WBP Constable & Lady Constable 2021 Solved Paper
WBP Constable & Lady Constable 2021 Solved Paper
WBP Constable & Lady Constable 2021 Solved Paper |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP Constable & Lady Constable 2021 Solved Paper, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ২০২১ সালে আসা পরীক্ষার জেনারেল নলেজের উত্তরপত্র আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
WBP Constable & Lady Constable 2021 Solved Paper
০১) কোনটি রবি শস্য নয় ?
উত্তর. তুলো
০২) কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি ?
উত্তর. ওনাম
০৩) ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী
সভাপতিত্ব করেছিলেন ?
উত্তর. বেলগাঁও
০৪) HIDCO এর সম্পুর্ণ নাম কি ?
উত্তর. Housing Infrastructure Development Corporation
০৫) ২০২০ সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন ?
উত্তর. লুইস
গ্লাক
০৬) প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা ?
উত্তর. আশাপূর্ণা
দেবী
০৭) কোন সভ্যতার অধিবাসীদের প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন ?
উত্তর. সিন্ধু
সভ্যতা
০৮) গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ?
উত্তর. সংস্কৃত
০৯) মানব শরীরের কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় ?
উত্তর. হৃদপেশী
১০) কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় ?
উত্তর. এডিস
মশা
১১) কত তারিখে ভারতের সংবিধান গৃহীত হয় ?
উত্তর. ২৬
শে নভেম্বর, ১৯৪৯ সালে
১২) হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতা দাদামনি নামে জনপ্রিয় ছিলেন ?
উত্তর. অশোক
কুমার
১৩) অলিম্পিকের প্রতীকে পাঁচটি রংয়ের রিং এর মধ্যে কোন রংটি এশিয়া মহাদেশকে চিহ্নিত করে ?
উত্তর. এশিয়া
১৪) LPG সিলিন্ডারে কোন গ্যাস থাকে ?
উত্তর. বিউটেন
আইসোবিউটেন এবং প্রোপেন
১৫) কোন সালে ভারত প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল ?
উত্তর. ২০০৭
সালে
১৬) কোন দেশ রাষ্ট্রসঙ্ঘের ২০২১ সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে ?
উত্তর. ভারত
১৭) কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নামে যে গ্রাম থেকে তার সৃষ্টি, তার নামে নামকরণ করা হয়েছে ?
উত্তর. কুচিপুড়ি
১৮) কম্পিউটারের স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে কোন ডিভাইস ?
উত্তর. ROM
১৯) C++ কি ?
উত্তর. একটি
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
২০) পশ্চিমবঙ্গের কোনটি ডেনমার্কের উপনিবেশ ছিল ?
উত্তর. শ্রীরামপুর,
হুগলি
২১) কোনটি অপারেটিং সিস্টেম নয় ?
উত্তর. Oracle
২২) সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দরের নাম কি ?
উত্তর. লোথাল
২৩) কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর. ১৯৩৬
সালে
২৪) কার আত্মজীবনী নাম উইংস অফ ফায়ার ?
উত্তর. এপিজে
আবদুল কালাম
২৫) কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস হিসেবে পালন করা হয় ?
উত্তর. ১
লা সেপ্টেম্বর
২৬) ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে ?
উত্তর. ম্যাগনেসিয়াম
২৭) সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয় ?
উত্তর. উত্তল
লেন্স
২৮) অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন ?
উত্তর. মগধ
২৯) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল ?
উত্তর. লাহোর
(১৯৩০)
৩০) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি ?
উত্তর. জয়ী
সেতু
৩১) ২০২০ সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন ?
উত্তর. ধর্মেন্দ্র
তিওয়ারি
৩২) ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তর. নানাসাহেব
৩৩) ২০২০ সালে কিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো তে স্বর্ণপদক জয়ী নীরাজ চোপরা কোন স্থানের অধিবাসী ?
উত্তর. হরিয়ানা
(পানিপথ)
৩৪) জাতীয় প্লানিং কমিশন কোন সালে স্থাপিত হয় ?
উত্তর. ১৯৫০
সালে
৩৫) SVEEP প্রোগ্রাম কি ?
উত্তর. Systematic Voters’ Education and Electoral
Participation program
৩৬) ১০⁰ চ্যানেল কোন দুটির মাঝখান দিয়ে গেছে ?
উত্তর. আন্দামান
ও নিকোবর দ্বীপপুঞ্জ
৩৭) মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি ?
উত্তর. কমলা
হ্যারিস
৩৮) শক্তির একক নয় কোনটি ?
উত্তর. পাস্কাল
৩৯) বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
উত্তর. পালি
ভাষা
৪০) কোন বছর পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল ?
উত্তর. ২০১৩
সালে
৪১) বাংলার রেনেসাঁস এর জনক কাকে বলা হয় ?
উত্তর. রাজা
রামমোহন রায়
৪২) টোকিও অলিম্পিকে পদক জয়ে লাভলিনা বনগাঁহাই কোন রাজ্যের অধিবাসী ?
উত্তর. আসাম
৪৩) যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো, তাহলে পৃথিবী কেমন হতো ?
উত্তর. অত্যাধিক
শীতল
৪৪) আম্ফান ঘূর্ণিঝড় এর নামকরণ করেছিল কোন দেশ ?
উত্তর. থাইল্যান্ড
৪৫) স্বপনবুড়ো কার ছদ্মনাম ?
উত্তর. অখিল
নিয়োগী
৪৬) আলিপুরদুয়ার জেল কত সালে গঠিত হয় ?
উত্তর. ২০১৪
সালের ২৫ শে জুন
৪৭) কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় ?
উত্তর. ১৯৬৩
সালে
৪৮) পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক কে ?
উত্তর. রামপাল
৪৯) ভারতের নতুন বৈদেশিক বাণিজ্য নীতিটি কয় বছরের জন্য কার্যকর হতে চলেছে ?
উত্তর. ৫ বছর
৫০) ‘দেওধর ট্রফি’— কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর. ক্রিকেট
More Pdf | Download Link |
---|---|
WBP SI প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর 2021 PDF | Click Here |
ANM & GNM প্রশ্নপত্র 2021 PDF | Click Here |