ফেব্রুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
ফেব্রুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
ফেব্রুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ফেব্রুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে ফেব্রুয়ারি ২০২৩ সালের ৮৫ টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো চাকরির পরীক্ষার (WBP, SSC, WBCS, KP, UPSC, RRB, PSC) প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই তালিকার মধ্যে কোন বিমান সংস্থা ৪৭০ টি বিমান কিনতে চলেছে, কে সম্প্রতি কানারা ব্যাঙ্কের MD ও CEO নিযুক্ত হয়েছেন, সম্প্রতি লাদাখের লেফটিন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হলেন কে, ইউটিউবের নতুন Cheap Executive Officer (CEO) হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত , PUMA ইন্ডিয়া কাকে সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
ফেব্রুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
০১) Indian space research
organisation এর সহযোগিতায় কোন IIT মহাকাশচারী প্রশিক্ষণ মডিউল তৈরি করার পরিকল্পনা করেছে ?
উত্তর.
IIT Madras
০২) সম্প্রতি কোন রাজ্য সরকার এবং Patanjali Foods Ltd. পাম তেল চাষের জন্য MOU স্বাক্ষর করেছে ?
উত্তর.
নাগাল্যান্ড
০৩)
কে সম্প্রতি
“মাতৃভূমি বুক অব দ্যা ইয়ার“পুরস্কার পেয়েছেন ?
উত্তর.
ডাঃ
পিগি
মোহন
০৪) সাম্প্রতিক প্রয়াত পরিমল দে কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর.
ফুটবল
০৫) National school of drama “ভারতরঙ্গ“মহোৎসব ২০২৩ এর কততম সংস্করণে আয়োজন করেছে ?
উত্তর.
২২
তম
০৬) কে সম্প্রতি কানারা ব্যাঙ্কের MD ও CEO নিযুক্ত হয়েছেন ?
উত্তর.
L. V. Prabhakar
০৭) সম্প্রতি NMDC
er Brand Ambassador হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
উত্তর.
নিখাত
জারি
০৮) সম্প্রতি লাদাখের লেফটিন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হলেন কে ?
উত্তর.
B D মিশ্র
০৯) International boxing association
এর সর্বশেষ বিশ্ব রাঙ্কিং এ ভারতের Rank কত ?
উত্তর.
তৃতীয়
১০) সম্প্রতি কোন দুজন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন ?
উত্তর.
Justice Rajesh bindal & justice Arvind Kumar
১১) কোন দেশ তার প্রথম মহিলা মহাকাশচারী রায়ানা বার্নাভি কে মহাকাশে পাঠাচ্ছে ?
উত্তর.
সৌদি
আরব
১২) সম্প্রতি
“Bird”নামে একটি নতুন পরীক্ষামূলক AI chat bot চালু করেছে ?
উত্তর.
Google
১৩) কোন ফাইনান্স রাউল রেবেলোকে managing director and cheap
executive officer হিসেবে নিযুক্ত করেছে ?
উত্তর.
Mahindra Finance
১৪) PUMA ইন্ডিয়া কাকে সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ?
উত্তর.
হারমানপ্রীত কৌর
১৫) কে সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন ?
উত্তর.
মুরলী
বিজয়
১৬) কোন বিশ্ববিদ্যালয় ইউনেস্কো কর্তৃক বিশ্বের প্রথম Living Heritage University তে ঘোষিত হতে চলেছে ?
উত্তর.
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
১৭) ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে, যুব-20 engagement group এর প্রথম বৈঠকটি আয়োজিত হচ্ছে কোথায় ?
উত্তর.
আসাম
১৮) সম্প্রতি মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল নিযুক্ত হলেন কে ?
উত্তর.
রমেশ
বৈস
১৯) সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটের ICC mens player of the month of
January নির্বাচিত হয়েছেন ?
উত্তর.
শুভমান
গিল
২০) ২০২৩ সাল কলকাতা আন্তর্জাতিক বইমেলার কততম সংস্করণ ?
উত্তর.
৪৬
তম
২১) ভারতের কোন IIT-এর স্টুডেন্টস দুবাইতে World Govnment Summit এ স্বর্ণপদক জিতেছে ?
উত্তর.
IIT Indor
২২) 2023 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন রাজ্যের ট্যাবলো সেরা ট্যাব্লো পুরস্কার জিতেছে ?
উত্তর.
উত্তারাখন্ড
২৩) প্রথম G20 Energy Transition
Working Group মিটিং কোথায় শুরু হবে ?
উত্তর.
ব্যাঙ্গালোর
২৪) সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ক্রিকেটার ইয়ন মর্গ্যান। তিনি কোন দেশে প্লেয়ার ছিলেন ?
উত্তর. ইংল্যান্ড
২৫) পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমসে
161 টি পদক দিতে পদক তালিকায় শীর্ষে ?
উত্তর. মহারাষ্ট্র
২৬) Women Premier league (WPL) ২০২৩ এর উদ্বোধনী আসন অনুষ্ঠিত হবে কোথায় ?
