WBP & KP Constable GK 2022 Class – 07
WBP & KP Constable GK 2022 Class – 07 |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP & KP Constable GK 2022 Class – 07, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২২ পর্ব – ০৭ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,
এই তালিকার মধ্যে পিট বিটুমিনাস লীগনাইট অ্যানথোসাইট কিসের প্রকারভেদ, বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন, তুঘলকনামা গ্রন্থটির রচয়িতা কে,নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
WBP & KP Constable GK 2022 Class – 07
০১) পিট,
বিটুমিনাস, লীগনাইট, অ্যানথোসাইট কিসের প্রকারভেদ ?
উত্তর.
কয়লা
০২) হোমলুর আন্দোলনের নেত্রীর
নাম কি ?
উত্তর.
অ্যানি বেসান্ত
০৩) ২০১৯ সালের কত
তারিখে চন্দ্রযান – ২ উৎক্ষেপণ করা
হয়েছিল ?
উত্তর.
২২ শে জুলাই
০৪) লীগনাইট কি ?
উত্তর.
কয়লা
০৫) কোন
অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা
ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
উত্তর.
পাহাড়তলী ইউরোপিয় ক্লাব অভিযান
০৬) ভারতের মুক্তার শহর
কাকে বলে ?
উত্তর.
তুতিকোরিন
০৭) ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ
আইন কত সালে প্রণয়ন
হয় ?
উত্তর.
১৯৭২ সালে
০৮) কোন দুটি নদীর
মিলিত প্রবাহ মেঘনা নদী
নামে পরিচিত ?
উত্তর.
গঙ্গা ও ব্রহ্মপুত্র
০৯) I
Dare – এটি কার আত্মজীবনীমূলক বই
?
উত্তর.
কিরণ বেদী
১০) পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো
বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে
গেলে বস্তুটির কি পরিবর্তন হয়
?
উত্তর.
ওজন বাড়ে
১১) WTO
এর পূর্ব নাম কি
ছিল ?
উত্তর.
GATT
১২) একটি ভারী ও
একটি হালকা বস্তুর ভরবেগ
সমান হলে, কোনটির গতিশক্তি
সবথেকে বেশি হবে ?
উত্তর.
হালকা বস্তু
১৩) বিশ্ব বন্যপ্রাণী দিবস
কোন দিন পালন করা
হয় ?
উত্তর.
৩ রা মার্চ
১৪) প্রতিবছর কত তারিখে জাতীয়
ক্রীড়া দিবস পালন করা
হয় ?
উত্তর.
২৯ শে আগষ্ট
১৫) কেরালার উপকূল কি নামে
পরিচিত ?
উত্তর.
মালাবার উপকূল
১৬) ট্রপোস্ফিয়ারের উচ্চতা বেশি কোন
অঞ্চলে ?
উত্তর.
নিরক্ষীয় অঞ্চল
১৭) তাপমাত্রার বৃদ্ধিতে কোন গ্যাসের সান্দ্রতা
কি হয় ?
উত্তর.
বৃদ্ধি পায়
১৮) পশ্চিমবঙ্গে বোরো ধানের প্রাধান্য
দেখা যায় কোন অঞ্চলে
?
উত্তর.
রাঢ় অঞ্চল
১৯) বিখ্যাত ছবি ভারত মাতা
কে এঁকেছিলেন ?
উত্তর.
অবনীন্দ্রনাথ ঠাকুর
২০) ঘূর্ণিঝড় নিঃসর্গ নামকরণ করেছে কোন
দেশ ?
উত্তর.
বাংলাদেশ
২১) তুঘলকনামা গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর.
আমির খসরু
২২) কে সেন্ট্রাল ভিজিনান্স
কমিশনার হিসাবে শপথ গ্রহণ
করলেন ?
উত্তর.
সুরেশ এন প্যাটেল
২৩) ডায়নামো কোন শক্তিতে রূপান্তরিত
হয় ?
উত্তর.
যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ
শক্তি
২৪) তামাপারা হ্রদ সম্প্রতি রামসার
সাইডের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে
অবস্থিত ?
উত্তর.
উড়িষ্যা
২৫) ট্রপোস্ফিয়ারের
উচ্চতা কম কোন অঞ্চলে
?
উত্তর.
মেরু অঞ্চল
২৬) স্বর্ণ বিপ্লব কিসের
সঙ্গে যুক্ত ?
উত্তর.
