GENERAL KNOWLEDGESCIENCE

আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

আদিত্যL1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Aditya L1 Question Answer in Bengali , যেখানে ভারত তথা ইসরোর সৌর মিশন Aditya L1 সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

এই তালিকার মধ্যে আদিত্য L1 সূর্যের কত কাছে যাবে তথা আদিত্য l1 মিশনের প্রধান বিজ্ঞানী কে মনোনীত হয়েছেন অতঃপর আদিত্য l1 এর মিশন কি এছাড়া Aditya-L1 PDF সবশেষে aditya-l1 launch date and time সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি টেবিল আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

01. আদিত্য শব্দের অর্থ কি ?

উত্তর: সূর্য

02. আদিত্য L 1 মিশন কি ?

উত্তর: সৌর মিশন

03. আদিত্য L 1 এর বাজেট কত ?

উত্তর : প্রায় 400 কোটি টাকা

04. আদিত্য L 1 এর পুরো কথাটি কি ?

উত্তর: Aditya Lagrangian Point 1.

05. এই সৌর মিশনটি কোন সংস্থা পরিচালনা করছে ?

উত্তর : ইসরো

06. Aditya L 1 কবে লঞ্চ করা হলো ?

উত্তর: 2nd September of 2023, 11:50 AM.

07. কোন রকেটের মাধ্যমে ভারতের এই প্রথম সূর্য যান টি লঞ্চ করা হলো ?

উত্তর: PSLV C57.

08. Aditya L1 এর Principal Scientist কে ?

উত্তর: Dr SankaraSubramaniam K.

09. এই সূর্যযান টি কোথা থেকে লঞ্চ করা হলো ?

উত্তর: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে

10. লাগারঞ্জ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে কতদিন লাগবে ?

উত্তর : 125 দিন

11. Aditya L1 মিশনের প্রধান উদ্দেশ্য কি ?

উত্তর : সূর্যের কোরোনা অংশের গতিবিধি, সৌর ঝড় ও মহাকাশ এবং পৃথিবীতে তার প্রভাব সম্পর্কে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে পাঠানো।

12. Aditya L1 মিশনে মত কতগুলি বৈজ্ঞানিক যন্ত্রসমূহ কাজ করছে ?

উত্তর : মোট 7 টি (VELC, SUIT,
ADPEX, PAPA, SoLEXS, HEL1OS ও Magnetometer).

13. এই সৌরযান টির মোট ওজন কত ?

উত্তর : 1475 কিলো

14. L1 পয়েন্টে পৌঁছানোর আগে প্রাথমিকভাবে কোন অরবিটে আদিত্য কে রাখা হবে ?

উত্তর: Low Earth Orbit.

15. পৃথিবী সূর্যের মাঝে মোট কতগুলি লাগারাঞ্জ রয়েছে ?

উত্তর: 5 টি

16. কবে লাগারাঞ্জ পয়েন্ট আবিষ্কৃত হয় ?

উত্তর: 1772 সালে

17. পৃথিবীতে প্রতিদিন মোট কতগুলি করে ফটো পাঠাতে পারবে VELC ?

উত্তর : 1440 টি

18. কবে প্রথম Aditya L 1 এর ধারণা গঠন করা হলো ?

উত্তর: 2008 সালে

19. কোন কক্ষপথে Aditya L1 কে রাখা হয়েছে ?

উত্তর: Halo Orbit.

20. পৃথিবী থেকে Lagrangian Point 1 কত দূরে অবস্থিত ?

উত্তর: 1.5 মিলিয়ন কিলোমিটার

MORE PDF:- চন্দ্রযান – ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button