EXAM PREPARETIONSSC

SSC MTS Static GK Class – 04

SSC MTS Static GK:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS Static GK Class – 04, যেখানে মাল্টি টাস্কিং স্টাফের বিগত বছরগুলিতে আসা কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC MTS Static GK

যেগুলি পরবর্তী যেকোনো SSC MTS, CGL, CHSL, GD প্রভৃতি পরীক্ষার প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

 

চিলিয়ানওয়ালার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?

উত্তর. ১৮৪৯ খ্রিস্টাব্দে পাঞ্জাবের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডালহৌসির সঙ্গে চিলিয়ানওয়ালার যুদ্ধ সংঘটিত হয়।

 

ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর. ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি ১৮২৮ খ্রিষ্টাব্দ থেকে ১৮৩৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন।

 

UNDP এর সম্পূর্ণ নাম কি ?

উত্তর. UNDP এর সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ১৯৬৫ সালের ২২ শে নভেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।

 

মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ?

উত্তর. ১৯৭৮ খ্রিস্টাব্দের আগে ভারতের মোট মৌলিক অধিকারের সংখ্যা ছিল ৭ টি, তবে বর্তমানে মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা আছে ছয়টি যথা – সাম্যের অধিকার (১৪ – ১৮ নং ধারা), স্বাধীনতার অধিকার (১৯ – ২২ নং ধারা), শোষণের বিরুদ্ধে অধিকার (২৩ – ২৪ নং ধারা), ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫ –  ২৮ নং ধারা), সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার (২৯ – ৩০ নং ধারা) এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২ নং ধারা)

 

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

 

SSC MTS GK 2023 Class – 04

০১) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা হয়

উত্তর. জাতীয় জরুরি অবস্থা জারি হলে

০২) ” A village by the
sea”
বইটি কে লিখেছেন ?

উত্তর. অনিতা দেশাই

০৩) কার সময়ে সুপ্রিমকোর্ট চালু হয় ?

উত্তর. ওয়ারেন হেস্টিংস

০৪) গ্যাসের সমীকরণটি হলো PV = nrt যেখানে v আয়তন হলো

উত্তর. n মোলগ্যাসের

০৫) উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরীর সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?

উত্তর. H2

০৬) মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল

উত্তর. ৭টি

০৭) কাদম্বরী রচয়িতা হলেন ?

উত্তর. বানভট্ট

০৮) মথুরা শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত
?

উত্তর. যমুনা

০৯) কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?

উত্তর. N2O

১০) বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি

উত্তর. কাস্পিয়ান

১১)
অলোকনন্দা ও মন্দাকিনী নদীর সংযোগস্থল নিন্মে কোথায়
?

উত্তর. রুদ্রপ্রয়াগ

১২) রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন

উত্তর. হাইকোর্টের প্রধান বিচারপতি

১৩) ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?

উত্তর. দাদা সাহেব ফালকে

১৪) তিব্বতি ইয়ং হাজবেন্ড মিশন পাঠানো হয় কত সালে ?

উত্তর. 1904

১৫) গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে

উত্তর. গ্যাসের অনুগুলির মধ্যে কোন আন্তঃআণবিক আকর্ষণ নেই

১৬) বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর. রাঁচি

১৭) কোন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে কি ?

উত্তর. হ্যাঁ

১৮) গুজরাটের প্রধান বন্দরটি হল

উত্তর. কান্ডালা

১৯) ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর. উইলিয়াম বেন্টিং

২০) চিলিয়ান ওয়ালার যুদ্ধ কাদের মধ্যে হয় ?

উত্তর. ইংরেজও শিখ

২১) স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের গুণফল হলস্থির এটি হল

উত্তর. বয়েলের সূত্র

২২) নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ?

উত্তর. ওড়িশা

২৩) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল ?

উত্তর. বৈশালী

২৪) কোন ভাইসরয় আমলে ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন প্রবর্তিত হয় ?

উত্তর. লর্ড ল্যান্স ডাউন

২৫) ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে ?

উত্তর.আয়ারল্যান্ড

২৬) নিম্নে কে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণপদক পাই ?

উত্তর. Mirabai channu

২৭) লোকালিকায় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত
?

উত্তর. মেঘালয়

২৮) “UNDP”এর FULL FORM কী ?

উত্তর. United Nations Devolopment Programme

২৯) ভান্ডারওয়াল গ্যাস সমীকরণ কোন আচরণ ব্যাখ্যা করে ?

উত্তর.বাস্তব গ্যাস

৩০) ঘূর্ণিঝড় আইলা নামকরণ করে কোন দেশ ?

উত্তর.মালদ্বীপ

৩১) জহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত
?

উত্তর. মহারাষ্ট্র

৩২) .প্রেইরি অঞ্চল কোন মহাদেশে দেখা যায় ?

উত্তর. উত্তর আমেরিকা

৩৩) অগ্নি নির্বাপক হিসাবে কোনটি ব্যবহার করা হয় ?

উত্তর. CO2

৩৪) নির্দিষ্ট চাপে কোন স্থির ভরের গ্যাসের আয়তন কিসের সঙ্গে সমানুপাত ?

উত্তর. তাপমাত্রা

৩৫) ইন্ডিয়ান এগ্রিকালচারল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত
?

উত্তর. দিল্লি

৩৬) রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন

উত্তর. মুখ্যমন্ত্রী

৩৭) 2022 ফরাসি ওপেনে কোন মহিলা চ্যাম্পিয়ন হয়েছিল?

উত্তর. Iga swiate

৩৮) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা আর অধীনে ভারত সরকার ভারতরত্নপদ্মশ্রীপুরস্কার প্রদান করে ?

উত্তর. ১৮ নম্বর

৩৯) আড়াইদিনকা ঝোপরা কে নির্মাণ করেন ?

উত্তর. কুতুবউদ্দিন আইবক

৪০) সংবিধান সংশোধনি বিল কোথায় পাস হয় ?

উত্তর. পল্লামেন্ট উভয় কক্ষে

৪১) বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে ?

উত্তর. ভিটামিন E

৪২) পুরীর জগন্নাথ মন্দির নির্মাণে কাজ শুরু করেছিলেন কোন রাজা ?

উত্তর. অনন্ত বর্মন

৪৩) ‘মোহিনীঅট্টমকোন রাজ্যের নৃত্য ?

উত্তর. কেরালা

) বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে যখন

উত্তর. তাপমাত্রা বেশি কিন্তু চাপ কম

৪৫) রাসায়নিক ভাবে মিস্ক অফ ম্যাগনেসিয়াম কি ?

উত্তর. ম্যাগনেসিয়াম হাইড্রোস্কাইড

৪৬) পৃথিবীতে বস্তুর মুক্তি বেগের মান কত ?

উত্তর. 11.2 km/s

৪৭) পরমশূন্য তাপমাত্রায় প্রত্যেক গ্যাস গুলি আয়তন

উত্তর. শূন্য

৪৮) কোনটিকে চুম্বক প্রবাল ভাবে আকর্ষণ করে ?

উত্তর. নিকেল

৪৯) বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হন ?

উত্তর. এন বিরেন সিং

৫০) স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী

উত্তর. মায়াবতী

MORE PDF:- SSC MTS GK 2023 Class – 03

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button