EXAM PREPARETIONRRB GROUP-D

RRB Group-D GK Class -01 2022

RRB Group-D GK Class -01 2022

RRB Group-D GK Class -01 2022
RRB Group-D GK Class -01 2022


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে RRB Group-D GK Class-01 2022, যেখানে রেলওয়ে গ্রুপ ডি এর বিগত বছরগুলিতে আসা কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো RRB Group-D প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত এবং এই জাতীয় উদ্যানে একশৃঙ্গ  গন্ডার বিখ্যাত ।

RBI এর 25 তম গভর্নর জেনারেলের নাম কি ?

উত্তর. RBI বা রিজার্ভ ব্যাংকের বর্তমান তথা 25 তম গভর্নর জেনারেল নাম হল শক্তিকান্ত দাস।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম কি ? 

উত্তর. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থের নাম হল দুর্গেশনন্দিনী, এছাড়াও কপালকুণ্ডলা, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী, বিষবৃক্ষ ও মৃণালিনী প্রভৃতি গ্রন্থও রচনা করেন।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

RRB Group-D GK Class -01 2022

০১) কোন শহরকে গোলাপি শহর বলা হয় ?

উত্তর. জয়পুর  

০২) প্রতিবছর কবে  World Hearing Day হিসেবে পালন করা হয় ?

উত্তর.
রা মার্চ 

০৩) Actual Pongala Utsav উদযাপিত হয়েছে ?

উত্তর. কেরালায় 

০৪) অস্ট্রেলিয়ার ভারতের হাইকমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন ?

উত্তর.  Manpreet
Vohra  

০৫) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর. আসাম 

০৬) চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ?

উত্তর. বন সংরক্ষণ 

০৭)  স্বাধীন ভারতে কবে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ?

উত্তর. ১৯৬২  

০৮) Rajya sabha এর চেয়ারম্যান কে ?

উত্তর.  এম ভেঙ্কাইয়া নাইডু

০৯) RBI- এর 25 তম গভর্নর জেনারেল কে ?

উত্তর. শক্তিকান্ত
দাস

১০) PAN –এর পুরো অর্থ কি ?

উত্তর. পার্মানেন্ট
অ্যাকাউন্ট নাম্বার 

১১) ভারতের কোন রাজ্যে SEZ প্রথম গঠিত হয় ?

উত্তর. গুজরাট 

১২) কুমার বোস কোন বাদ্যযন্ত্রের
সাথে যুক্ত ? 

উত্তর. তবলা 

১৩) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. খিজির খান

১৪) ‘দীনইলাহিকে প্রবর্তন করেন ?

উত্তর. আকবর 

১৫) আকবরের সভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?

উত্তর. তানসেন 

১৬) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর. দোদাবেতা  

১৭)
ভারতের
দীর্ঘতম বাঁধের নাম কি ?

উত্তর. হীরাকুদ 

১৮) আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. হকি 

১৯) চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত ?

উত্তর. ছত্রিশগড় 

২০) হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর. মুসী  

২১) গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

উত্তর. আলু  

২২) ‘দুর্গেশনন্দিনীগ্রন্থটি কার লেখা ?

উত্তর. বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়  

২৩) প্রকৃতির লাঙ্গল কাকে বলা হয় ?

উত্তর. কেঁচোকে  

২৪) আমির খসরু পেশায় কি ছিলেন ?

উত্তর. লেখক,
কবি, গায়ক 

২৫) করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কার ?

উত্তর. মহাত্মা
গান্ধী  

২৬) ফেনোল কি হিসেবেও পরিচিত ?

উত্তর. কার্বলিক
অ্যাসিড  

২৭) বিদ্রোহী কবিতাটি কার লেখা ?

উত্তর. কাজী
নজরুল ইসলাম 

২৮) ‘সাতপুরা জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. মধ্যপ্রদেশ

২৯) সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি ? 

উত্তর. শুক্র

৩০) ‘উদ্ভিদের জীবন আছেএটি কে আবিষ্কার করেন ?

উত্তর. জগদীশচন্দ্র
বসু

৩১) পরমাণুতে সবচেয়ে ভারী কণার নাম কি ?

উত্তর. নিউট্রন 

৩২)
ভারতের
প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?

উত্তর. প্রতিভা
পাটিল  

৩৩) ভারতীয় চলচ্চিত্রের জনক কে ?

উত্তর. দাদাসাহেব ফালকে 

৩৪) অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর. চার্লস ডারউইন  

৩৫) গুজরাট রাজ্যের রাজধানীর নাম কি ?

উত্তর. গান্ধী
নগর 

৩৬) ডাবল ফল্ট শব্দটি কিসের সঙ্গে যুক্ত ?

উত্তর. ব্যাডমিন্টন 

৩৭) তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?

উত্তর. ১১৯১ 

৩৮) ভিয়েনা কোন দেশের রাজধানী ?

উত্তর.  অস্ট্রিয়া 

৩৯) নক্রেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর. মেঘালয় 

৪০) কোন দেশের গোয়েন্দা সংস্থা Mossad ?

উত্তর. ইজরায়েল

৪১) ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. ক্রিকেট

৪২) পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয় ?

উত্তর. পামির
মালভূমি 

৪৩) প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয় ?

উত্তর. ১৯৫০  

৪৪) কোন পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ?

উত্তর. হিন্দু পেট্রিয়ট 

৪৫) সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয় ?

উত্তর.  ১৮৫৫

৪৬) সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর. জ্যোতিবা
ফুলে  

৪৭) HTML এর ফুল ফর্ম কি ?

উত্তর. Hyper Text
Markup Language 

৪৮)  হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

উত্তর. বাঁশি  

৪৯) Indian War Memorial Museum কোথায় অবস্থিত ?

উত্তর. নিউ
দিল্লি  

৫০) United Nations Day কবে পালন করা হয় ?

উত্তর. 24 শে অক্টোবর 


File Name: RRB Group-D GK 2022 Class -01

File Size: 825 Kb

File Formate: PDF

No Of  Pages: 04

Download Pdf: Click To Download

 

More Pdf Download Link
RRC Group-D Science GK 2022 Class – 1 Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button