে ?

উত্তর.
তামিলনাড়ু

৬৬) প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতি প্রধানমন্ত্রী
সংগ্রহালয়ের উদ্বোধন করলেন?

উত্তর.
গুজরাট

৬৭) প্রতি বছর বিশ্ব
হিমোফিলিয়া দিবস কোন দিন
পালন করা হয় ?

উত্তর.
১৭ ই এপ্রিল

৬৮) কোন রাজ্য সরকার
সম্প্রতি BPCL এর সাথে MOU চুক্তি
স্বাক্ষরিত করেছে ?

উত্তর.
ওড়িশা

৬৯) কে সম্প্রতি ন্যাশনাল
কমিশন ফর মাইনোরিটিসের চেয়ারপারসন
হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ?

উত্তর.
ইকবাল সিং লালপুরা

৭০) আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য
শর্টলিস্ট  হয়েছে
হিন্দি কোন উপন্যাস ? উত্তর.
Tomb and Sand

৭১) ২০২৩ পুরুষদের FIH হকি
বিশ্বকাপ আয়োজন করবে কোন
দেশ ?

উত্তর.
ভারত

৭২) কোন ব্যক্তির সম্প্রতি
আইসিসি ক্রিকেট কমিটির সদস্য বোর্ড
প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন
?

উত্তর.
জয় শাহ

৭৩) ৭১ তম জাতীয়
বাস্কেটবল চাম্পিয়নশিপ হল কোন রাজ্য
?

উত্তর.
তামিলনাড়ু

৭৪) আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় খেলোয়াড় হিসেবে ১০০ ছক্কা
করেছেন কে ?

উত্তর.
হার্দিক পান্ডিয়া

৭৫)
DAHD সম্প্রতি কোন রাজ্যে এক
স্বাস্থ্য পাইলট প্রকল্প চালু
করেছে ?

উত্তর.
উত্তরাখণ্ড

৭৬) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী
সম্প্রতি Anti Corruption
Mobile App লঞ্চ করল ?

উত্তর.
উত্তরাখণ্ড

৭৭) আইপিএলের ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে ১৫০
উইকেট নেওয়ার মাইলস্টোন স্থাপন করলেন কে
?

উত্তর.
যুজবেন্দ্র চাহাল

৭৮) কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার
সম্প্রতি রেকজাভিক ওপেন টুর্নামেন্টে জিতলেন
?

উত্তর.
আর প্রজ্ঞানন্দ

৭৯)
IAF সম্প্রতি কোন আইআইটির সঙ্গে
MOU স্বাক্ষরিত পরল ?

উত্তর.
আইআইটি মাদ্রাজ

৮০) প্রযুক্তিগত সহযোগিতার জন্য UIDAI এবং কোনটির মধ্যে
MOU স্বাক্ষরিত হয়েছে ?

উত্তর.
ISRO

৮১) কে সম্প্রতি National Time Release Study 2022 প্রকাশ করলেন ?

উত্তর.
বিবেক জহরি

৮২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্প্রতি কততম
প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো
?

উত্তর.
১২৮ তম

৮৩) কোন আইআইটি সম্প্রতি
NTPC এর সাথে পার্টনারশিপ করেছে
পাওয়ার প্ল্যান্ট থেকে কার্বন-ডাই-অক্সাইড ক্যাপচারের জন্য ?

উত্তর.
আইআইটি গুয়াহাটি

৮৪) কে সম্প্রতি এ
সঞ্জীবনী টেলি কনসালটেশন সুবিধা
লঞ্চ করলেন ?

উত্তর.
মন্সুখ মন্ডাভিয়া

৮৫) সম্প্রতি কে ৫৬ তম
জ্ঞানপীঠ পুরস্কার পেলেন ?

উত্তর.
নীলমণি ফুকন

৮৬) ভারত পেট্রোলিয়াম কার
সঙ্গে পার্টনারশিপ করেছে গ্রাহক অভিজ্ঞতা
উন্নত করতে ?

উত্তর.
মাইক্রোসফট

৮৭)
Extreme IX এবং নিম্নের কোনটি সম্প্রতি পার্টনারশিপ
করল দ্রুত ডিজিটাল পেমেন্ট
অভিজ্ঞতা সক্ষম করতে ?

উত্তর.
PhonePe

৮৮) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী
সম্প্রতি ২০২৩ পুরুষ হকি
বিশ্বকাপ এর লোগো উন্মোচন
করলেন ?

উত্তর.
উড়িষ্যা

৮৯) কোন আইআইটি সম্প্রতি
ভারতের প্রথম পলিসেন্ত্রিক কৃত্তিম
হাঁটু চালু করেছে ?

উত্তর.
আইআইটি মাদ্রাজ

৯০) আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে
রিটায়ার্ড আউট হলেন কে
?

উত্তর.
রবিচন্দ্রন অশ্বিন

৯১) প্রতিবছর কত তারিখে ওয়ার্ল্ড
হেরিটেজ হিসেবে পালন করা
হয় ?

