EXAM GKGENERALKNOWLELEDGESCIENCE

জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | Exam Gk Part : 3

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | Exam Gk Part : 3
জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | Exam Gk Part : 3

📄 WBPDF

📜 নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | Exam Gk Part : 3, যেখানে মানুষের মস্তিষ্ক, ফুসফুস, শিরা ও উপশিরা, রক্ত, রেচন প্রক্রিয়া, উদ্ভিদের সালোকসংশ্লেষ, সমস্ত কিছু সম্পর্কিত প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


নিম্নে উল্লেখিত নমুনা


১) মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন
নিয়ন্ত্রন করে ?

উত্তর. মেডেলা

২) অ্যাড্রিনালিন গ্রন্থির অপর নাম কি
?

উত্তর. সুপ্রারেনাল
গ্রন্থি

৩) বাস্তুতন্ত্রের আদর্শ উদাহরণ কোনটি
?

উত্তর. তৃণভূমি

৪) ধুনো আসলে কি
?

উত্তর. রজন

৫) বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি
কিরূপ ?

উত্তর. একমুখী

৬) একজন পূর্ণবয়স্ক মানবদেহের
মোট হাড়ের সংখ্যা কত
?

উত্তর. ২০৮

৭) নেফ্রাইটিস রোগে মানব দেহের
কোন অঙ্গ আক্রান্ত হয়
?

উত্তর.
বৃক্ক

৮) কোন রঙের আলোয়
সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার সর্বাধিক হয়
?

উত্তর. লাল

৯) সালোকসংশ্লেষের অন্ধকার দশা কোথায় ঘটে
?

উত্তর.
ক্লোরোপ্লাস্ট এর স্ট্রমা

১০) ফটোলাইসিস প্রক্রিয়া টি প্রথম কে
পর্যবেক্ষণ করেন ?

উত্তর. রবিন
হিল

১১) মানবদেহের ফুসফুস এর বই
আবরণীর নাম কি ?

উত্তর.
প্লুরা

১২) মানবদেহের সবথেকে শক্ত অংশের
নাম কি ?

উত্তর. দাঁতের
এনামেল

১৩) মানব দেহের বৃহত্তম
অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি ?

উত্তর. থাইরয়েড
গ্রন্থি

১৪) ট্রিপসিন কিসের দ্বারা সক্রিয়
হয় ?

উত্তর.
এন্টারোকাইনেজ

১৫) জলে দ্রাব্য ভিটামিনের
নাম কি ?

উত্তর. ভিটামিন
K

১৬) জরায়ুজ অঙ্কুরোদগম কোন জাতীয় উদ্ভিদে
দেখা যায় ?

উত্তর. লবণাম্বু
উদ্ভিদ

১৭) মস্তিষ্কের আবরণীর নাম কি
?

উত্তর. মেনিনজেস

১৮) একজন মানুষের মৃত্যুর
পর কত ঘন্টার মধ্যে
চক্ষুদান করা উচিত ?

উত্তর. ৪-৬ ঘন্টা

১৯) কোন শিরার মাধ্যমে
অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়
?

উত্তর.
পালমোনারী

২০) হৃদপেশী কখনো ক্লান্ত হয়
না কোন ধর্মের জন্য
?

উত্তর.
উত্তেজিতা

২১) মস্তিষ্কের কোন অংশ দেহের
নিয়ন্ত্রণ করে ?

উত্তর. হাইপোথ্যালামাস

২২) রক্তে RBC ও WBC এর অনুপাত
কত ?

উত্তর. 1 : 700

২৩) পিত্তরসের একটি রেচন পদার্থের
নাম উল্লেখ করো ?

উত্তর. সোডিয়াম
গ্লাইকোকোলেট

২৪) মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম
কি ?

উত্তর. স্টেপিস

২৫) এইডস রোগের ভাইরাস
HIV কোন ধরনের নিউক্লিক অ্যাসিড
ধারণ করে ?

উত্তর. RNA

২৬)
RNA এর পুরো নাম কি
?

উত্তর. রাইবোনিউক্লিক
অ্যাসিড

২৭)
DNA এর পুরো নাম কি
?

উত্তর.
ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড

২৮) কোলেস্টেরল থেকে কি তৈরি
হয় ?

উত্তর. স্টেরয়েড

২৯) মূত্রের অস্বাভাবিক উপাদান এর নাম
কি ?

উত্তর. গ্লুকোজ

৩০) শরীরের ভিতরে কোথায়
ইউরিয়া উৎপন্ন হয় ?

উত্তর. যকৃত

৩১) ব্যাঙের মুখ্য রেচন পদার্থের
নাম কি ?

উত্তর. ইউরিয়া

৩২) মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থির নাম কি ?

উত্তর. অগ্নাশয়

৩৩) প্রজনন ক্ষমতা হ্রাস
ঘটে কোন ভিটামিনের অভাবে
?

উত্তর. ভিটামিন
E

৩৪) প্রতি মিনিটে মানুষের
শ্বাসের হার কত ?

উত্তর. ১৪-১৮ বার

৩৫) টরুলা দশা কার
মধ্যে দেখা যায় ?

উত্তর.
মিউকর



File Name: জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | Exam Gk Part : 3

File Size: 1.20Mb

File Formate: Pdf

File Page: 4

Download Pdf: Click To Download

More PdfDownload Link
ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Exam Gk Part : 1Click Here
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Exam Gk Part : 2Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button