EXAM PREPARETIONWBP&KP

WBP & KP Constable GK 2022 Class – 05

WBP & KP Constable GK 2022 Class – 05

WBP & KP Constable GK 2022 Class - 05
WBP & KP Constable GK 2022 Class – 05

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP & KP Constable GK 2022 Class – 05, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২২ ক্লাস – ০৫ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

পন্ডিত
বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর
সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর. কত্থক

২০২২ কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন বিভাগে
অচিন্ত্য শিউলি কোন পদক
জিতলেন ?

উত্তর. স্বর্ণপদক

ভারতে
বর্তমানে মোট রামসার সাইটের
সংখ্যা কটি ?

উত্তর.  ৭৫

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WBP & KP Constable GK 2022 Class – 05

০১) মালঞ্চখণ্ড তামার খনি কোন
রাজ্যে অবস্থিত ?

উত্তর.
মধ্যপ্রদেশ

০২) অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি
?

উত্তর.
বক্সাইট

০৩) সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী
রাজ্যের নাম কি ?

উত্তর.
উড়িষ্যা

০৪) উপরাষ্ট্রপতি পদাধিকারবলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান
কোন ধারা অনুযায়ী হয়
?

উত্তর.
৬৪

০৫) Wealth
of nations প্রকাশিত হয় কত সালে
?

উত্তর.
১৭৭৬

০৬) Wealth
of Nations বইটির লেখক কে ?

উত্তর.
স্যার অ্যাডম স্মিথ

০৭) তুলুভ বংশের প্রতিষ্ঠাতা
কে ?

উত্তর.
বীর নরসিংহ

০৮) সঙ্গম বংশের শ্রেষ্ঠ
রাজা কে ছিলেন ?

উত্তর.
দ্বিতীয় দেবরায়

০৯) অষ্টম শিখ গুরু
কে ছিলেন ?

উত্তর.
গুরু হরকিসেন

১০) নবম শিখ গুরুর
নাম কি ?

উত্তর.
তেগ বাহাদুর

১১) NABARD
প্রতিষ্ঠিত হয় কোন পঞ্চবার্ষিকী
পরিকল্পনায় ?

উত্তর.
ষষ্ঠ

১২) গৌড়ের বড় সোনা
মসজিদ কে নির্মাণ করেন
?

উত্তর.
নসরত শাহ

১৩) Black
cotton soil কোন মৃত্তিকা কে বলা হয়
?

উত্তর.
কৃষ্ণ মৃত্তিকা

১৪) কৃষ্ণ মৃত্তিকার অপর
নাম কি ?

উত্তর.
রেগুর মৃত্তিকা

১৫) ভারতের রাজ্যসভার মোট
আসন সংখ্যা কয়টি ?

উত্তর.
২৫০

১৬) পশ্চিমবঙ্গের রাজ্যসভার মোট আসন সংখ্যা
কয়টি ?

উত্তর.
১৬

১৭) রাজ্যসভার আসন ভাগাভাগির কোন
তফসিলে বলা হয়েছে ?

উত্তর.
নং

১৮) পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি
?

উত্তর.
৪২ টি

১৯) পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা
কয়টি ?

উত্তর.
২৯৪ টি

২০) গঙ্গা নদীর বাম
তীরের উপনদীর নাম কি
?

উত্তর.
রামগঙ্গা

২১) তিলাইয়া মাইথন ড্যাম
কোন নদীর উপর অবস্থিত
?

উত্তর.
বরাকর

২২) শ্বেত বিপ্লবের জনক
কে ছিলেন ?

উত্তর.
ভার্গিস ক্যুরিয়েন

২৩) শ্বেত বিপ্লব হয়
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ?

উত্তর.
চতুর্থ

২৪) ভারতে বর্তমানে ওয়ার্ল্ড
হেরিটেজ সাইড ( UNESCO) কটি আছে ?

উত্তর.
৪০

২৫) ভারতে বর্তমানে মোট
কতগুলি বাস্ফিয়ার রিজার্ভ আছে ?

উত্তর.
১৮ টি

২৬) ভারতে বর্তমানে মোট
রামসার সাইটের সংখ্যা কটি
?

উত্তর.
৭৫

২৭) FIDE
এর ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে
নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর.
বিশ্বনাথ আনন্দ

২৮) গুস্তাভো পেট্রো কোন দেশের
রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ
করছেন ?

উত্তর.
কলম্বিয়া

২৯) ভারতে প্রথম আন্ডারওয়াটার
মেট্রো কোন শহরে উদ্বোধন
করা হবে ?

উত্তর.
কলকাতা

৩০) ইউরিয়া মানুষের কোথায় তৈরি হয়
?

উত্তর.
যকৃত

৩১) আন্তর্জাতিক রেডক্রস সংস্থার সদর দপ্তর কোথায়
অবস্থিত ?

উত্তর.
জেনেভা

৩২) চাপ দিয়ে দুই
খণ্ড বরফকে জুড়ে দেওয়ার
পদ্ধতিকে কি বলে ?

উত্তর.
পুনঃশিলীভবন

৩৩) জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা
(NTPC) কত সালে স্থাপিত হয়েছে
?

উত্তর.
১৯৭৫ সালে

৩৪) কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশনের
সভাপতি কে ছিলেন ?

উত্তর.
জহরলাল নেহেরু

৩৫) কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন
কত সালে হয় ?

উত্তর.
১৯৩৭ সালে

৩৬) ভারতের প্রথম রেল
পরিবহন মন্ত্রী কে
ছিলেন ?

উত্তর.
ডঃ জন মাথাই

৩৭) মহাম্মদ বিন তুঘলক প্রবর্তিত
তামার মুদ্রার নাম কি ছিল
?

উত্তর.
দোকানি

৩৮) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (ISI) কোথায় অবস্থিত ?

উত্তর.
কলকাতা

৩৯) গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে
ছিলেন ?

উত্তর.
ডঃ রাজেন্দ্র প্রসাদ

৪০) খসরা কমিটির সভাপতি
কে ছিলেন ?

উত্তর.
ডঃ বি আর আম্বেদকর

৪১) মধ্যযুগের সর্ববৃহৎ আইন সংহিতার নাম
কি ?

উত্তর.
ফতোয়া আলমগীরী

৪২) ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত
সালে ?

উত্তর.
১৭০৭ সালে

৪৩) বিশ্বের বৃহত্তম কয়লা খনি কোথায়
অবস্থিত ?

উত্তর.
কোডারমা

৪৪) জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে
অবস্থিত ?

উত্তর.
তোর্সা

৪৫) হুদহুদ ঝড়ের নামকরণ
করেছে কোন দেশ ?

উত্তর.
ওমান

৪৬) যুগান্তর দল গঠিত হয়
কত সালে ?

উত্তর.
১৯০৬ সালে

৪৭) পন্ডিত বিরজু মহারাজ
কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন
?

উত্তর.
কত্থক

৪৮) ২০২২ সালে, ভারতীয়
সেনাবাহিনীর নতুন উপপ্রধান রূপে
দায়িত্ব গ্রহণ করেন কে
?

উত্তর.
মনোজ পান্ডে

৪৯) ২০২২ কমনওয়েলথ গেমসে
ভারোত্তোলন বিভাগে অচিন্ত্য শিউলি
কোন পদক জিতলেন ?

উত্তর.
স্বর্ণপদক

৫০) কোথায় ১৩১ তম
ডুরান্ড কাপের আসর শুরু
হচ্ছে ?

উত্তর.
কলকাতা

More Pdf Download Link
WBP & KP Constable GK 2022 Class – 04 Click Here
WBP & KP Constable GK 2022 Class – 03 Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button