June 2023 Current Affairs in Bengali
June 2023 Current Affairs in Bengali
June 2023 Current Affairs in Bengali |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে June 2023 Current Affairs in Bengali , যেখানে 2023 সালের জুন মাসের ১০০ টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো চাকরির পরীক্ষার (WBP, SSC, WBCS, KP, UPSC, RRB, PSC) প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই তালিকার মধ্যে কোন কোম্পানির Brand Ambassador হিসেবে নিযুক্ত হলেন Rashmika Mandanna , Hinduja Group এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে, A Life Well Spent শিরোনামে ভারতের কোন রাষ্ট্রদূত বই লিখলেন , Reliance Tira কোম্পানির প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে, Master Residential Real Estate শিরোনামে কে বই লিখলেন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
June 2023 Current Affairs in Bengali
1. Global Liveability Index
2023 এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর ?
উত্তর. অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা
2. India’s Most Attractive
Employer Brand এর তকমা পেল কোন ভারতীয় কোম্পানি ?
উত্তর. Tata Power Company
3. ইসলামিক সংস্কৃতি রক্ষা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের হোলি উৎসব বন্ধ করে দিল কোন দেশ ?
উত্তর. পাকিস্তান
4. ভারতে কি নামে নিজস্ব Credit Card লঞ্চ করব Apple Company ?
উত্তর. Apple Card.
5. বিহারে বিশ্বে বৃহত্তম কিসের মন্দির তৈরি হয়ে যাবে 2025 সালের মধ্যেই ?
উত্তর. রামায়ণ মন্দির
6. উত্তর ভারতের কিসের উদ্বোধন করা হলো নিউ দিল্লির সাফদারজং হাসপাতালে ?
উত্তর. Skin Bank
7. International Sports
Film Festival হোস্ট করলো কোন শহর ?
উত্তর. কলকাতা
8. বিহারে বিশ্বে বৃহত্তম কিসের মন্দির তৈরি হয়ে যাবে 2025 সালের মধ্যেই ?
উত্তর. রামায়ণ মন্দির
9. ধর্মীয় পর্যটনকে Pramote করতে 13.48 কোটি টাকা অনুমোদন করল কোন রাজ্য ?
উত্তর. রাজস্থান
10. কোন দেশের প্রথম মুসলিম মহিলা ফেডারেল জাজ হলেন নুসরত চৌধুরী ?
উত্তর. আমেরিকা
11. কোন দেশে “SATRIA-1” নামক Communication Satellit লঞ্চ করল SpaceX ?
উত্তর. ইন্দোনেশিয়া
12. আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কোন দিন ?
উত্তর. 21 জুন.
13. 37th National Games হোস্ট করবে কোন রাজ্যে ?
উত্তর. গোয়া
14. মালয়েশিয়া কে পরাজিত করে World Squash Championship জিতল কোন দেশ ?
উত্তর. মিশর
15. National Water Awards
2022 এর Best State Category তে প্রথম পুরস্কার কোন রাজ্য পেল ?
উত্তর. মধ্যপ্রদেশ
16. মালয়েশিয়া কে পরাজিত করে World Squash Championship জিতল কোন দেশ ?
উত্তর. মিশর
17. Equitas Small Finance
Bank এর Managing Director and Chief Executive Officer পদে পুনরায় কে নিযুক্ত হলেন ?
উত্তর. পি. এন. বাসুদেবন.
18. National Yoga Olympiad কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে ?
উত্তর. গোয়া
19. Hinduja Group এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর. Gopichand Hinduja
20. মুম্বাইয়ে “National Legislator’s Conference” কে উদ্বোধন করলেন ?
উত্তর. ওম বিড়লা
21. Reliance Tira কোম্পানির প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?
উত্তর. গোপিচাঁদ হিন্দুজা
22. স্থানীয় নিউজ Publisher দের সাহায্য করতে Indian Languages Program কোন কোম্পানি লঞ্চ করল ?
উত্তর. Google
23. জুলাই মাসে পুনরায় UNESCO তে যোগদান করছে কোন দেশ ?
উত্তর. আমেরিকা
24. কোন রাজ্যের সরকারি বাসের প্রথম মহিলা ড্রাইভার হলেন অর্চনা আত্রাম ?
উত্তর. মহারাষ্ট্র
25. G-20 4th Education
Working Group হোস্ট করবে কোন শহর ?
উত্তর. পুনে
26. “Order of the
British Empire”(OBE) সম্মান পেলেন ইংল্যান্ডের কোন ক্রিকেটের ?
উত্তর. মঈন আলি
27. Wind Energy Adoption এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?
উত্তর. রাজস্থান
28. কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন Sheikh Ahmed Nawaf Al-Sabah ?
উত্তর. কুয়েত
29. “A Life Well
Spent” এই নামে ভারতের কোন রাষ্ট্রদূত বই লিখলেন ?
উত্তর. সতীশ চন্দ্র
30. পাকিস্তানি প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসেবে Jana Marriott কে নিযুক্ত করল কোন দেশ ?
উত্তর. যুক্তরাষ্ট্র
31.সম্প্রতি অবসর ঘোষণা কারী নাহিদা খান কোন দেশের মহিলা ক্রিকেটার ?
