EXAM PREPARETIONRRB GROUP-D

RRB Group – D GK 2022 Class 02

RRB Group – D GK 2022 Class 02 

RRB Group - D GK 2022 Class 02
RRB Group – D GK 2022 Class 02 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে RRB Group – D GK 2022 Class 02  , যেখানে ভারতীয় রেল গ্রুপ ডি  ২০২২ পর্ব – ০২ এর কিছু কমনযোগ্য গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো RRB Group – D এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


RRB Group – D GK 2022 Class 02 

০১) বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় কিসের সাহায্যে ?

উত্তর. অ্যানিমোমিটার

০২) প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে
সূত্রটি কার ?

উত্তর. নিউটনের তৃতীয় সূত্র

০৩) কোনটি তড়িৎ একক ?

উত্তর. জুল

০৪) চাপের এস আই একক কি ?

উত্তর. পাস্ক্যাল

০৫) কোনটি দহনে সাহায্য করে না ?

উত্তর. হাইড্রোজেন

০৬) মানব দেহে হাড়ের সংখ্যা কয়টি ?

উত্তর. ২০৬

০৭) বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে ?

উত্তর. আর্গন

০৮) রক্ত কি ?

উত্তর. ক্ষারীয়

০৯) কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয় ?

উত্তর. অ্যাড্রিনালিন

১০) হৃদপিণ্ড থেকে নির্গত নালী কে কি বলে ?

উত্তর. ধমনী

১১) তৃণভোজী প্রাণী হল

উত্তর. প্রাথমিক খাদক

১২) তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটির নাম কি ?

উত্তর. হাইড্রোজেনেশন

১৩) কোন হরমোন উদ্ভিদের জিওট্রপিক প্রতিক্রিয়ার জন্য দায়ী ?

উত্তর. অক্সিন

১৪) কাঁকড়া বিছের শ্বাস যন্ত্রের নাম কি ?

উত্তর. বুকলাং

১৫) শ্বাসকার্যে জন্য দায়ী পেশীগুলি হলো

উত্তর. কংকাল পেশি

১৬) কোন পদার্থ কে উত্তপ্ত করলে
কার্বনডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয় ?

উত্তর. সোডিয়াম বাই কার্বনেট

১৭) কোন পদার্থ রকেটের জ্বালানির হিসেবে ব্যবহৃত হয় ?

উত্তর. হাইড্রাজিন

১৮) যে প্রক্রিয়ায় সূর্যের তাপ
শক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয়, সেটই প্রক্রিয়াটি নাম কি ?

উত্তর. বিকিরণ

১৯) সালফার দ্রুত দ্রবীভূত হয়

উত্তর. কার্বন ডাই অক্সাইড

২০) কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র আছে ?

উত্তর. গরু

২১) দুটি সাধারণ আয়না পরস্পর মুখোমুখি রেখে যদি কোনো বাহুকে এই দুটির
মধ্যে স্থাপন করা যায়, তবে কতগুলি প্রতিবিম্ব তৈরি হতে পারে ?

উত্তর. অগণিত

২২) হাইড্রোজেন বেলুন দ্বারা উত্তোলন করা সম্ভব

উত্তর. পালক

২৩)  কাইটেনিক এনার্জির কোন পরিবর্তনে দেহের প্রচলন বেগ দ্বিগুণ হয় ?

উত্তর. চতুরগুন

২৪) কেন একটি পাথর হলুদ বা লাল
রঙের হয়ে যায় ?

উত্তর. অক্সিডেশন

২৫) মানব শরীরের কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয় ?

উত্তর. হাড়ের সংযোগস্থল

২৬) মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে ?

উত্তর. আইজ্যাক নিউটন

২৭) একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যাবে ?

উত্তর. অসদবিম্ব

২৮) যে শব্দ
কুড়ি হাজার হার্জের বেশি কম্পন সৃষ্টি হয় তাকে কি বলে
?

উত্তর. সাবসনিক

২৯) কোনো মিশ্রণের মধ্যে অবস্থিত স্বাধীন ক্ষুদ্র কণা কে কি বলে ?

উত্তর. অ্যাটম

৩০) গোবর গ্যাসের মধ্যে কি থাকে
?

উত্তর. মিথেন

৩১) হালকা গ্যাস এর নাম
কি ?

উত্তর. হাইড্রোজেন

৩২) তড়িৎ প্রবাহের একক কি ?

উত্তর. নিউট্রন

৩৩) তাপের একক কি ?

উত্তর. ক্যালোরি

৩৪) কোনটির মধ্যে বেশি তাপন মূল্য আছে ?

উত্তর. ফ্যাট

৩৫) পেয়ারা কোন ভিটামিনের উৎস ?

উত্তর. ভিটামিন C

৩৬) রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোন পদার্থ ?

উত্তর. তরল অ্যামোনিয়া

৩৭) কোন খনিজ পদার্থ রক্তে হিমোগ্লোবিনে অবস্থিত ?

উত্তর. ক্যালসিয়াম

৩৮) ইলেক্ট্রোমোটিভ ফোর্স কি ?

উত্তর. প্রতি একক চার্জের শক্তি

৩৯) কোন পদার্থ বিদ্যুতের একান্ত কুপরিবাহী ?

উত্তর. নাইট্রোজেন

৪০) কোন পদার্থ কস্টিক অ্যালকালি দ্রবণের বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন উৎপাদনে অসমর্থ  ?

উত্তর. সিলিকন


File Name: RRB Group – D GK 2022 Class 02 

File Size: 01 Mb

File Formate: Pdf

No Of Pages: 06

Download Pdf: Click To Download

More PDFDownload Link
RRB Group-D GK Class -01 2022Click Here
WBP & KP Constable GK 2022 Class – 03Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button