Kolkata Police Constable Answer key 2023
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে Kolkata Police Constable Answer key 2023, যেখানে কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৩ সালের অফিশিয়াল উত্তরপত্র পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে। যেগুলি পরবর্তী যেকোনো WBP কনস্টেবল প্রিপারেশন হয় ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
Police Constable Answer key 2023
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in
Kolkata Police Constable Answer key 2023
01. মানব শরীরে মোট কত জোড়া (Salivary Gland) লালা গ্রন্থি থাকে ?
1 জোড়া
2 জোড়া
3 জোড়া (T)
4 জোড়া
02. প্রমাণ চাপ ও উষ্ণতায়(NTP) এক গ্রাম অনু (1 gm-mole) কোনো গ্যাসের আয়তন কত হবে ?
20 লিটার
31.4 লিটার
22.4 লিটার (T)
44 লিটার
03. নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেসে
(Synthesis) সাহায্য করে ?
লাইসোজোম
কোষ
গহব্বর
সেন্ট্রিওল
রাইবোজোম (T)
04. কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে ?
সুপ্রিম
কোর্টের
প্রধান
বিচারপতি
অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া
লোকসভার
স্পিকার
অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া (T)
05. নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি ?
অগস্ত্যকূটম
দোদাবেতা(T)
সহ্যাদ্রি
06. নিচের কোনটি একটি এককোষী (Unicellular) প্রাণী নয় ?
ব্যাকটেরিয়া(Bacteria)
অ্যামিবা (Amoeba)
ফিতা
কৃমি
(Tapeworm)
নীলাভ
সবুজ
শৈবাল
(Blue-green algae)
07. 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ?
কলকাতা
মাদ্রাজ
বোম্বাই (T)
দিল্লি
08. পটাশিয়াম এর রাসায়নিক সংকেত (chemical formula) কী ?
K (T)
PT
Na
P
09. National Stock
Exchange কোথায় অবস্থিত ?
কলকাতা
মুম্বই (T)
চেন্নাই
নয়াদিল্লি
10. নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য(Non-Electrilyte) পদার্থ ?
চিনির
দ্রবণ(Sugar
Solution)
পেট্রোল
(Petrol)
গ্লিসারিন (Glycerine)
লবণের দ্রবণ (Salt Solution) (T)
11. ‘ক্যাডি‘(Caddie) শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?
ক্রিকেট
লন
টেনিস
গলফ (T)
বাস্কেটবল
12. Chittaranjan
Locomotive Works পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
পূর্ব
বর্ধমান
আসানসোল
বীরভূম
পশ্চিম বর্ধমান
(T)
13. কর্পূর (Camphor) কে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয় ?
বাষ্পায়ন (Evaporation)
বাষ্পীভবন (Vapourisation)
উর্ধ্বপাতন (Sublimation) (T)
স্ফুটন(Boiling)
14. হেমাটাইট(Hematite) কোন খনিজ(Mineral) পদার্থের একটি ধরনের নাম ?
কয়লা-Coal
বক্সাইট-Bauxite
আকরিক লোহা-Iron Ore(T)
তামা
(Copper)
15. নিচের কোনটি প্রত্যক্ষ কর (Direct Tax) নয় ?
Income Tax
Property Tax
GST (T)
Corporation Tax
16. কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন ?
1920
1930(T)
1935
1925
17. 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন ?
চৌরিচৌরা
ত্রিপুরা
কলকাতা
হরিপুরা (T)
18. স্প্রিং তুলার (Spring Balance) মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় ?
ভর-Mass
বল-Force
অভিকর্ষজ ত্বরণ (Gravitationa Acceleration)
ভার-Weight (T)
19. সংহিতা, অরণ্যক, মহাভারত ও উপনিষদ এর মধ্যে কোনটি বেদের অংশ নয় ?
সংহিতা
মহাভারত(T)
উপনিষদ
আরণ্যক
20. বাংলা উপন্যাস ‘কালবেলা‘ এর রচয়িতা কে ?
শ্যামল
গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
(T)
সুচিত্রা ভট্টাচার্য
সমরেশ
বসু
21. পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বর্ণের হয় ?
লাল
বেগুনি(T)
হলুদ
কমলা
22. 2023 সালে মহিলা U-19, T-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল ?
ভারত
ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
(T)
শ্রীলংকা
23. নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়েছে ?
