WBP & KP Constable 2022 for GK set – 01
WBP & KP Constable 2022 for GK set – 01
WBP & KP Constable 2022 for GK set – 01 |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP & KP Constable 2022 for GK set – 01, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২২ পর্ব – ০১ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
WBP & KP Constable 2022 for GK set – 01
০১) হর্ষচরিত এর রচয়িতা কে ?
উত্তর. বানভট্ট
০২) কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
উত্তর. মাইটোকনড্রিয়া
০৩) ২০১১ সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক ?
উত্তর. মেঘালয়
০৪) নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তর. অমরকন্টক
০৫) RBI কত খ্রিস্টাব্দে জাতীয়করণ করা হয় ?
উত্তর. ১৯৪৯
০৬) RBI এর প্রথম গভর্নর জেনারেলের নাম কি ?
উত্তর. ওসবর্ন
স্মিথ
০৭) RBI এর প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কি ?
উত্তর. সি
ভি দেশমুখ
০৮) চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন ?
উত্তর. বিন্দুসার
০৯) সম্প্রতি সন্তোষ ট্রফির ফাইনালে জয়ী হয়েছে কোন রাজ্য ?
উত্তর. কেরালা
১০) কোন রাজ্যের লিভিং রুট ব্রিজ সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ?
উত্তর. মেঘালয়
১১) প্রতিবছর কত তারিখে বিশ্ব
কবিতা দিবস পালন করা
হয় ?
উত্তর. ২১
শে মার্চ
১২) এয়ার ইন্ডিয়ার নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন কে ?
উত্তর. ক্যাম্পবেল
উইলসন
১৩) কে ভারতের ২৫ তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ?
উত্তর. রাজীব
কুমার
১৪) ভারতীয় কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান ?
উত্তর. আশাপূর্ণা
দেবী
১৫) কবি শঙ্খ ঘোষ কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
উত্তর. ২০১৬
১৬) বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?
উত্তর. ৬
বছর
১৭) সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি ?
উত্তর. শুক্র
১৮) প্রতিবছর কত তারিখে ডেঙ্গু জাতীয় দিবস পালন করা হয় ?
উত্তর. ১৬
মে
১৯) প্রতিবছর কত তারিখে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় ?
উত্তর. ২৮
শে ফেব্রুয়ারি
২০) অর্থনীতি তে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?
উত্তর. অমর্ত্য
সেন
২১) অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে ?
উত্তর. 17 নম্বর
ধারা
২২) সুবর্ণরেখা নদীর এর উপর সৃষ্ট জলপ্রপাত এর নাম কি ?
উত্তর. হুড্রু
জলপ্রপাত
২৩) ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?
উত্তর. কুঞ্চিকল
জলপ্রপাত
২৪) ভারতের নায়াগ্রা জলপ্রপাত / প্রশস্ত জলপ্রপাত এর নাম কি ?
উত্তর. চিত্রকূট
জলপ্রপাত
২৫) ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে ?
উত্তর. মানিক
সাহা
২৬) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি পার্লামেন্টকে সংবিধান সংশোধনের অনুমোদন দিয়েছে ?
উত্তর. আর্টিকেল
368
২৭) ভারতবর্ষের কে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে ?
উত্তর. রাষ্ট্রপতি
২৮) রাষ্ট্রপতি শাসন আইন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে ?
উত্তর. আর্টিকেল
356
২৯) পশ্চিমবঙ্গের কোথায় কাগজ শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর. টিটাগর
৩০) পশ্চিমবঙ্গের কোন জায়গা বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর. ঘুসুড়ি
৩১) SEBI এর প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিয়োগ হলেন কে ?
উত্তর. মাধবী
পুরি বুচ
৩২) ২০২২ ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হচ্ছে কোথায় ?
উত্তর. নিউজিল্যান্ড
৩৩) The Country of First Boys শীর্ষক পুস্তকটির লেখক কে ?
উত্তর. অমর্ত্য
সেন
৩৪) আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম কি ?
উত্তর. মধ্যপ্রদেশ
৩৫) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ?
উত্তর. ১৯৯৯
৩৬) আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি ছিল ?
উত্তর. ঔরঙ্গজেব
৩৭) ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর. ত্রিপুরা
৩৮) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?
উত্তর. আবুল
কালাম আজাদ
৩৯) বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?
উত্তর. ৭৮.০২%
৪০) বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত ?
উত্তর. ২০.৬১%
৪১) হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত ?
উত্তর. ২ টি
৪২) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উত্তর. গ্রাফাইট
৪৩) লেখার চক কী দিয়ে তৈরী ?
উত্তর. ক্যালসিয়াম
সালফেট
৪৪) গ্যাভানাইজিং কী ?
উত্তর. লোহার
উপর দস্তার প্রলেপ
৪৫) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর. লাল
করে
৪৬) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উত্তর. নিউট্রন
৪৭) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর. প্রোটন
৪৮) হীরক উজ্জ্বল দেখায় কেন ?
উত্তর. আলোর
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
৪৯) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উত্তর. ১০৯
টি
৫০) লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর. নাইট্রাস
অক্সাইড
File Name: WBP & KP Constable 2022
File Size: 908 kb
File Formate: Pdf
No Of Pages: 08
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
WBP Main Preparation 2022 Set – 01 | Click Here |
WBP Constable Main 2022 Solved Paper GK | Click Here |