ANM&GNM

WBJEE ANM and GNM Syllabus 2023 in Bengali

WBJEE ANM and GNM Syllabus 2023 in Bengali

WBJEE ANM and GNM Syllabus 2023 in Bengali
WBJEE ANM and GNM Syllabus 2023 in Bengali

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBJEE ANM and GNM Syllabus 2023 in Bengali , যেখানে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ANM and GNM ২০২৩ সালের যে নতুন অফিশিয়াল সিলেবাস প্রকাশ করেছে, তার সম্পূর্ণ তথ্য বাংলা ভাষায় সুন্দরভাবে নিচে দেওয়া হল, যাতে ছাত্রছাত্রীদের কোনরকম বুঝতে অসুবিধা না হয়।

WBJEE ANM and GNM Syllabus 2023 in Bengali


wbpdf এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ANM and GNM ২০২৩ সালের যে নতুন অফিসিয়াল সিলেবাস প্রকাশ করেছে অর্থাৎ কোন কোন বিষয়ের উপর কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্যাদি  নিম্নে আলোচনা করা হলো


বিষয় ও নম্বর বিভাজন

বিষয় প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ প্রশ্ন সংখ্যা মোট নাম্বার
জীবনবিজ্ঞান ৩০ ১০ ৪০ ৫০
ভৌতবিজ্ঞান ১৫ ০৫ ২০ ২৫
অংক ১০ ১০ ১০
ইংরাজি ১৫ ১৫ ১৫
সাধারণ জ্ঞান ১০ ১০ ১০
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং ০৫ ০৫ ০৫
মোট ১০০ ১১৫

পরীক্ষার বিবরণ –
০১) দুটি বিভাগ থেকে মোট প্রশ্নের সংখ্যা থাকবে ১০০ টি।
০২) মোট ১১৫ নাম্বারের পরীক্ষা হবে।
০৩) MCQ (OMR sheet) এ পরীক্ষা হবে।
০৪) মোট সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট।
০৫) দুটি বিভাগে পরীক্ষা হবে।
০৬) প্রথম বিভাগের প্রশ্ন ০১ নাম্বার করে থাকবে এবং দ্বিতীয় বিভাগের প্রশ্ন ০২ নাম্বার করে থাকবে।
০৭) শুধুমাত্র প্রথম বিভাগে ০.২৫% নেগেটিভ মার্কিং থাকবে ।
সিলেবাস এবং বিষয়বস্তু

০১) জীবন বিজ্ঞান –

✓  জীবন ও তার বৈচিত্র্য

✓ জৈবনিক প্রক্রিয়া

✓  মানব কল্যাণ ও জীব বিদ্যা

✓ পরিবেশ ও তার সম্পদ

✓ জীবন সংগঠনের স্তর

✓ জীবজগৎ নিয়ন্ত্রণ এবং সমন্বয়

✓ বংশগতি

✓ জিনগত রোগ

✓ অভিব্যক্তি ও অভিযোজন

✓ পরিবেশ এবং তার সংরক্ষণ
০২) ভৌতবিজ্ঞান –
✓ বল ও গতি
✓ পদার্থের গঠন ও ধর্ম
✓ পরিমাপ
✓ পরমাণুর গঠন 
✓ পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
✓ কার্যক্ষমতা ও শক্তি
✓ তাপ ও শব্দ
✓ গ্যাসের আচরণ
✓ তাপের ঘটনা সমূহ
✓ আলো
০৩)  অংক –
✓ লাভ ও ক্ষতি
✓ সুদকষা
✓ বাস্তব সংখ্যা তত্ত্ব
✓ চক্রবৃদ্ধি সুদ
✓ অংশীদারী কারবার
✓ সমাহার বৃদ্ধি বা হ্রাস
০৪) ইংরাজি –
✓ Article and Preposition
✓ Phrasal Verb
✓ Narration Change
✓ Voice Change
✓ Synonyms and Antonyms
✓ Transformation of Sentence
✓ Idioms and phrases
✓ Spelling Test
✓ Spotting Errors

০৫) সাধারণ জ্ঞান – 
✓ ইতিহাস ও ভূগোল
✓ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি
✓ অর্থনীতি ও ভারতীয় সংবিধান
✓ পুরস্কার
✓ পরিবেশ বিদ্যা
✓ কম্পিউটার


০৬) জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং –
✓ শ্রেণী
✓ শ্রেণীবিভাজন
✓ ক্যালেন্ডার
✓ রক্তের সম্পর্ক
✓ সাদৃশ্য
✓ ম্যাট্রিক্স কোডিং
✓ সাংকেতিকরণ ও অসংকেতিকরণ
✓ সংখ্যা ও সময়ের ক্রম বিন্যাস
✓ লুপ্ত সংখ্যা নির্ণয়

More Pdf Download Link
ANM & GNM প্রশ্নপত্র 2021 PDF Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button