পশ্চিমবঙ্গের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF DOWNLOAD
পশ্চিমবঙ্গের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
![]() |
পশ্চিমবঙ্গের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF DOWNLOAD |
📄WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF DOWNLOAD, যেখানে পশ্চিমবঙ্গের ভূগোলের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে যেগুলি আপনাদের যে কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in
নিম্নে উল্লেখিত নমুনা
১.
বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ বক্সা ডুয়ার্সে
২.
করোনেশন ব্রিজ অবস্থিত ?
উত্তরঃ তিস্তা নদীর ওপর
৩.
কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে ?
উত্তরঃ তারাপুর
৪.
দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত ?
উত্তরঃ ডেকানট্রাপ
৫.
পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় ?
উত্তরঃ শিলিগুড়িকে
৬.
দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার কাকে বলে ?
উত্তরঃ ক্যানিং
৭.
বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা সেটি কি নামে পরিচিত ?
উত্তরঃ পুরুলিয়া
৮.
কোন তারিখে বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে ?
উত্তরঃ 21 শে জুন
৯.
সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় ?
উত্তরঃ দক্ষিণ 24 পরগনা
১০.
‘Chicken’s Neck’ কোন জায়গাকে বলা
হয় ?
উত্তরঃ উত্তর দিনাজপুরের চোপড়াকে
১১.
‘City of Joy’ কাকে বলা হয় ?
উত্তরঃ কলকাতাকে
১২.
বাংলার উত্তরের সমভূমি অংশ কি নামে পরিচিতি ?
উত্তরঃ বরেন্দ্রভূমি
১৩.
বাংলা ও নেপাল সীমান্তে কোন পাহাড় রয়েছে ?
উত্তরঃ সিঙ্গলিলা
১৪.
বাংলার সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কী ?
উত্তরঃ সান্দাকফু
১৫. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ গোর্গাবুরু
১৬.
বাংলায় কোথায় বালিয়াড়ি দেখা যায় ?
উত্তরঃ উপকূলীয়
সমভূমিতে
১৭. রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কি প্রকৃতির ?
উত্তরঃ তরঙ্গায়িত
১৮. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ ঋষিলা
১৯. বক্স গিরিখাত দিয়ে কোথায় যাওয়া যায় ?
উত্তরঃ ভুটানে
২০. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায় ?
উত্তরঃ বীরভূমে
২১. পেডং কথার অর্থ ?
উত্তরঃ অর্কিডের
শহর
২২. তরাই শব্দের অর্থ কী ?
উত্তরঃ স্যাঁতসেঁতে
ভূমি
২৩. শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ বাঁকুড়া
জেলায়
২৪. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail
Station কোনটি ?
উত্তরঃ ঘুম
২৫. রাঙামাটির দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ রাঢ় অঞ্চলকে
২৬. মথুরাখালি পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তরঃ বীরভূমে
২৭. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোন স্থানে ?
উত্তরঃ ধুলিয়ানে
২৮. গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে ?
উত্তরঃ 520 কিমি
২৯. বাংলার প্রধান নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা
৩০. কোন নদকে বলা হয়, বাংলার দুঃখ ?
উত্তরঃ দামোদর
৩১. বহরমপুর কি জন্য বিখ্যাত ?
উত্তরঃ রেশম শিল্পের জন্য
File Name: পশ্চিমবঙ্গের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
File Size: 535Kb
File Formate: Pdf
File Page: 5
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
200+ বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর PDF | Click Here |
ভারতের প্রধান কৃষিজ ফসল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF | Click Here |