উত্তর. পাকিস্তান.
32. Republic of Korea কে পরাজিত করে কোন দেশ Women’s Junior Asia Cup 2023 জিতল ?
উত্তর. ভারত.
33. পাকিস্তানি প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসেবে Jana Marriott কে নিযুক্ত করল কোন দেশ ?
উত্তর. যুক্তরাষ্ট্র
34. “Women 20
Summit” কোথায় অনুষ্ঠিত হলো ?
উত্তর. মহাবলিপুরম
35. “Master
Residential Real Estate” এই শিরোনামে কে বই লিখলেন ?
উত্তর. অশ্বীন্দার সিং
36. উরুগুয়ে FIFA U20 World Cup জিতল কোন দেশকে পরাজিত করে ?
উত্তর. ইতালি
37. ভারতের নতুন পাওয়ার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর. পংকজ আগারওয়াল
38. সম্প্রতি GI Tag পেলো ভারতের কি ?
উত্তর. ইশাদ আম
39. U-17 Asian Wrestling
Championships এর মেডেল টালিতে প্রথম স্থানে রয়েছে কোন দেশ ?
উত্তর. ইরান
40. কোথায় IIAS Annual Conference 2025 হোস্ট করবে ভারত ?
উত্তর. কেরালার কোচি
41. ফ্রান্সে অনুষ্ঠিত Annecy International
Animation Festival এখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে কোন দেশ ?
উত্তর. ভারত
42. Central Health
Secretary পদে সম্প্রতি নিযুক্ত হলেন কে ?
উত্তর. সুধাংশু পান্থ
43. সম্প্রতি GAIL Ltd. এর কোন পদে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার ?
উত্তর. Marketing Director
44. ভারতের কোথায় প্রথম CNG চালিত Toy Train চালু হল ?
উত্তর. রাজস্থান
45. ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে Twitter প্রোফাইলে কত মিলিয়ন ফলোয়ার সম্পন্ন করলেও যোগী আদিত্যনাথ ?
উত্তর. 25
46. 2023 সালের মে মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন কোথাকার ক্রিকেটার Thipatcha Putthawong ?
উত্তর. থাইল্যান্ড
47. কোন কোম্পানির Brand Ambassador হিসেবে নিযুক্ত হলেন Rashmika Mandanna ?
উত্তর. Epson India
48. World Cup Squash
Championship 2023 কোথায় শুরু হল ?
উত্তর. চেন্নাই
49. হরিয়ানা সরকার রাজ্যের কোন পুরস্কার প্রাপকদের প্রতি মাসে 10 হাজার টাকা করে পেনশন দেবে ?
উত্তর. পদ্ম পুরস্কার
50. ভারতের কোন মুভিটি WHO Award জিতলো ?
উত্তর. When Climate Change Turns Violent
51. কোন দেশ ভারতকে পরাজিত করে World Test Championship জিতলো ?
উত্তর. অস্ট্রেলিয়া
52. নিউ দিল্লি তে প্রথম National Training Conclave
এর উদ্বোধন করলেন কে ?
উত্তর. নরেন্দ্র মোদি
53. বিশ্বে প্রথম Digital Government
Bond ইস্যু করবে কোন দেশ ?
উত্তর. ইজরায়েল
54. Junior Shooting World
Cup এর মেডেল ট্যালিতে প্রথম স্থান রয়েছে কোন দেশ ?
উত্তর. ভারত
55. কোন উপকূল থেকে “Agni Prime” মিসাইলে সফল পরীক্ষা করল DRDO ?
উত্তর. ওড়িশা উপকূল.
56. কোথায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন উপেন্দ্র সিং রাওয়াত ?
উত্তর. উগান্ডা
57. 5th State Food Safety
Index এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?
উত্তর. কেরালা
58. BSNL কোম্পানির জন্য পুনরুজ্জীবন প্যাকেজ হিসেবে কত টাকা অনুমোদন করল কেন্দ্র সরকার ?
উত্তর. 89 হাজার কোটি
59. India’s Most Valuable
Brand এর তকমা পেল কোন কোম্পানি ?
উত্তর. Tata Group
60. ভারত সম্প্রতি কোথায় কোন দেশের সঙ্গে ‘Ekatha’ নৌসেনা অনুশীলন অংশ নিল ?
উত্তর. মালদ্বীপ
61. রাজীব সিনহা সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন ?
উত্তর. ইলেকশন কমিশনার
62. বিশ্বের কততম বৃহত্তম অপরিশোধ তিল উৎপাদনকারী দেশের তকমা পেলে ভারত ?
উত্তর. দ্বিতীয়
63. প্রথম Global Summit On AI Safety হোস্ট করবে কোন দেশ ?
উত্তর. যুক্তরাষ্ট্র
64. Miss World 2023 কোন দেশে অনুষ্ঠিত হবে ?
উত্তর. যুক্তরাষ্ট্র
65. গুজরাটের প্রথম Climate Action Summit কোথায় অনুষ্ঠিত হলো ?