উদ্যানপালন ও মধু
২৭) যে তাপ কোন
পদার্থের তাপমাত্রার পরিবর্তন না করে কেবল
অবস্থার পরিবর্তন করে, তাকে কি
তাপ বলে ?
উত্তর.
লীনতাপ
২৮) কোন
দেশকে বিশ্বের চিনির বাটি বলা
হয় ?
উত্তর.
কিউবা
২৯) পৃথিবীপৃষ্ঠে কতটা অংশ এই
জীব বিরাজ করে ?
উত্তর.
ট্রপোস্ফিয়ার
৩০) হাইকোর্টের একজন বিচারপতি পদত্যাগ
করতে চাইলে কার কাছে
পদত্যাগ পত্র জমা দিতে
হবে ?
উত্তর.রাষ্ট্রপতি
৩১) নৌকার দাঁড় কোন
শ্রেণীর লিভার ?
উত্তর.
দ্বিতীয়
৩২) Fortran
কি
?
উত্তর.
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
৩৩) রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর ধারায়
বর্ণিত আছে ?
উত্তর.
৬১ ধারা
৩৪) ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে
ভারতের জিএসটি লাগু হয়
?
উত্তর.
১০১ তম
৩৫) 2022
কমনওয়েলথ গেমস লং জাম্পে
মুরালী শ্রীশঙ্কর কোন পদক জিতলেন
?
উত্তর.
রুপো
৩৬) আইসিসি
২০২১ সালের বর্ষসেরা মহিলা ক্রিকেটার
হিসেবে নির্বাচিত হলেন কে ?
উত্তর.
স্মৃতি মন্দনা
৩৭) ইউনেস্কো
ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে মর্যাদা পেয়েছে
ধোলাভিরা , এটি ভারতের কোন
রাজ্যে অবস্থিত ?
উত্তর.
গুজরাট
৩৮) ভারতের জিডিপিতে সব
থেকে বেশি অংশ কোন
ক্ষেত্রে থাকে ?
উত্তর.
পরিষেবা ক্ষেত্র
৩৯) IFFCO
এর নতুন চেয়ারম্যান হিসেবে
নিযুক্ত হলেন কে ?
উত্তর.
দিলীপ সিনহানি
৪০) খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি
গেমস ২০২১ হোস্ট করছে
কে ?
উত্তর.
বেঙ্গালুরু
৪১) Twins Tower বিল্ডিং
দুটি কত তারিখে ভেঙ্গে
ফেলা হলো ?
উত্তর.
২৮শে আগস্ট ২০২২
৪২) মগধে চন্দ্রগুপ্ত মৌর্যের
পরবর্তী সম্রাট কে হয়েছিলেন
?
উত্তর.
বিন্দুসার
৪৩) Unit
Small Finance ব্যাংকের
MD এবং CEO পদে কে নিযুক্ত
হয়েছেন ?
উত্তর.
ইন্দ্রজিৎ ক্যামেত্রা
৪৪) ভারতের প্রথম শ্রুদ্র
রাজবংশ কি ছিল ?
উত্তর.
নন্দ বংশ
৪৫) ২০২২ কমনওয়েলথ গেমসে
বিজয় কুমার যাদব কোন
পদক জিতেছেন ?
উত্তর.
ব্রোঞ্জ
৪৬) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি নতুন করে মোট
কতগুলি জেলার নাম ঘোষনা
করলেন ?
উত্তর.
৭ টি, যথা – সুন্দরবন,
ইছামতি, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, কাঁথি, বহরমপুর
৪৭) দিল্লী
পুলিশের নতুন কমিশনার হিসেবে
নিযুক্ত হয়েছেন কে ?
উত্তর.
সঞ্জয় অরোরা
৪৮) প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ
করান কে ?
উত্তর.
রাষ্ট্রপতি
৪৯) আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ডেপুটি
প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন
কে ?
উত্তর.
বিশ্বনাথ আনন্দ
৫০) কোন উদ্ভিদের ( এন্ডোস্পার্ম
) শস্য থেকে তেল পাওয়া
যায় ?
উত্তর.
নারকেল
File Name: WBP & KP Constable GK 2022
Class: 07
File Size: 1.3 Mb
File Formate: Pdf
No Of Pages: 04
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
WBP & KP Constable GK 2022 Class – 06 | Click Here |
WBP & KP Constable GK 2022 Class – 05 | Click Here |