GENERALKNOWLELEDGESCIENCE

বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সূত্র PDF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সূত্র

বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সূত্র PDF
বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সূত্র PDF

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সূত্র PDF, যেখানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সূত্র সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে, যেমন নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রে কি বলা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ, এছাড়াও বয়েলের সূত্র, জুলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, মোলের সূত্র এইরকমই প্রত্যেকটি সূত্রের সংক্ষিপ্ত বিবরণ ব্যাখ্যা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


নিম্নে উল্লেখিত নমুনা


) নিউটনের প্রথম সূত্র : কোনো নিট বল
প্রযুক্ত না হলে স্থির
বস্তু চিরকাল স্থির থাকবে
এবং গতিশীল বস্তু চিরকাল
সমবেগে সরলরেখায় বা সরল পথে
চলতে থাকে


) নিউটনের দ্বিতীয় সূত্র : কোনও বস্তুর ভরবেগের
পরিবর্তনের হার প্রযুক্ত বলের
সমানুপাতিক, অথবা ধ্রুব ভরসম্পন্ন
কোনও বস্তুর জন্য নিট
বল বস্তুর ভর ও
ত্বরণের গুণফলের সমান


) নিউটনের তৃতীয় সূত্র : প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও
বিপরীত প্রতিক্রিয়া আছে । অর্থাৎ,
যখন একটি বস্তু অন্য
একটি বস্তুর ওপর বল
প্রয়োগ করে, তখন সেই
বস্তুটিও প্রথম বস্তুটির ওপর
বিপরীত দিকে সমান বল
প্রয়োগ করে


) বয়েলের সূত্র : স্থির
তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের
আয়তন ঐ গ্যাসের উপর
প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক


) জুলের প্রথম সূত্র : তড়িৎ
পরিবাহী দ্বারা উৎপাদিত উত্তাপনের
ক্ষমতা তার রোধ এবং
তড়িৎ প্রবাহের বর্গের গুণফলের সমানুপাতিক


) জুলের দ্বিতীয় সূত্র : প্রবাহ
(I) এবং প্রবাহকাল t অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে
উদ্ভূত তাপ (H) পরিবাহীর রোধের (R) সমানুপাতিক হয়। অর্থাৎ
H∞R , যখন I ও t ধ্রুব


) চার্লসের সূত্র : চাপ
স্থির থাকলে নির্দিষ্ট ভরের
গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি
সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা
হ্রাসের জন্য ওই গ্যাসের
0oC উষ্ণতায় যে আয়তন হয়,
তার1273অংশ যথাক্রমে বৃদ্ধি
বা হ্রাস পায়


) অ্যাভোগাড্রো সূত্র : কোনো
নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে,
V আয়তন হাইড্রোজেন গ্যাস এ যদি
x সংখ্যক অণু থাকে তাহলে
ওই একই উষ্ণতা ও
চাপে V আয়তন অক্সিজেন, ক্লোরিন,
অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড
এবং অন্য যে কোন
গ্যাসেও x সংখ্যক অণু থাকে


) গেলুসাকের গ্যাস আয়তন সূত্র : বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি  সমচাপ
ও উষ্ণতায় তাদের আয়তনের সরল
অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত
পদার্থ যদি গ্যাসীয় হয়,
তাহলে সমচাপ ও উষ্ণতায়
বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তন
এর সঙ্গে  সরল
অনুপাতে থাকে


১০) মোলের সূত্র : মৌলসমূহের ভৌত ও রাসায়নিক
ধর্মাবলি তাদের পারমাণবিক ভর
বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত
হয়


১১) বয়েল চার্লসের সমন্বয় সূত্র : নির্দিষ্ট
ভরের গ্যাসের চাপ এবং আয়তনের
গুণফল পরম স্কেলে গ্যাসটির
উষ্ণতার সমানুপাতিক


১৩) ভরের নিত্যতা সূত্র : জড়
পদার্থ অবিনশ্বর, একে সৃষ্টি বা
ধ্বংস করা যায় না। বিভিন্ন
ভৌত বা রাসায়নিক পরিবর্তন
এর আগে ও পরে
পদার্থের মোট ভর অপরিবর্তিত
থাকে


১৪) ওহমের সূত্র : উষ্ণতা ও অন্যান্য
ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে,
কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা
ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদের সমানুপাতিক হয়


১৫) আলোর প্রতিফলনের প্রথম সূত্র : আপতিত রশ্মি, প্রতিফলিত
রশ্মি ও আপাতন বিন্দুতে
প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব
একই সমতলে থাকে


১৬) আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র : আপাতন কোন ও
প্রতিফলন কোণ পরস্পর সমান
হয়, অর্থাৎ, i=r


১৭) আলোর প্রতিফলনের প্রথম সূত্র : আপতিত রশ্মি,প্রতিসৃত
রশ্মি এবং আপাতন বিন্দুতে
বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব
একই সমতলে অবস্থান করে


১৮) আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র (স্নেলের সূত্র) : একজোড়া
নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট
বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে
আপতন কোণের sine এবং প্রতিসরণ কোণের
sine এর অনুপাত সর্বদা ধ্রুবক


১৯) স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র : সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ
করে এবং বিষমজাতীয় আধান
পরস্পরকে আকর্ষণ করে


২০) কুলম্বের সূত্র : মনের
দুটি বিন্দু আধান এর
মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা
বিকর্ষণ বলের মান, বস্তু
দুটির কেন্দ্র সংযোগ রেখা বরাবর
ক্রিয়া করে। এই
আকর্ষণ বা বিকর্ষণ বলের
মান, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং ওদের কেন্দ্রদ্বয়ের
দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক



File Name: বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সূত্র

File Size: 993Kb

File Formate: Pdf

File Page: 3

Download Pdf: Click To Download

More PdfDownload Link
বিজ্ঞানসম্মত নামের তালিকা PDFClick Here
বিভিন্ন রাসায়নিক নাম ও তার সংকেত PDFClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button