EXAM PREPARETIONSCIENCEWBCS

WBCS Priliminary 2022 Science GK Class – 01

WBCS Priliminary 2022 Science GK Class – 01

WBCS Priliminary 2022 Science GK Class - 01
WBCS Priliminary 2022 Science GK Class – 01


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS Priliminary 2022 Science GK Class – 01, যেখানে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারী পরীক্ষার বিগত বছরগুলোতে আসা বিজ্ঞান বিভাগের কিছু কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যে কোনো WBCS এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে ।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WBCS Priliminary 2022 Science GK Class – 01

০১) ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায় ?

উত্তর.
একটি
বাস্তুতন্ত্রের বায়োটিক ও অ্যাবায়োটিক অংশ

০২) মানুষের কালাজ্বর ব্যাধি  কোনটির কামড়ে ছড়ায় ?

উত্তর.
ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই

০৩) কোন উষ্ণতায়, 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে ?

উত্তর.
4⁰

০৪) কোনটি বহুরূপীর প্রজাতি
?

উত্তর.
গিরগিটি

০৫) পিডাংকেল কি ?

উত্তর.
ফুলের
বৃন্ত

০৬) দুধ হল একপ্রকার দ্রবন যাকে তাকে কি বলা হয় ?

উত্তর.
ইমালশন

০৭) মানুষের বংশগতি গঠনের পুরুষের বৈশিষ্ট্য হিসেবে কি  থাকে ?

উত্তর.
XY ক্রোমোজোম

০৮) কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠানো হবে তার ওজন কি হবে ?

উত্তর.
কমবে

০৯) পারদ এর বিশেষ কোন গুনের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয় ?

উত্তর.
তাপের
সুপরিবাহী

১০) ভিরিয়ন কি ?

উত্তর.
ভাইরাসের সংক্রমণ কনা

১১) রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন কি ?

উত্তর.
ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কো পলিমার

১২)
হোয়াইট
ভিট্রিয়ল কি ?

উত্তর.
ZnSO4 – 7H2O

১৩) কোন পদার্থ শুধু বিজারক হিসেবে কাজ করে ?

উত্তর.
H2S

১৪) সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম কি ?

উত্তর.
কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস

১৫) নিউট্রন এর আবিষ্কর্তা কে ?

উত্তর.
জে.
স্যাদউইক

১৬) প্রকৃতিতে গ্রীন হাউস অবস্থা সৃষ্টিতে কোনটি  সর্বাধিক সক্রিয়
?

উত্তর.
কার্বন
ডাই
অক্সাইড

১৭) কোনো ধাতব তারের মধ্য দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে ?

উত্তর.
ইলেকট্রন

১৮) কোনটি মানুষের বংশগত রোগ নয় ?

উত্তর.
আলজাইমার ব্যাধি

১৯) সিনেমা হলের পর্দা সাদা অমসৃণ প্রকৃতির হয়, কারণ সব বর্ণের আলোকরশ্মি কে পর্দা

উত্তর.
বিক্ষিপ্ত প্রতিফলন করে

২০) প্রকৃতিতে সব খাদ্য শৃংখল এর গড়াই উৎপাদক ধরনের এবং অন্তিমে বিয়োযোগ জাতীয় জীবন থাকে একটি পুষ্করিণীর মত ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোনটি উৎপাদকের স্থলাভিষিক্ত ?

উত্তর.  ভাসমান উদ্ভিদ শৈবাল/ফাইটোপ্লাংকটন

২১) সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত ?

উত্তর.
-০.৫০

২২) উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায় ?

উত্তর.
সিলিকন

২৩) একজন প্রাপ্তবয়স্কের হৃদপিন্ড প্রতি ঘন্টায় যে পরিমান রক্ত পাম্প করে তা প্রায়

উত্তর.
৩০০ লিটার

২৪) পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ওজন ১০ কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে ?

উত্তর.
০ কেজি

২৫) রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি
?

উত্তর.
স্পিগমোম্যানোমিটার

২৬) বাস্তুতন্ত্রের শক্তি কে শক্তি প্রবাহ বলা হয় কেন ?

উত্তর.
শক্তির একমুখী রূপান্তর

২৭) একটি
200V – 100W
বালবের রোধ কত ?

উত্তর.
৪০০ ওহম

২৮) কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?

উত্তর.
ভিটামিন কে

২৯) মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার সৃষ্টিকারী জীবাণুর নাম কি ?

উত্তর.
প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম

৩০) আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার পান ?

উত্তর.
বিশেষ আপেক্ষিকতাবাদ

৩১) কোন
DNA
তে নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে ?

উত্তর.
ইউরাসিল

৩২) সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা কোন অ্যাসিড তৈরি করে ?

উত্তর.
আইসো সাইট্রিক অ্যাসিড

৩৩) মস্তিষ্কের অপটিক্যাল অংশ কে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধ জেগে ওঠে তার নাম কি ?

উত্তর.
স্পর্শ

৩৪) কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়
?

উত্তর.
শব্দ তরঙ্গ

৩৫) কোন প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে  ?

উত্তর.
শ্বসন

৩৬) গ্রীন হাউজ গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে
?

উত্তর.
সৌর বিকিরণ

৩৭) কোনটি একটি পতঙ্গভোজী গাছ ?

উত্তর.
কলসপত্রী

৩৮) কোন রাশির একক ডাইন সেকেন্ড
?

উত্তর.
বল

৩৯) বার্নার দিয়ে ফ্লাক্স এর জল ফোটানো হচ্ছে
,
কি করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে ?

উত্তর. ফ্লাক্স এর মুখ বায়ুচাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে

৪০) বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহৃত হয় ?

উত্তর.
কাঁচা লোহার আচ্ছাদন

৪১) পানীয় জলে কার উপস্থিতি কাম্য
?

উত্তর.
K

৪২) বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল কোন দ্রব্যের সঙ্গে সম্পর্কিত ?

উত্তর.
বেনজিন

৪৩) বাড়িতে ব্যবহৃত মিউরিয়েচিক অ্যাসিড কোন দ্রব্য থেকে লঘুকৃত ?

উত্তর.
হাইড্রোক্লোরিক অ্যাসিড

৪৪) ব্যক্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয়
?

উত্তর.
শস্য

৪৫) শস্য ক্ষেতে DDT স্প্রে করলে কি দূষিত হয় ?

উত্তর.
শুধুমাত্র বাতাস ও মাটি বাতাস, মাটি ও জল

৪৬) স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?

উত্তর.

৪৭) পদবিহীন উভচর প্রাণী কোন বর্গের অন্তর্গত ?

উত্তর.
অ্যানুরা

৪৮) পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসেস এর উৎপত্তিস্থল এর নাম কি ?

উত্তর.
রক্ত

৪৯) চিংড়ির ক্যারাপেস এর যে অংশটি গিল অবরণীর কাজ করে তাকে কি বলা হয়
?

উত্তর.
ব্রাঙ্কিওস্টেগাইট

৫০) কোনটির অনুপুস্থিতিতে পাখি বাদুরের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী ?

উত্তর.
মধ্যচ্ছদা


File Name: WBCS Priliminary 2022

File Size: 923 Kb

File Formate: Pdf

Class: 02

No Of Pages: 06

Download Pdf: Click To Download

More Pdf Download Link
WBP SI 2021 Preliminary Question & Answer PDF Click Here
RRB Group-D জেনারেল নলেজ PDF Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button