WBSSC SLST PT GK Part 02
WBSSC SLST PT GK:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBSSC SLST PT GK Part 02, যেখানে স্টাফ সিলেকশন কমিশন রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC SLST এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
WBSSC SLST PT GK
এই তালিকার মধ্যে নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়,বিশ্ব পোলিও দিবস কোন দিন পালন করা হয়, বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয়,URL এর পুরো নাম কি, ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
WBSSC SLST PT GK PART 2
০১) বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর. ১ লা ডিসেম্বর
০২) ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল ?
উত্তর. ১৭৭০ সালে
০৩) IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর. ওয়াশিংটন ডিসি
০৪) বিশ্ব পোলিও দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর. ২৪ অক্টোবর
০৫) খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের CEO হিসাবে নিযুক্ত হয়েছেন কে ?
উত্তর. ভিনীত কুমার
০৬) INSAT 1B কত সালে লঞ্চ হয়েছিল ?
উত্তর. ১৯৮৩ সালে
০৭) গদর দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর. লালা হরদয়াল
০৮) কোন বস্তুর গতিশক্তি 120 J এবং ভর 15 kg, তাহলে বস্তুটির বেগ কত ?
উত্তর. 4 মিটার/সেকেন্ড
০৯) UNO এর মোট সদস্য দেশ কত ?
উত্তর. ১৯৩ টি
১০) Institute of Cost Accounting of India – এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে ?
উত্তর. বিজেন্দর শর্মা
১১) দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে ৪ : 3 ও 15 : 7। এই দুই প্রকায় পিতল। 9 : 3 অনুপাতে মেশালে যে নতুন শিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কত ?
উত্তর. 28 : 20
১২) নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয় ?
উত্তর. নরওয়ে
১৩) ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর. হকি
১৪) সম্প্রতি এক ওভারে সাতটি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড করলেন কে ?
উত্তর. ঋতুরাজ গায়েকোয়ার্ড
১৫) মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত ?
উত্তর. সাগর মাথা
১৬) বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয় ?
উত্তর. অক্সিন
১৭) ভারতের RBI ও SBI এর চেকবুক কোন সংস্থা ছাপে ?
উত্তর. সিকিউরিটি প্রেস, নাসিক
১৮) অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনাল এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে ?
উত্তর. টি জি সীতারাম
১৯) URL এর পুরো নাম কি ?
উত্তর. Uniform Resource Locator
২০) জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
উত্তর. শ্রীনগর ও লে
২১) টেরারোজা কি ?
উত্তর. মাটি
২২) যুগান্তর দল গঠিত হয় কত সালে ?
উত্তর. ১৯০৬ সালে
২৩) কাকে সম্প্রতি মর্যাদাপূর্ণ ডক্টর আব্দুল কালাম সেবা পুরস্কারে ভূষিত করা হয়েছে ?
উত্তর. রবি কুমার সাগর
২৪) নীতি আয়োগ কবে চালু হয়েছিল ?
উত্তর.১লা জানুয়ারি ২০১৫
২৫) একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার ও একটি কোণ 60 ডিগ্রি হলে, রম্বসটির ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য় কত ?
উত্তর. 10 সেন্টিমিটার
২৬) রবি ও কবীর যথাক্রমে ঘন্টায় 4 কিলোমিটার ও 6 কিলোমিটার বেগে বিপরীত দিকে হাঁটা শুরু করল। 2 1/2 ঘণ্টা পরে তারা পরস্পরের থেকে কত দূরে অবস্থান করবে ?
উত্তর. 25 কিলোমিটার
২৭) 10 জন পুরুষ একটি কাজ সম্পূর্ণ করতে 10 দিন সময় নেয় সেখানে ওই কাজটি 10 দিনে সম্পূর্ণ করতে 12 জন মহিলার প্রয়োজন হয়, যদি একটি কাজের জন্য 15 জন পুরুষ ও 6 জন মহিলা নিযুক্ত করা হয়, কাজটি শেষ হতে কত দিন সময় লাগবে ?
উত্তর. 5
২৮) তিনটি সংখার অনুপাত 5 : 7 : 12 আর প্রথম ও তৃতীয় সংখ্যার যােগফল দ্বিতীয় সংখ্যায় থেকে 50 বেশি। সংখ্যা তিনটির যোগফল কত ?
উত্তর. 120
২৯) ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন হয় কত সালে ?
উত্তর. ১৯৭২
৩০) DIOS এর ফুল ফর্ম কি ?
উত্তর. ৯ই মে , ২০২৫
MORE GK:- SLST PT Static Gk Episode – 03