উত্তর. আমেদাবাদ
66. সম্প্রতি ডিজিটাল জন্ম সার্টিফিকেট পরিষেবা লঞ্চ করল কোন দেশ ?
উত্তর. ইজরায়েল
67. বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, 2023-24 আর্থিক বর্ষে ভারতের GDP Growth হলো কত শতাংশ ?
উত্তর. 6.3
68. 3 মাসের মধ্যেই বিশ্বের 14টি উচ্চতম শৃঙ্গ জয় করে রেকর্ড করলেন কোথাকার পর্বতারোহী Kristin Harila ?
উত্তর. নরওয়ে
69. ATM এ UPI এর মাধ্যমে টাকা তোলার ফেসিলিটি লঞ্চ করল কোন ব্যাংক ?
উত্তর. Bank of Baroda
70. Khelo India University
2023 এর মেডেল ট্যালিতে প্রথমস্থানে রয়েছে কোন ইউনিভার্সিটি ?
উত্তর. Punjab
71. প্রতি বছর কোন তারিখে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করা হয় ?
উত্তর. 7th June.
72. বেঙ্গালুরুতে Project Kuber লঞ্চ করল কোন সংস্থা ?
উত্তর. SBI
73. টাটা গ্রুপ সম্প্রতি লিথিয়াম আয়ন ব্যাটারি ফ্যাক্টরি তৈরি করার জন্য কোন রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করল ?
উত্তর. গুজরাট সরকার
74. বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা ?
উত্তর. 14
75. The Power of One
Thought – Master Your Mind শিরোনামে বই লিখলেন কে ?
উত্তর. B. K. শিবানী
76. IUCN World Conservative
Congress 2025 হোস্ট করবে কোন দেশ ?
উত্তর. UAE
77. ভারতের দাবা খেলোয়াড় অরবিন্দ চিদাম্বরম কত তম Dubai Open Chess Tournament জিতলেন ?
উত্তর. 22
78. প্রথম Premier Handball League পোস্ট করছে কোন শহর ?
উত্তর. রাজস্থানের জয়পুর
79. 1971 Libetration War
Gallery এর উদ্বোধন করা হলো বাংলাদেশের কোথায় ?
উত্তর. ঢাকা
80. হৃত্বিক রোশন কোন কোম্পানি টিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?
উত্তর. Zebronics
81. বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির কোথায় তৈরি হচ্ছে ?
উত্তর. তেলেঙ্গানা
82. জম্মু–কাশ্মীরের শ্রীনগর 2024 সালে কি রকম শহরে পরিণত হবে ?
উত্তর. Smart City
83. ঘানার লেখিকা ও নারীবাদী Ama Ata Aidoo সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন ?
উত্তর. 81 Years
84.National Food Safety and
Standard Training Centre এর উদ্বোধন কোথায় করা হলো সম্প্রতি ?
উত্তর. গাজিয়াবাদ
85. Flipkart এর CEO কে ?
উত্তর. কল্যাণ কৃষ্ণমূর্তি
86. Airtel এর বর্তমান সিইও কে ?
উত্তর. গোপাল ভিত্তাল
87. বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন ?
উত্তর. 1st June
88. তামাশা, লাবনী ও দাহীকালা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত ?
উত্তর. মহারাষ্ট্র
89. HTC এর বর্তমান সিইও কে ?
উত্তর. চের ওয়াং
90. Razorpay কোম্পানি অনলাইন পেমেন্টের ওপর কি ধরনের পরিষেবা লঞ্চ করল ?
উত্তর. Turbo Upi
91. G20 3rd Employment
Working Group Meeting অনুষ্ঠিত সম্প্রতি কোথায় হল ?
উত্তর. জেনেভা
92. মহারাষ্ট্রের ভিবান্ডি তালুক ভারতের সর্বপ্রথম কিসের জন্য বিখ্যাত হলো ?
উত্তর. কার্বন নিরপেক্ষ গ্রাম
93. NIRF Ranking 2023 প্রথম স্থানে রয়েছে কোন IIT ?
উত্তর. মাদ্রাস
94. বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয় কত তারিখ ?
উত্তর. 8th June
95. সম্প্রতি ডিজিটাল জন্ম সার্টিফিকেট পরিষেবা লঞ্চ করল কোন দেশ ?
উত্তর. ইজরায়েল
96. বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী Hypersonic Wnd Tunnel চালু করা হলো কোথায় ?
উত্তর. চীন
97. সম্প্রতি অগ্নুৎপাত হওয়া Mayon Volcano কোন দেশে অবস্থিত ?
উত্তর. ফিলিপিনস
98. বিশ্বে প্রথম Digital Government
Bond ইস্যু করবে কোন দেশ ?
উত্তর. ইজরায়েল
99. নিউ দিল্লি তে প্রথম National Training Conclave এর উদ্বোধন করলেন কে ?
উত্তর. নরেন্দ্র মোদি
100. ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে Twitter প্রোফাইলে কত মিলিয়ন ফলোয়ার সম্পন্ন করলেও যোগী আদিত্যনাথ ?
উত্তর. 25 Million
More Mock Test | Join Quiz |
June 2023 2nd Week Current Affairs Quiz in Bengali | Click Here |