লর্ড
কার্জন
লর্ড ডালহৌসি
(T)
লর্ড
কর্নওয়ালিস
লর্ড
ওয়ারেন
হেস্টিংস
24. ‘ওরাইজা স্যাটাইভা‘(Oryza
Sativa) নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত (Scientific)নাম ?
আম
গম
ভুট্টা
ধান (T)
25. কাতারে অবস্থিত FIFA বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়েছে ?
ব্রাজিল
আর্জেন্টিনা (T)
স্পেন
ক্রোয়েশিয়া
26. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা (Preamble) এর সঙ্গে ‘সমাজতান্ত্রিক‘ ও ‘ধর্মনিরপেক্ষ‘(Socialist & Secular) শব্দ দুটি যুক্ত করা হয় ?
41
52
37
42(T)
27. নিম্নোক্ত দের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ ?
সোডিয়াম-sodium
সোনা-gold
পারদ-Mercury (T)
লোহা-iron
28. মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন ?
দেবগিরি (T)
কনৌজ
তাঞ্জোর
পাটলিপূত্র
29. পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
দ্বিতীয় পুলকেশী
নরসিংহ বর্মন
(T)
প্রথম রাজরাজ
তৃতীয় গোবিন্দ
30. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কি ?
সেলসিয়াস
কেলভিন (T)
ডিগ্রী
ফারেনহাইট
31. Imperial Bank of
India এর বর্তমান নাম কি ?
Central Bank of India
State Bank of India
(T)
Reserve Bank of India
United Bank of India
32. গয়টার(Goitre) রোগটি কিসের কারণে হয় ?
হাইপারথাইরয়েডিজম (T)
ডায়াবেটিস মেলিটাস
ওবেসিটি
হাইপোথাইরয়েডিজম
33. ‘ঝুলন্ত উপত্যকা‘
(Hanging Valley) নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর উদাহরণ ?
আগ্নেয়গিরি-Volcano
সমুদ্র-Sea
হিমবাহ-Glacier(T)
নদী-River
34. গ্রানাইট
(Granite) কোন ধরনের শিলার উদাহরণ ?
পাললিক শিলা-Sedimentary Rock
রূপান্তরিত শিলা-Metamorphic Rock
ভূগর্ভস্থ শিলা-Underground Rock
আগ্নেয় শিলা-Igneous
Rock(T)
35. নিম্নলিখিত কোন সম্রাট ‘বাংলার আকবর‘ নামে পরিচিত ছিলেন ?
ইলিয়াস শাহ
হুমায়ুন শাহ
বরকত শাহ
হুসেন শাহ(T)
36. ছত্রিশগর রাজ্যের রাজধানীর নাম কি ?
ভোপাল
বিলাসপুর
জব্বলপুর
রায়পুর (T)
37. সাধারণ তুলা যন্ত্র
(common balance) কোন শ্রেণির লিভার ?
প্রথম (T)
তৃতীয়
এটি কোন লিভার নয়
দ্বিতীয়
38. শিখদের পঞ্চ ‘ক‘
– আর ধারণ ধরার নির্দেশ কোন ধর্ম গুরু দেন ?
গুরু রঞ্জিত সিং
গুরু তেগ বাহাদুর
গুরু গোবিন্দ সিং (T)
গুরু হরগোবিন্দ
39. পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল ?
1884
1848
1748
1784(T)
40. কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে
15% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র ?
36
32
30(T)
24
41. TRANSFERENCE শব্দটির বর্ণগুলি সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না ?
FRANCE
ENTRANCE
TENSE
FACTOR (T)
42. দুজন সৈন্য A ও B
যথাক্রমে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তাদের দুজনকেই বলা হয় ‘বাঁয়ে মুড়, পিছে মুড়, ডাঁয়ে মুড়, বাঁয়ে মুড়‘ । এখন, A ও B
যথাক্রমে কোন দিকে মুখ করে আছে ?
পূর্ব, পশ্চিম
উত্তর, দক্ষিণ
দক্ষিণ, উত্তর
(T)
পশ্চিম, পূর্ব
43. একটি নৌকা স্রোতের অনুকূলে (downstream) 6 মিনিটে 1 কিমি এবং স্রোতের অনুকূলে (upstream) ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত (কিমি/ঘন্টা) ?
3
2(T)
6
4
44. 7,0,0,5 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য হল–
2493
2395(T)
2943
2593
45. একটি আয়তক্ষেত্রের (rectangle) দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে ?
