EXAM PREPARETIONSSC

SSC MTS Static GK Class – 06

SSC MTS Static GK:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS Static GK Class – 06, স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফের গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

SSC MTS Static GK

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS Static GK Class – 06স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফের গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।

যেগুলি পরবর্তী যেকোনো SSC এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

1.রেড পান্ডা কোন রাজ্যের রাজ্য প্রাণী ?

উত্তর. সিকিমের রাষ্ট্রীয় প্রাণী হল রেড পান্ডা। ভারতীয় বন্যপ্রাণী আইন অনুযায়ী ১৯৭২ সালে রেড পান্ডা সিকিমের রাষ্ট্রীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। IUCN এর তালিকায় রেড পান্ডাকে বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রাণীর নাম হল বাগরোল বা মেছো বিড়াল।

2.ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কি ?

উত্তর. ভারতের একমাত্র জীবন্ত এবং সক্রিয় আগ্নেয়গিরির নাম হল ব্যারেন দ্বীপ । যা ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র নিশ্চিত সক্রিয় আগ্নেয়গিরি।

3.ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

উত্তর. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী তিনি ১৯৬৩ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

SSC MTS Static GK Class – 06

০১) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর.
সুচেতা
কৃপালিনী

০২) স্বাস্থ্যকর রাজ্য, প্রগতিশীল ভারত" প্রতিবেদনটি নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান দ্বারা প্রকাশিত হয়েছে?
উত্তর. নীতি আয়োগ

০৩) ২০১১ সালে জনগণনা অনুসারে,
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জনঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তর.
বিহার

০৪) কোন কমিটির সুপারিশে আন্তরাজ্য পরিপদ গঠিত হয়েছিল?

উত্তর.
Sarkaria committee

০৫) কোন জীবে অটো ট্রাফিক পুষ্টি পাওয়া যায় ?

উত্তর.
ব্যাকটেরিয়া

০৬)
খাদি গ্রামীণ শিল্প কমিশনের CEO হিসাবে নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর.
ভিনীত
কুমার

০৭) ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য উচ্চতা বা প্রস্থ এর অনুপাত কত হবে ?

উত্তর.
3:2 

০৮) কোন খেলাটির উৎপত্তি ভারতে ?

উত্তর.
দাবা

০৯) ভারতীয় সংবিধানে, স্বাধীনতা নীতি বা principle of Liberty, কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?

উত্তর.
ফ্রান্স

১০)
UPSC এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
প্রীতি
সুদান

১১) বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (BSI) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত ?

উত্তর.
কলকাতা

১২) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত ?

উত্তর.
বেইজিং

১৩) কোন ধারা  ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকার সম্পর্কিত ?

উত্তর.
ধারা
25

১৪) বিহারে 1857 সালের বিদ্রোহের সংগঠক কে ছিলেন ?

উত্তর.
কুনওয়ার সিং

১৫) কোন দ্বীপে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত ?

উত্তর.
ব্যারেন
দ্বীপে

১৬) রেড পান্ডা কোন রাজ্যের রাজ্য প্রাণী ?

উত্তর.
সিকিম

১৭) কোন উপন্যাসটি আমিশ ত্রিপাঠীর লেখা ?

উত্তর.
The secret of the Nagas, Sita warrior of Mithila, The Immortals of meluha

১৮)
Bravehearts of Bharat Vignettes of India history – শিরোনামে বই লিখলেন কে ?

উত্তর.
বিক্রম
সম্পথ

১৯) কোন নদীর সমুদ্র পতিত হয় না ?

উত্তর.
লুনি

২০) মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু ?

উত্তর.
মার্কারি

২১) সিন্ডিকেট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

উত্তর.
মনিপাল

২২) ভারতের বৈদেশিক রিজার্ভ কোনটি নিয়ে গঠিত নয় ?

উত্তর.
Carbon bond

২৩) কোন নোটি সাঁচি স্তুপ এর মোটিফ রয়েছে ?

উত্তর.
২০০
টাকার
নোট

২৪) কোনটি ওয়ার্কিং ক্যাপিটাল ?

উত্তর.
টাকা
বা
money

২৫)
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে ?

উত্তর.

রা
ডিসেম্বর

২৬) একটি স্কেলার রাশির উদাহরণ দাও
?

উত্তর. কার্য

২৭)  কোন নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড় ?

উত্তর. নর্মদা

২৮) জাতীয় জলপথ নাম্বার
2
কোন নদীর উপর অবস্থিত?

উত্তর. ব্রহ্মপুত্র

২৯) ভারতের ৭৭ তম গ্র্যান্ডমাস্টার হলেন কে ?

উত্তর. আদিত্য মিত্তাল

৩০) কোন পুতুল নাচ ওড়িশায় পরিবেশিত হয়?

উত্তর. কান্ধেই

MORE MOCK TEST:- SSC MTS GK 2023 Class – 05

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button