উত্তর.
১৮ ই এপ্রিল

৯২) কোন রাজ্য নীতি
আয়োগের রাজ্যে শক্তি ও
জলবায়ু বিষয়ে প্রথম পর্যায়ের
সূচকের শীর্ষে রয়েছে ?

উত্তর.
গুজরাট

৯৩) কে সম্প্রতি Ey Entrepreneur of the Year পেলেন ?

উত্তর.
ফাল্গুনী নায়ার

৯৪) সম্প্রতি কে ‘টাটা ডিজিটাল’
এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ
করেছেন ?

উত্তর.
এন চন্দ্রশেখরন

৯৫)
ICC অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী হোস্ট করবে কোন
দেশ ?

উত্তর.
দক্ষিণ আফ্রিকা

৯৬) সম্প্রতি প্রকাশিত The Boy who wrote a
constitution – বইটির লেখক কে ?

উত্তর.
রাজেশ তলোয়ার

৯৭) সম্প্রতি T-20 ক্রিকেটে ভারতের হয়ে প্রথম
ব্যাটসম্যান হিসেবে ১০০০ চার
মারার রেকর্ড করেছেন কে
?

উত্তর.
শিখর ধাওয়ান

৯৮) ফিফা অনূর্ধ্ব ১৭
মহিলা বিশ্বকাপ ২০২২ হোস্ট করবে
কোন দেশ ?

উত্তর.
ভারত

৯৯) কোন রেলওয়ে সংস্থা
সম্প্রতি One Station One
Product লঞ্চ করল ?

উত্তর.
সাউথ সেন্ট্রাল রেলওয়ে

১০০) কোন রাজ্য/ইউটি
সম্প্রতি ইলেকট্রনিক যান নীতিতে ইসাইকেল
অন্তর্ভুক্ত করতে চলেছে ?

উত্তর.
দিল্লি

১০১) ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী চিফ অফ আর্মি
স্টাফ হতে চলেছেন কে
?

উত্তর.
মনোজ পান্ডে

১০২) ভারতীয় পেসার হিসাবে আইপিএলের
ইতিহাসে ১৫০ উইকেট এর
রেকর্ড করলেন কে ?

উত্তর.
ভুবনেশ্বর কুমার

১০৩) দিল্লির  মুখ্য
সচিব হিসেবে নিযুক্ত করা
হয়েছে কাকে ?

উত্তর.
নরেশ কুমার

১০৪) কোথায় ভারতে প্রথম
বহনযোগ্য সৌর ছাদ সিস্টেম
এর উদ্বোধন করা হয়েছে ?

উত্তর.
গান্ধীনগর

১০৫) পরমাণু শক্তি কমিশনের
চেয়ারম্যান হিসাবে  কার
মেয়াদ এক বছরের জন্য
বাড়ানো হয়েছে ?

উত্তর.
কমলেশ নীলকান্ত ব্যাস

১০৬) পামিলা যশপাল কিসের
ডিরেক্টর হিসবে দায়িত্ব গ্রহণ
করেছে ?

উত্তর.
CBDT

১০৭) প্রতিবছর কত তারিখে বিশ্ব
যকৃত দিবস হিসেবে পালন
করা হয় ?

উত্তর.
১৯ শে এপ্রিল

১০৮) ভারত ও কোন
দেশ কোয়ান্টাম কমপিউটিংয়ে ভার্চুয়াল নেটওয়ার্ক সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত ঘোষণা করেছে ?

উত্তর.
ফিনল্যান্ড

১০৯) ডিজিট ইন্সুরেন্স কোম্পানি
কাকে MD & CEO হিসাবে নিযুক্ত করেছ
?

উত্তর.
জসলিন কোহলি 

১১০) ১২ তম সিনিয়র
পুরুষদের জাতীয় হকি চ্যাম্পিয়ন
হল কোনটি ?

উত্তর.
হরিয়ানা

১১১) দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য
ভারতে প্রথম ইন্টারনেট রেডিও
‘রেডিও আকাশ’ কোথায় চালু
হয়েছে ?

উত্তর.
নাগপুর

১১২) ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাতীয় স্তরের
দূষণ মোকাবিলা মহড়া কোথায় শুরু
করেছে ?

উত্তর.
মুর্মুগাঁও

১১৩) প্রতিবছর কত তারিখে সিভিল
সার্ভিস দিবস হিসেবে পালন
করা হয় ?

উত্তর.
২১ শে এপ্রিল

১১৪) কোন রাজ্যে সম্প্রতি
স্পেস টেক ফ্রেমওয়ার্ক লঞ্চ
করল ?

উত্তর.
তেলেঙ্গানা

১১৫) কোন রাজ্য/ইউটি
প্রথমবারের মতো I Sea PONDY 2022 নামক সমুদ্র সৈকতের
উদ্বোধন করেছে ?

উত্তর.
পন্ডিচেরি

১১৬) কোন রাজ্যে/UT তে
সম্প্রতি Jan Nigrani App
লঞ্চ করল ?

উত্তর.
জম্মু ও কাশ্মীর

১১৭) ফ্লিপকার্ট কোন রাজ্যে ভারতের
সর্ববৃহৎ ফুলফিলমেন্ট সেন্টারের উদ্বোধন করল ?

