GEOGRAPHY

ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ PDF

ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ 

ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ PDF
ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ

WBPDF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ PDF, যেখানে ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে


ছোটনাগপুর মালভূমি ভারতের কোথায় অবস্থিত এবং উচ্চতম শৃঙ্গের নাম কি ?

উত্তর. ছোটনাগপুর মালভূমি পূর্ব ভারতের পাঁচটি রাজ্য জুড়ে বিস্তৃত। এই রাজ্য গুলি হল- ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গ , ওড়িশা ও ছত্রিশগড়। এই মালভূমির বেশির ভাগ অংশ ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত।এই মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম হল পরেশনাথ পাহাড় যার উচ্চতা ১,৩৬৬ মিটার।


পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এটি ভারতের কোথায় অবস্থিত ?

উত্তর. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল কলসুবাই এবং এটির উচ্চতা ২,০৪৪ মিটার। গুজরাট ও মহারাষ্ট্র সীমানায় তাপ্তি নদীর দক্ষিণে এই পর্বতের উৎপত্তিস্থল। এরপর মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের মধ্য দিয়ে ১৬০০ কিলোমিটার বিস্তৃত এই পর্বতমালা কন্যাকুমারী শহরের কাছে ভারতের দক্ষিণ বিন্দুতে এসে মিলিত হয়েছে। পশ্চিমঘাটের ৬০% কর্ণাটক রাজ্যে অবস্থিত।


কারাকোরাম পর্বত ভারতের কোথায় অবস্থিত এবং এই পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?

উত্তর. পাকিস্তানের গিলগিত-বালতিস্তান, ভারতের লাদাখ এবং চীনের জিনজিয়ান প্রশাসনিক অঞ্চল জুড়ে অবস্থিত কারাকোরাম পর্বতমালা। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা K2 যার উচ্চতা ৮,৬১১ মিটার এবং এটিই ভারতের উচ্চতম শৃঙ্গ।


আরাবল্লী পর্বতমালা ভারতের কোথায় অবস্থিত এবং এই পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?

উত্তর. এটি উত্তর ভারতের দিল্লি থেকে শুরু হয়ে দক্ষিণ হরিয়ানা পার হয়ে, পশ্চিম ভারতের রাজস্থান রাজ্য পার হয়ে গুজরাতে গিয়ে শেষ হয়েছে। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরুশিখর, যার উচ্চতা ১,৭২২ মিটার বা ৫,৬৫০ ফুট।


গারো পাহাড় ভারতের কোথায় অবস্থিত এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর. গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো-খাসিয়া পর্বতমালার একটি অংশ বিশেষ । এর কিছু অংশ ভারতের অসম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত, এটি বাংলাদেশের সব থেকে বড় পাহাড়। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল নকরেক যার উচ্চতা ১,৪১২ মিটার বা ৪,৬৫২ ফুট।


আন্নামালাই পর্বতমালা ভারতের কোথায় অবস্থিত এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর. আন্নামালাই পর্বতমালা ভারতের কেরালা ও তামিলনাড়ুর প্রান্ত বরাবর অবস্থিত। এই পর্বতমালার বিস্তার দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, তিরুপুর, পালঘাট, ত্রিশূর, এর্নাকুলাম এবং ইদুক্কি জেলা। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি যার সর্বোচ্চ উচ্চতা ২,৬৯৫ মিটার।


নীলগিরি পর্বত ভারতের কোন জায়গায় অবস্থিত এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর. কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের ত্রি-সংযোগস্থলে নীলগিরিতে পর্বতমালা অবস্থিত এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা যার উচ্চতা ২,৬৩৭ মিটার।


এছাড়াও এই তালিকার মধ্যে মিকির পাহাড়, সাতপুরা পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা এবং নাগা পাহাড়ের উচ্চতম শৃঙ্গের নাম কি অতঃপর ধূপগড়, অমরকন্টক, সারামতি এবং মহেন্দ্রগীরি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ

পর্বতের নাম উচ্চতম শৃঙ্গ
বৈকাল/মহাকাল অমরকন্টক (১,০৫৭ মিটার)
ছোটনাগপুর মালভূমি পরেশনাথ পাহাড় (১,৩৬৬ মিটার)
আন্নামালাই আনাইমুদি (২,৬৯৫ মিটার)
মিকির পাহাড় ডামবুকচো (১,৩৬৩ মিটার)
নীলগিরি দোদাবেতা (২৬৩৭ মিটার)
পশ্চিমঘাট পর্বত কলসুবাই (২,০৪৪ মিটার)
সাতপুরা ধূপগড় (১,৩৫০ মিটার)
পূর্বঘাট (উত্তর) মহেন্দ্রগীরি (১,৫০১ মিটার)
পূর্বঘাট (দক্ষিণ) বিলিগিরিরঙ্গন (১,৭৫০ মিটার)
আরাবল্লী গুরুশিখর (১,৭২২ মিটার)
গারো পাহাড় নক্রেক (১,৪১২ মিটার)
মিসমি পর্বত দাফাবুম (৪,৫৭৯ মিটার)
কারাকোরাম গডউইন অস্টিন (৮,৬১১ মিটার)
বাবাবুদান পাহাড় মুলানগিরি (১,৯২৩ মিটার)
নাগা পাহাড় সারামতি

File Name: ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ

File Size: 1.3 Mb

File Formate: Pdf

File Page: 2

Download Pdf: Click To Download

More Pdf Download Link
মাউন্ট এভারেস্টের গুরুত্বপূর্ণ তথ্য PDF Click Here
ভারতের প্রতিবেশী দেশের তালিকা PDF Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button