EXAM PREPARETION

ICDS Question and Answer in Bengali Part 01

ICDS Question and Answer:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ICDS Question and Answer in Bengali Part 01, যেখানে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি প্রাকটিস সেট – ০১ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

ICDS Question and Answer

এই তালিকার মধ্যে ভারতে কোন উপজাতির মানুষের সংখ্যা সর্বাধিক, ভারতের জাতীয় প্রতীক কোনটি , সর্বভারতীয় জনস্বাস্থ্য সংস্থা কোথায় অবস্থিত, প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমস-এ সোনা জেতেন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো ICDS প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

 

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

ICDS Question and Answer in Bengali

০১) কোন রাজ্যে শিক্ষিত লোকের সংখ্যা সর্বাধিক ?

উত্তর:
কেরালা

০২) ভারতে কোন উপজাতির মানুষের সংখ্যা সর্বাধিক ?

উত্তর:
কোল

০৩) ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ?

উত্তর:
কাদম্বিনী গাঙ্গুলী

০৪) ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

উত্তর:
২৮শে ফেব্রুয়ারি

০৫) ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি হয় ?

উত্তর:
১৯৮১ সালে

০৬) কালাজ্বরের জন্য দায়ী কোন মাছি ?

উত্তর:
স্যান্ডফ্লাই

০৭) বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল ?

উত্তর:
পরিবেশ রক্ষার উদ্দেশ্যে

০৮) গর্ভবতী মা থেকে শিশুতে কোন রোগটি সংক্রামিত হতে পারে ?

উত্তর:
এইডস

০৯) বর্জ্য জলের প্রাথমিক শোধন প্রক্রিয়া কোনটি ?

উত্তর:
জল ছেঁকে নেওয়া

১০) মেয়েদের ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট পাওয়ার নাজির কে গড়েন ?

উত্তর:
ঝুলন গোস্বামী

১১) ভারতের হাইকোর্টগুলির মধ্যে কে প্রথম মহিলা বিচারপতি ছিলেন ?

উত্তর:
লীলা শেঠ

১২) ভারতের জাতীয় প্রতীক কোনটি ?

উত্তর:
সিংহের মূর্তি

১৩) দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত মেট্রো স্টেশন কোনটি ?

উত্তর:
দিল্লী

১৪) ২০১০ সালে কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর:
দিল্লিতে

১৫) ভারতের কোন রাজ্যে শহরের সংখ্যা সবচেয়ে বেশি ?

উত্তর:
উত্তর প্রদেশ

১৬) রাষ্ট্রীয় আয়ুর্বেদিক অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তর:
জামনগর

১৭) ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম কি ?

উত্তর:
অবণী চতুর্বেদী

১৮) প্রথম থ্যালাসেমিয়া অপারেশন কোথায় হয় ?

উত্তর:
সি.এম.সি (ভেলোর)

১৯) আয়ুষ্মান ভারত কোন প্রকল্পের অন্তর্ভুক্ত ?

উত্তর:
জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প

২০) ভারতের কোন মহিলা বক্সার প্রথম কমনওয়েলথ গেমস সোনা জেতে ?

উত্তর:
মেরী কম

২১) সর্বভারতীয় জনস্বাস্থ্য সংস্থা কোথায় অবস্থিত ?

উত্তর:
কলকাতায়

২২) সম্প্রতি কোন প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত করে ?

উত্তর:
কন্যাশ্রী প্রকল্প

২৩) ভারতবর্ষের কোন শৈল রাজ্যে প্রথম ইলেকট্রিক বাস চালু হয় ?

উত্তর:
হিমাচল প্রদেশ

২৪) ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশন কোনটি ?

উত্তর:
রেডিও উমং

২৫) সৌর সুজলা যোজনা ভারতের কোন রাজ্য  শুরু হয় ?

উত্তর:
ছত্রিশগড়ে

২৬) কার জন্মদিনে ভারত সরকাররাষ্ট্রীয় একতা দিবসপালন করে ?

উত্তর:
বল্লভভাই প্যাটেল

২৭) প্রথম বৃক্ক প্রতিস্থাপনটি কোথাকার হাসপাতালে হয় ?

উত্তর:
ভেলোর

২৮)  রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যানভারতের  কোথায় অবস্থিত ?

উত্তর:
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

২৯প্রথম  কোন ভারতীয় মহিলা এভারেষ্টের চূড়ায় পৌঁছেছিলেন ?

উত্তর:
বাচেন্দ্ৰী পাল

৩০) কোথায় ভারতের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ?

উত্তর:
মণিপুর

৩১) স্বাধীন ভারতের বৃহত্তম কর ব্যবস্থা GST কবে থেকে চালু হয় ?

উত্তর:
১লা জুলাই ২০১৭

৩২) পৃথিবীর বৃহত্তম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত ?

উত্তর:
১৮২ মিটার

৩৩) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়আয়ুষ্মান ভারতপ্রকল্প অনুযায়ী পরিবার পিছু কত টাকার স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে ?

উত্তর:
৫ লক্ষ টাকা

৩৪) হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম রোবটের নাম কি ?

উত্তর:
রশ্মি

৩৫) কে ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে সর্বাধিক সময় ধরে মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে রেকর্ড গড়লেন ?

উত্তর:
পবন কুমার চামলিং (সিকিম)

৩৬) প্রধানমন্ত্রী জনধন যোজনাতে ২৮শে আগস্ট, ২০১৮ থেকে উপভোক্তাদের কত টাকার প্রিমিয়ামহীন দুর্ঘটনা বীমা প্রদানের সুবিধা দেওয়া হয়েছে ?

উত্তর:
২লক্ষ টাকা

৩৭) কোন সালে ভারতবর্ষে বাঘকে জাতীয় পশু হিসেবে গ্রহণ করা হয় ?

উত্তর:
১৯৭৩ সালে

৩৮) বাস্তুতন্ত্রে শক্তির উৎস কি ?

উত্তর:
সূর্য

৩৯) প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমস সোনা জেতেন ?

উত্তর:
কমলজিৎ সিন্ধু

৪০) সম্প্রতি ভারত যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পরীক্ষা করলো তার নাম কি ?

উত্তর:
নাগ

MORE PDF:- SSC CGL Answer Key 2022 Tier 1 | SSC CGL PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button