24
30
32
36(T)
46. কোন নিয়ম অনুযায়ী
GROWTH কে HQPVUG এবং FOUR কে GNVQ লেখা হলে, ওই নিয়ম অনুযায়ী BOOKWARM কে কি লেখা হবে ?
CNNJXZSL
CNPJVZSL
CNNJXQSL
CNPJXZSL (T)
47. সময় মত বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মত বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল ?
220
380
430
330 (T)
48. চার অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ?
4000
1025 (T)
1050
1000
49. নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে, যারা ঠিক আগের ও ঠিক পরে সংখ্যা দ্বারা বিভাজ্য
(divisible) ?
1 9 3 4 9 9 2 3 9 3 2 5
9 9 1 3 1 2 9 3 9 4 9 9 3 9 2 3 9 1
4
3
6
5 (T)
50. বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে ?
425 (T)
375
525
450
51. সঠিক পর্যায়ক্রমে সাজান:
–
A. শাড়ি, B. ছাপা,
C. তুলো, D. সুতো,
E. কাপড়
C,D,E,B,A (T)
B,A,C,D,E
C,B,A,D,E
C,E,D,B,A
52. P,Q,R,S,T এবং U এর মধ্যে প্রত্যেকটির ওজন ভিন্ন। S,Q এর থেকে ভারী। R শুধুমাত্র T ও P
এর থেকে হালকা। Q সব থেকে হালকা নয় এবং P সব থেকে ভারী নয়। ওজনে দিক থেকে দ্বিতীয় স্থানে কে রয়েছে ?
P (T)
R
S
Q
53. 25 জানুয়ারি 2008 সোমবার হলে,
2 মার্চ 2008 কি বার হবে ?
মঙ্গলবার
রবিবার
সোমবার
বুধবার (T)
54. 8,17,36,75,? – প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে ?
150
154 (T)
145
152
55. 8,17,26,35,? – প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে ?
42
39
52
44 (T)
56. এক ব্যক্তির বার্ষিক
12.5 সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করে। চার বছর পর হিসেবে ব্যাংকে তিনি
1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন ?
3000
2400
2500 (T)
2450
57. Y হলো X এর পুত্র। S হল R এর পুত্র। Y,P এর সাথে বিবাহিত। P হলো র এর কন্যা। Y,S এর কে হয় ?
শালা
মামা
কাকা
ভগ্নিপতি (T)
58. বেমানান শব্দটি চিহ্নিত কর।
ইট
কাঠ (T)
পাথর
বালি
59. 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল
402 এর 0.3 এর সমান হবে ?
111.65
111.95 (T)
120.6
113.95
60. ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18 তম বর্ণের বাঁদিকের সপ্তম বর্ণটি কোনটি ?
J
L
M
K (T)
61. A:B = 3:4, B:C =
6:5 হলে,A:C = কত হবে ?
5:7
9:10 (T)
10:11
8:9
62. গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোন পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চাই, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে ?
20 (T)
30
32
24
63. একটি ক্যাম্পে 4000 জন লোকের
190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পর
800 জন অন্যত্র চলে যাই। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে ?
180
300
200 (T)
240
64. রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেস এর গতিবেগ অনুপাত 4:3 । পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায়
72 কিমি পথ অতিক্রম করে। তবে 3 ঘণ্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে ?
24
60
72 (T)
48
65. ACNE এর সংকেত
3,7,29,11 হলে,BOLD এর সংকেত কি হবে ?
5,31,21,25
5,29,19,25
5,28,19,27
5,31,19,25 (T)
66. + মানে ÷, – মানে ×, ÷ মানে – এবং ×
মানে+
বসালে 67×119+17-27÷259=?
-13
3
7
-3 (T)
67. 6 জন ব্যাক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। A,B এর দিকে মুখ করে আছে। B,E এর ডান দিকে ও C এর বাঁদিকে বসে আছে। C,D এর বাঁদিকে আছে। F,A এর ডানদিকে আছে। এরপর D,F এর সাথে এবং
E,B এর সাথে তাদের স্থান পরিবর্তন করল। এখন C এর দু‘পাশে কে কে রয়েছে ?
B ও D
B ও E
E ও F (T)
B ও F
File Name: Kolkata Police Constable Answer key 2023
File Size: 3.12 Mb
File Formate: Pdf
Download Pdf: Click To Download
More Pdf: Kolkata Police Question paper 2023