MTS and Havaldar:- যেগুলি পরবর্তী যেকোনো SSC, MTS, CGL, CHSL প্রভৃতি পরীক্ষার প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
MTS and Havaldar
২০২১ সালে নির্মলা সীতারামন তেজস্বিনী এবং হাউসালা স্কিম চালু করেছে কোথায় ?
উত্তর. ভারতের বর্তমান অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামান ১৮ থেকে ৩৫ বছর বয়সী মেয়েদের তাদের ব্যবসা শুরু করার ক্ষেত্রে জম্মু ও কাশ্মীরে তেজস্বিনী ও হাউসলা স্কিম’ নামে দুটি স্কিম চালু করেছেন।
ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর. ওস্তাদ জাকির হোসেন বর্তমানে তবলা বাদক এর সঙ্গে যুক্ত, তিনি ভারতবর্ষের মহারাষ্ট্র এ জন্মগ্রহণ করেন, এছাড়াও তিনি হিন্দুস্থান শাস্ত্রীয় সংগীত ও জ্যাজ লয় এর সঙ্গে যুক্ত এবং তিনি তবলা বাদক এর জন্য পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন।
Immortals of Meluha বইটির লেখক কে ?
উত্তর. ভারতীয় লেখক অমীশ ত্রিপাঠির লেখা মেলুহার মৃত্যুঞ্জয়ীগণ , ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বইটি প্রকাশ হয়। এই প্রধান চরিত্র মেহুলা, এই দেশের বাসিন্দারা কিভাবে শিব নামে এক যাযাবরের হাত থেকে যুদ্ধে রক্ষা পেয়েছিল, তাই নিয়েই গল্প। Immortals of Meluha বইটি ইংরাজী ভাষার একটি উপন্যাস।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
MTS and Havaldar Solved Paper 2022
File Name: MTS and Havaldar Solved Paper 2022
File size: 2.39 Mb
File Formate: Pdf
Language: English
Download Pdf: Click To Download
MORE PDF:- SSC MTS 2019 1st shift জেনারেল নলেজ উত্তরপত্র PDF