উত্তর. মুম্বাই
২৭) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি মহিলাদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা দেওয়ার জন্য প্রকল্প ঘোষণা করেছেন ?
উত্তর. মধ্যপ্রদেশ
২৮) G20 এর প্রথম
Sustainable Finance Working গ্রুপের বৈঠক কোথায় শুরু হয়েছে ?
উত্তর. গুয়াহাটি
২৯) কোনটি সম্প্রতি ভারতের
G20 প্রেসিডেন্সির উদযাপন করতে টি–টোয়েন্টি থিম
G20 থিম QR কোড চালু করেছে ?
উত্তর. Paytm
৩০) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য বিশ্ব ব্যাংক কত বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে ?
উত্তর. $1.78
৩১) কোন রাজ্য সরকার
Vision All School Eye Health Programme চালু করে ?
উত্তর. গোয়া
৩২) Bio Asia 2023 এর 20তম সংস্করণ কোথায় আয়োজিত হচ্ছে ?
উত্তর. তেলেঙ্গানা
৩৩) ভারতের
G20 প্রেসিডেন্সির অধীনে,
প্রথম পর্যটন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজিত হচ্ছে কোথায় ?
উত্তর. গুজরাট
৩৪) মহিলা প্রিমিয়ার লিগ খেলোয়াড় নিলামে কে সবচেয়ে বেশি দামি খেলোয়াড় হয়েছেন ?
উত্তর. স্মৃতি মন্ধানা
৩৫) প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতি
2টি বন্দে ভারত এক্সপ্রেস এর সূচনা করেছেন ?
উত্তর. মুম্বাই
৩৬) কোথায় সম্প্রতি জল জন অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ?
উত্তর. রাজস্থান
৩৭) ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক যৌথ সামরিক মহড়া চতুর্থ সংস্করণ ‘এক্স ধর্ম গার্ডিয়ান‘পরিচালিত হচ্ছে ?
উত্তর. জাপান
৩৮) কে সম্প্রতি গুজরাট মেরিটাইম
ক্লাস্টারের প্রথম প্রধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন ?
উত্তর. মাধবেন্দ্র সিং
৩৯) ২০২৩ সালে জাতীয় মহিলা কমিশন কততম প্রতিষ্ঠা উদযাপন করল ?
উত্তর. ৩১ তম
৪০) সম্প্রতি ভারতের কে
Drug Controller General হিসেবে নিযুক্ত হয়েছেন ?
উত্তর. রাজীব সিং রঘুবংশী
৪১) কে সম্প্রতি Visit India Year 2023 চালু করেছেন ?
উত্তর. জি কিষান রেড্ডি
৪২) কোন রাজ্যে সম্প্রতি
Gandhi Sagar floating festival শুরু হয়েছে ?
উত্তর. মধ্য প্রদেশ
৪৩) কোন রাজ্যে নতুন রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম ?
উত্তর. অন্ধ্রপ্রদেশ
৪৪) ভারতের প্রথম কোথায় Electrical AC Double Dekar Bus উদ্বোধন করা হয়েছে ?
উত্তর. মহারাষ্ট্র
৪৫) কোনটি সম্প্রতি association for the talent
development কর্তৃক ATD সেরা পুরস্কার
2023এ সম্মানিত হয়েছেন ?
উত্তর. NTPC Limited
৪৬) ইউটিউবের নতুন Cheap Executive Officer (CEO) হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ?
উত্তর. নীল মোহন
৪৭) কোন দেশ সম্প্রতি ১ কোটি বৈদ্যুতিক বার সরবরাহের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে ?
উত্তর. বাংলাদেশ
৪৮) দ্রুততম
Batsman ২৫০০০ আন্তর্জাতিক রান করল কে ?
উত্তর. বিরাট কোহলি
৪৯) প্রথম
G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকটি কোথায় আয়োজিত হবে ?
উত্তর. বেঙ্গালুরু
৫০) মহিলাদের প্রথম অনুর্ধ
T-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো কোন দেশ ?
উত্তর. ভারত
৫১) সম্প্রতি প্রয়াত বাণী জয় রাম ছিলেন একজন সুপরিচিত –
উত্তর. সংগীতশিল্পী
৫২) টেস্ট ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারা রেকর্ড করেছেন কে ?
উত্তর. বেন স্টোকস
৫৩) কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সন্দীপ মেহেতা ?
উত্তর. গুয়াহাটি
৫৪) কোন মেট্রো সম্প্রতি ঘোষণা করেছে যাত্রীদের জন্য ভারতের প্রথম ভার্চুয়াল শপিং শপিং অ্যাপ চালু করার ?
উত্তর. দিল্লি
৫৫) কে প্রথম “Digital Payment” উৎসব চালু করেছেন ?
উত্তর. অশ্বিনী বৈষ্ণব
৫৬) সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কয়টি চিতা মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে পৌঁছেছে ?
উত্তর. 12টি
৫৭) সম্প্রতি মোট কতজন বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতি পেয়েছেন?
উত্তর. ৫ জন
৫৮) প্রতিবছর কোন তারিখে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় ?
