EXAM PREPARETIONSSC

SSC MTS GK Class – 01

SSC MTS:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS GK Class – 01, যেখানে স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফের বিগত বছরগুলিতে আসা কিছু গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে।

SSC MTS

যেগুলি পরবর্তী যেকোনো MTS, CGL,CHSL, GD প্রভৃতি পরীক্ষার প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে।

 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলবেন ?

উত্তর. পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে তিনি সৌদি আরবের আল নাসার ক্লাবে যোগ দেন, এর আগে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলতেন ।

 

কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত ?

উত্তর. কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত। ৫১ সতী পিঠের মধ্যে এটি অন্যতম। কামাখ্যা মন্দিরে দেবীর গর্ভ বা যোনি পূজা হওয়ার জন্য বিখ্যাত।

 

যুগান্তর দল গঠিত হয় কত সালে ?

উত্তর. ১৯০৬ খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ, বারীন্দ্রকুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন যুগান্তর দল হলো একটি গুপ্ত বিপ্লববাদী সংস্থা।চরম পন্থার মাধ্যমে ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই দলের প্রধান উদ্দেশ্য।

 

ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?

উত্তর. ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান।

 

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

SSC MTS GK  Class – 01

০১) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তর. মাস্টারদা সূর্যসেন

০২) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলবেন ?

উত্তর. আল নাসার

০৩) কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত ?

উত্তর. গুয়াহাটি

০৪) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মেরে ঘর মেরে নাম স্কিম চালু করল ?

উত্তর. পাঞ্জাব

০৫) হাঁপানি রোগের উপশমে কোন উপক্ষার ব্যবহৃত হয় ?

উত্তর. ডাটুরিন

০৬) কোন রাজ্য কেন্দ্র সরকার আয়ুস বিদ্যালয়ে গড়ে তুলেছে ?

উত্তর. সিকিম

০৭) ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

উত্তর. রেটিনাল

০৮) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক ২০২১২২ ভারতের স্থান কত ?

উত্তর. ১৩২

০৯) মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত ?

উত্তর. সাগর মাথা

১০) একটি পদার্থের পরমাণু সেই আইসোটোপের পরমাণুর পার্থক্য নির্ভর করে

উত্তর. নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার উপর

১১) চোহালগানি কে ধ্বংস করেছিলেন ?

উত্তর. গিয়াসউদ্দিন বলবন

১২) National science Day কবে পালন করা হয় ?

উত্তর. 28 ফেব্রুয়ারি

১৩) হুদহুদ ঝড়ে নামকরণ করেছে কোন দেশ ?

উত্তর. ওমান

১৪) মেসোপটেমিয়ার নলাকার সিল হরপ্পার কোন দুটি কেন্দ্র থেকে পাওয়া গেছে ?

উত্তর. মহেঞ্জোদারো ও কলিঙ্গবান

১৫) এক ব্যক্তি একটি অর্ধবৃত্তাকার পথ পরিক্রমণ করলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে ?

উত্তর. 2/π

১৬) কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয় ?

উত্তর. কিডনি

১৭) থাইরক্সিন হরমোন এর অত্যাধিক ক্ষরণের ফলে কোন রোগ হয় ?

উত্তর. গলগন্ড

১৮) কোন সুলতান প্রথম নিয়মিত মুদ্রা চালু করেন এবং দিল্লিকে তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন ?

উত্তর. ইলতুৎমিস

১৯) কপার সালফেট দ্রবণে জিংক যোগ করা হলে কিসের স্থানচ্যুত হয় ?

উত্তর. তামা

২০) দামোদর নদকে আগে কি বলা হত ?

উত্তর. বাংলার দুঃখ

২১) গান্ধীজীর অনুপ্রেরণা Unto the Last গ্রন্থটি কার রচনা ?

উত্তর. জন রাস্কিন

২২) কোন বিক্রিয়ায় ধাতব অক্সাইড থেকে ধাতু পাওয়া যায় ?

উত্তর. বিজারণ

২৩) বলবন থেকে শুরু করে গিয়াসউদ্দিন তুঘলক পর্যন্ত সকল সুলতানের পৃষ্ঠপোষকতা কে লাভ করেছিলেন ?

উত্তর. আমির খসরু

২৪) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর. আত্মারাম পান্ডুরঙ্গ

২৫) সূর্যের আলো কয়টি রং নিয়ে গঠিত ?

উত্তর. ৭

২৬) সর্বদয় কথাটির অর্থ কি ?

উত্তর. সর্বাত্মক উন্নয়ন

২৭) যুগান্তর দল গঠিত হয় কত সালে ?

উত্তর. ১৯০৬ সালে

২৮) কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় ?

উত্তর. অগ্নাশয়

২৯) পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?

উত্তর. তাঁত শিল্প

৩০) কোন যন্ত্রের দ্বারা তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় ?

উত্তর. জি এম কাউন্টার

৩১) ১৮৫৯ সালে কলকাতার প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

উত্তর. রিষড়া

৩২) এক্স রশ্মি কি ?

উত্তর. উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ

৩৩) পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?

উত্তর.মাছরাঙ্গা

৩৪) লোহার সাথে কি মিশ্রিত করে স্টেইনলেস স্টিল পাওয়া যায় ?

উত্তর.Ni, Cr

৩৫) কোনটি তুষারপুষ্ট নদী ?

উত্তর.যমুনা

৩৬) বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি ?

উত্তর.৫৩৭ টি

৩৭) ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?

উত্তর.রবীন্দ্রনাথ ঠাকুর

৩৮) নিউক্লিয়ার বিক্রিয়াতে নিউট্রনের বেগ কমানো হয় কিসের দ্বারা ?

উত্তর.ভারী জল

৩৯) কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পূর্ণ পাচন কোথায় হয় ?

উত্তর.ক্ষুদ্রান্তে

৪০) কোনটিতে গ্রীন হাউজ প্রভাবের নীতি প্রয়োগ করা হয় ?

উত্তর.সোলার কুকার

৪১) ইলেকট্রনের চার্জের সঠিক পরিমাণ দিয়েছেন কে ?

উত্তর.আর এ মিলিকান

৪২) দক্ষিণ আফ্রিকার কোন শহরে মহাত্মা গান্ধীকে প্রহার করার পাশাপাশি শ্বেতাঙ্গ কর্তৃক পথে ফেলে দেওয়া হয় ?

উত্তর.প্রিটোরিয়া

৪৩) বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?

উত্তর.২১শে এপ্রিল

৪৪) ২০১৮ সালে কমনওয়েলথ গেমস হয় কোথায় ?

উত্তর.গোল্ড কোস্ট

৪৫) কে একজন পেশাদার ফুটবলার ?

উত্তর.সাদিও মানে

৪৬) ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

উত্তর.পশ্চিমবঙ্গের বিষড়ায়

৪৭) তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি ?

উত্তর.BOT Unit

৪৮) ২০২২ ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দেশের নাম কী ?

উত্তর.অস্ট্রেলিয়া

৪৯) ‘Indian Tiger project’— কবে চালু হয় ?

উত্তর.১৯৭৩ সালে

৫০) হীরকের সংকট কোণ কত ডিগ্রি ?

উত্তর.২৪.৪⁰

 

MORE PDF:- SSC MTS 1st shift GK Answer Key 2020

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button