EXAM PREPARETIONANM&GNM

ANM and GNM Practice Set Part 01

ANM and GNM:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ANM and GNM Practice Set Part 01, যেখানে জয়েন এন্ট্রান্স ANM and GNM প্র্যাকটিস সেটপর্ব ০১ এর গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো WBJEE পরীক্ষার প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

ANM and GNM

এই তালিকার মধ্যে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত,LPG সিলিন্ডারে কোন গ্যাস থাকে, লাইসোজোম বলতে কী বোঝায় , মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে, ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

ANM and GNM Practice Set Part -01

০১) LPG সিলিন্ডারে কোন গ্যাস থাকে ?

উত্তর. বিউটেন আইসোবিউটেন এবং প্রোপেন

০২) কোন রোগের অপর নাম Big C ?

উত্তর. ক্যান্সার

০৩) লাইসোজোম বলতে কী বোঝায় ?

উত্তর. চোখের জলের প্রাপ্ত উৎসেচক

০৪) অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত ?

উত্তর. ১৬

০৫) মাকড়সার দ্বারা ভয়কে কি বলে ?

উত্তর. অ্যারাকনোফোবিয়া

০৬) কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় ?

উত্তর. এডিস মশা

০৭) মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে?

উত্তর.  ২৩ জোড়া

০৮) হাইড্রোলিক প্রেসের নীতি কোন সূত্রের উপর নির্ভরশীল ?

উত্তর. পাস্কালের সূত্র

০৯) মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে ?

উত্তর. যকৃৎ

১০) নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত ?

উত্তর. ১৪

১১) একটি আদর্শ খাদ্যের উদাহরণ দাও ?

উত্তর. দুধ

১২) দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উত্তর. ল্যাকটোমিটার

১৩) পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?

উত্তর. কাইটিন

১৪) সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি ?

উত্তর. PGA ফসফো গ্লিসারিক অ্যাসিড

১৫) কোষ এর আবিষ্কারক কে ?

উত্তর. রবার্ট হুক

১৬) কোষের শক্তিঘর কাকে বলে ?

উত্তর. মাইটোকনড্রিয়া

১৭) যান্ত্রিক শক্তি থেকে চুম্বক শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ দাও ?

উত্তর. ঘর্ষণ পদ্ধতিতে চুম্বকে পরিণত করা 

১৮) নিয়াসিন ভিটামিনের অভাবে কোন রোগ হয় ?

উত্তর. পেলেগ্রা

১৯) সেকেন্ডারি মেমোরি কি ?

উত্তর. পার্মানেন্ট মেমোরি

২০) National science Day কবে পালন করা হয় ?

উত্তর. 28 ফেব্রুয়ারি

২১) সালোকসংশ্লেষ প্রতিরোধক পদার্থের নাম কি ?

উত্তর. ইথার

২২) কোন ধাতুকে Metal of Hope বলা হয় ?

উত্তর. ইউরেনিয়াম

২৩) হাঁপানি বা তীব্র শ্বাসকষ্ট রোধে কোন হরমোন প্রয়োগ করা হয় ?

উত্তর. অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন

২৪) হেপাটাইটিস বি ভ্যাকসিনের মাত্রা কয়টি ?

উত্তর. ৩

২৫) সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি ?

উত্তর. মেসোফিল কলা

২৬) মানুষের রক্তের সান্দ্রতার জন্য দায়ী কি ?

উত্তর. প্রোটিন

২৭) সবচেয়ে বড় ভাইরাসের নাম কি ?

উত্তর. বসন্ত ভাইরাস

২৮) দইতে কোন অ্যাসিড থাকে ?

উত্তর. ল্যাকটিক অ্যাসিড

২৯) অধিক উচ্চতায় গেলে নাক চোখ থেকে  রক্তক্ষরণ হয় কেন ?

উত্তর. বায়ুচাপ কমে যায়

৩০) কোন গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ?

উত্তর. AB+

MORE GK:- WBJEE ANM and GNM Syllabus 2023 in Bengali

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button