উত্তর.
পশ্চিমবঙ্গ

১১৮)
NHPC গ্রীন হাইড্রোজেন প্রযুক্তি বিকাশের জন্য কোন রাজ্যের
সঙ্গে MOU স্বাক্ষরিত করেছে ?

উত্তর.
হিমাচল প্রদেশ

১১৯)
WHO গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন
উদ্বোধন হবে কোন শহরে
?

উত্তর.
গুজরাটের জামনগর 

১২০) কর্নাটক ব্রেন হেলথ ইনিশিয়েটিভের
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন
কে ?

উত্তর.
রবিন উথাপ্পা

১২১) উইপ্রো কাকে ভারতের
কান্ট্রি হেড হিসাবে নামকরণ
করেছে ?

উত্তর.
সত্য ইশ্বরণ

১২২) স্মৃতি হান্ডা কে
কিসের চিফ হিউম্যান রিসোর্স
অফিসার হিসেবে নিয়োগ করা
হয়েছে ?

উত্তর.
Bharat Pe

১২৩) হামিশ বেনেট সম্প্রতি
সব ধরনের ক্রিকেট থেকে
অবসরের ঘোষণা করেছে, তিনি
কোন দেশের খেলোয়াড় ?

উত্তর.
নিউজিল্যান্ড

১২৪) সম্প্রতি ইন্ডিয়া পালসেস এন্ড গ্রেন
অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হলেন কে ?

উত্তর.
বিমল কোঠারি

১২৫) ২০২২ এ ম্যালকম
আদিশোশিয়া পুরস্কারে সম্মানিত হচ্ছেন কে ?

উত্তর.
প্রভাত পট্টনায়েক

১২৬) সম্প্রতি প্রয়াত প্রফুল্ল কর কিসের সঙ্গে
যুক্ত ছিলেন ?

উত্তর.
সঙ্গীত

১২৭) প্রতিবছর কত তারিখে বিশ্ব
ধরিত্রী দিবস হিসেবে পালন
করা হয় ?

উত্তর.
২২ শে এপ্রিল

১২৮) ভারতের প্রথম বিশুদ্ধ
সবুজ হাইড্রোজেন প্লান্ট কোথায় চালু হয়েছে
?

উত্তর.
জোরহাট

১২৯) নীতি আয়োগ এর
নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে
নিযুক্ত হলেন কে ?

উত্তর.
সুমন কে বেরি

১৩০) কে সম্প্রতি কুষ্ঠ
রোগের জন্য আন্তর্জাতিক ‘গান্ধী
পুরস্কার ২০২১’ খেতাব অর্জন
করেছেন ?

উত্তর.
ডক্টর ভুষণ কুমার

১৩১) প্যারিস বুক ফেস্টিভেল ২০২২
– এ কোন দেশকে সম্মানিত
অতিথি হিসেবে মনোনীত করা
হয়েছে ?

উত্তর.
ভারত

১৩২) আদিত্য বিড়লা ক্যাপিটাল
এর পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা
হিসেবে নিয়োগ করা হয়েছে
কাকে ?

উত্তর.
বিশাখা মূল্যে

১৩৩) বর্জ্য কে শক্তিতে
রূপান্তরিত করার জন্য কোনটি
সম্প্রতি দিল্লি জল বোর্ডের
সাথে চুক্তি করেছে ?

উত্তর.
NTPC

১৩৪) সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি
গেমসে ভারোত্তোলক গোবিন্দ সুনীল মহাজন কোন
পদক জিতেছেন ?

উত্তর.
স্বর্ণ

১৩৫) কত তারিখে পঞ্চায়েতী
রাজ দিবস পালন করা
হয় ?

উত্তর.
২৪ শে এপ্রিল

১৩৬) ফোবর্সের তালিকায় সেরা বিশ্বের পঞ্চম
ধনী ব্যক্তির নাম কি ?

উত্তর.
গৌতম আদানি

১৩৭) লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অফ দা ইয়ার
২০২২ অ্যাওয়ার্ড পেলেন কে ?

উত্তর.
এমা রাদুকানু

১৩৮) রবি
কুমার দাহিয়া এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২২
এ কোন পদক জিতেছেন
?

উত্তর.
স্বর্ণপদক

১৩৯) এয়ারটেল পেমেন্ট ব্যাংক এফ ডি
সুবিধা দেওয়ার জন্য কোন ব্যাংকের
সঙ্গে চুক্তি করেছে ?

উত্তর.
IndusInd Bank

১৪০) কোনটি ভারতের প্রথম
জেলা হয়ে উঠেছে যেখানে
প্রতিটি গ্রামে লাইব্রেরী আছে
?

উত্তর.
ঝাড়খন্ড


File Name: WBP & RRB April 2022 Current Affairs

File Size: 0.94 Mb

File Formate: PDF

No Of Pages: 18

Download Pdf: Click TO Download

More PdfDownload Link
WBP SI প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর 2021 PDFClick Here

Leave a Comment