উত্তর. 4 ফেব্রুয়ারি
৫৯) প্রতিবছর কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় ?
উত্তর. 21 ফেব্রুয়ারি
৬০) কোন বিমান সংস্থা ৪৭০ টি বিমান কিনতে চলেছে ?
উত্তর. Air India
৬১) প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতি এশিয়ার বৃহত্তম অ্যারো শো
“Aero India 2023” এর 14 তম সংস্করণের উদ্বোধন করলেন ?
উত্তর. কর্ণাটক
৬২) সাম্প্রতিক কততম ব্রিটিশ একাডেমি ফিল্ম আওয়ার্ড প্রদান করা হয়েছে ?
উত্তর. ৭৬ তম
৬৩) সম্প্রতি ভারতবর্ষে প্রথম লিথিয়াম খনির খোঁজ মিলল কোথায় ?
উত্তর. Jammu Kashmir
৬৪) উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে গোরখপুর শহরে তৈরি হচ্ছে ?
উত্তর. হরিয়ানা
৬৫) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় আন্তর্জাতিক প্রকৌশল ও প্রযুক্তি মেলা ২০২৩ উদ্বোধন করেছেন ?
উত্তর. নিউ দিল্লি
৬৬) প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতি এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির সুবিধা কেন্দ্রের উদ্বোধন করলেন ?
উত্তর. কর্ণাটক
৬৭) কোনটি সম্প্রতি “Rupay” ক্রেডিট কার্ড দ্বারা UPI পেমেন্ট চালু করে, প্রথম অ্যাপ হয়ে ওঠে ?
উত্তর. MobiKwik
৬৮) জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে,
যিনি সম্প্রতি ৩৩ তম পুলিশ পাবলিক মেলার উদ্বোধন করেছেন ?
উত্তর. মনোজ সিনহা
৬৯) কোন রাজ্যে সম্প্রতি ৪৯ তম
“খাজুরাহো নৃত্য উৎসব 2023″ শুরু হয়েছে ?
উত্তর. মধ্যপ্রদেশ
৭০) কোন
IIT general insurance corporation এর সাথে প্রস্রাব ভিত্তিক যক্ষা নির্ণয়ের প্রযুক্তি তৈরি করতে পার্টনার করলো ?
উত্তর. IIT Madras
৭১) কাকে সম্প্রতি “মহারাষ্ট্র ভুষণ”
সম্মান 2022 এ ভূষিত করা হচ্ছে ?
উত্তর. আপাসাহেব ধর্মাধিকারী
৭২) ICAR সম্প্রতি কিসের জাত উদ্ভাবন করে,যা ক্রমবর্ধমান তাপের মাত্রা কাটিয়ে উঠতে পারে ?
উত্তর. গম
৭৩) রঞ্জি ট্রফি 2022-23 এর টাইটেল জিতেছে কোন দল ?
উত্তর. সৌরাষ্ট্র
৭৪) Royal challengers Bengalore কাকে তার মহিলা লীগের
Mentor হিসেবে নিযুক্ত করেছে ?
উত্তর. সানিয়া মির্জা
৭৫) ইউনিসেফ ইন্ডিয়ার শিশু অধিকারের
ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে
নিযুক্ত হয়েছেন কে ?
উত্তর. আয়ুষ্মান খুরানা
৭৬) Tata Motors 25000 বৈদুতিক যানবাহন সরবরাহ করার জন্য কোনটির সাথে MoU স্বাক্ষর করেছি সাক্ষর করেছে ?
উত্তর. Uber
৭৭) সহজ ও দ্রুত আন্ত সীমান্ত লেনদেন সক্ষম করে ভারত ও কোন দেশ যৌথ ডিজিটাল পেমেন্ট মেকানিজম চালু করেছে ?
উত্তর. সিঙ্গাপুর
৭৮) 2023 সালের RBI এর financial literacy week পালিত হচ্ছে–
উত্তর. ১৩ই-১৭ই ফেব্রুয়ারি
৭৯) কে সম্প্রতি লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিয়েছেন ?
উত্তর. বি ডি মিশ্র
৮০) কে সম্প্রতি নীতি আয়োগ এর
CEO হিসেবে নিযুক্ত হয়েছেন ?
উত্তর. BVR Subramaniam
৮১) Women’s Premiur League এর টাইটেল
Sponsor হলো কোন কোম্পানি ?
উত্তর. Tata
৮২) Dr mansukh mandaviya কোন রাজ্যে সম্প্রতি IFFCO Nano India liquid plant এ
উদ্বোধন করলেন ?
উত্তর. উত্তর প্রদেশ
৮৩) প্রতিবছর কোন তারিখে বিশ্ব বেতার দিবস বা
World radio day পালন করা হয় ?
উত্তর. ১৩ ফেব্রুয়ারি
৮৪) 2023 সালের দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ সেরা সিনেমাটি হল–
উত্তর. The Kashmir Files
৮৫) GST কাউন্সিলের 49তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি কোথায় ?
উত্তর. নিউ দিল্লি
More Pdf | Download Link |
---|---|
জানুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | Click Here |