কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৩
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৩
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৩ |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে July 2023 Current Affairs in Bengali : কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৩ , যেখানে 2023 সালের জুলাই মাসের ১০০ টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো চাকরির পরীক্ষার (WBP, SSC, WBCS, KP, UPSC, RRB, PSC) প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই তালিকার মধ্যে ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান কে , Hinduja Group এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে, Tata Steel এর MD এবং CEO পদে পুনরায় কে নিযুক্ত হলেন , রাজ্যসভায় প্রথম মহিলা হিসেবে সভাপতিত্ব করলেন কে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলংকার কোন ক্রিকেটার ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৩
01.লাদাখের প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হলো কোথায় ?
উত্তর : কার্গিল
02. TATA Steel কোম্পানির কোন MD ও CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন ?
উত্তর : T. V. Narendra
03. রাজ্যসভায় প্রথম মহিলা হিসেবে সভাপতিত্ব করলেন কে ?
উত্তর : নাগাল্যান্ডের এস. ফাঙনন কোনিয়াক
04. রাজ্যসভায় প্রথম মহিলা হিসেবে সভাপতিত্ব করলেন কে ?
উত্তর : নাগাল্যান্ডের এস. ফাঙনন কোনিয়াক
05. সাম্প্রতিক কোন UPI App ইনকাম ট্যাক্স দেওয়ার নতুন ফিচার আনল ?
উত্তর : PhonePe
06. সম্প্রতি Bharat Dynamics Limited এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : এ. মাধব রাও
07. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীদের অবদানকে সম্প্রতি কোন দেশ সম্মান প্রদর্শন করলো ?
উত্তর : ইতালি
08. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলংকার কোন ক্রিকেটার ?
উত্তর : Lahiru Thirimanne.
09. ভারতের দ্বিতীয় Most Valuable
Company তকমা পেলো ?
উত্তর : HDFC Bank
10. ভারতে FIFA Women’s World Cup 2023 TV ব্রডব্যান্ড রাইট পেলো কোন চ্যানেল ?
উত্তর : DD Sports.
11. ভারতের প্রথম কোথায় ‘Construction Innovation Hub’ তৈরি করা হলো ?
উত্তর : কেরালার কোচিতে
12. প্রতিবছর জাতীয় আয়কর দিবস হিসেবে কোন দিন পালন করা হয় ?
উত্তর : 24 জুলাই
13. .কোন দেশ সম্প্রতি ভারতের সাথে UPI পেমেন্ট লঞ্চ করার ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করলো ?
উত্তর : শ্রীলংকা
14. সম্প্রতি কোন দেশ BRICS BANK এ যুক্ত হবার জন্য আবেদন করলো ?
উত্তর : আলজেরিয়া
15. ICC World Cup 2023 এর Brand Ambassador হিসেবে কে নিযুক্ত হলেন ?
উত্তর : শাহরুখ খান
16. সম্প্রতি ইংল্যান্ডের ক্রিকেটার ‘Stuart Broad’ নতুন কি রেকর্ড গড়লো ?
উত্তর : দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 600টি উইকেট নিলো
17. সম্প্রতি কোথায় নতুন একটি জি এস টি ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ?
উত্তর : ত্রিপুরা
18. কোথায় আগামী ডিসেম্বর মাস পর্যন্ত গরীব ও দুস্থ পরিবারগুলিকে বিনামূলে চিনি প্রদান করা হবে ?
উত্তর : দিল্লী
19. .নয়া দিল্লিতে ‘Festival of
Libraries 2023’ এর উদ্বোধন করবেন কে ?
উত্তর : রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু
20. ‘Gramin Awas Nyay
Yojana’ সম্প্রতি কোথায় লঞ্চ করা হলো ?
উত্তর : ছত্রিশগড়ে
21. LIC এর নতুন Managing Director পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : শত পাল ভানু
22. ভারতীয় কোন ক্রিকেটার সম্প্রতি তার 500তম
আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন করল ?
উত্তর : বিরাট কোহলি
23. বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অফিস এর নাম কি ?
উত্তর : ভারতের ‘Surat Diamond Bourse’
24. সম্প্রতি ভারতীয় কোন রাজ্য ‘Satellite Network
Portal Site’ পাচ্ছে ?
উত্তর : গুজরাট
25. UPI Mobile অ্যাপ ‘Phonepe’ সম্প্রতি তাদের কোন প্ল্যাটফর্ম টি লঞ্চ করলো ?
উত্তর : Monthly Subscription এর ভিত্তিতে ভারতের প্রথম Health Insurance Platform
26. অংশুমান ঝিংরান সাম্প্রতিক কোন রেকর্ড গড়লেন ?
উত্তর : বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে উত্তর চ্যানেল অতিক্রম করলেন
27. আমেরিকা সরীসৃপ অভয়ারণ্যের জন্য ভারত থেকে কোন কোন পশুকে আমদানি করবে ?
উত্তর : ঘড়িয়াল এবং কুমির
28. 69th Filmfare Awards
2024 হোস্ট করবে কোন রাজ্য ?
উত্তর : গুজরাট
29. Indian Coast Guard এর Director Genarel পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
উত্তর : রাকেশ পাল
30. International Eni
Award 2023 জিতলেন কে ?
উত্তর : Madras IIT এর রসায়ন বিভাগের অধ্যাপক থালাপ্পিল প্রদীপ
31. রিলায়েন্স কোম্পানি বলিউডের কোন অভিনেত্রীর নিজস্ব ব্র্যান্ডকে কিনে নিতে চলেছে খুব শীঘ্রই ?
উত্তর : আলিয়া ভাট এর নিজস্ব ব্র্যান্ড ‘Ed-a-Mamma.
32. সম্প্রতি RPF এর
Managing Director পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : মনোজ যাদব
33. ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার ‘স্বত্বিকসাইরাজ রনকিরেড্ডি‘ কিসে তার নতুন বিশ্ব রেকর্ড করলো ?
উত্তর : দ্রুততম গতিতে ব্যাডমিন্টন শর্ট দেওয়ার জন্য
34. সম্প্রতি নিভ্রুতি রাই Invest India –এর কোন পদে নিযুক্ত হলেন ?
উত্তর : Managing Director এবং CEO
35. সম্প্রতি ভারত জাতিসংঘের কাছে হিন্দি ভাষা প্রমোশনের জন্য কত টাকা দান করল ?
উত্তর : মিলিয়ন ডলার
36. সম্প্রতি কি নামে মিসাইল পরীক্ষা করলো উত্তর কোরিয়া ?
উত্তর : “Hwasong-18”
37. Asian Games এ ভারতীয় ক্রিকেট টিমের Head Coach হিসেবে কে নিযুক্ত হলেন সম্প্রতি ?
উত্তর : V.V.S. Laxman
38. Henley Passport
Index 2023 এ ভারতের স্থান কততম ?
উত্তর : 80তম স্থানে রয়েছে ভারত
39. “SBI Capital
Markets Limited(SBICAPS) এর চিফ পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর : রজয় কুমার সিনহা
40. কত তারিখ পালন করা হয় আন্তর্জাতিক দাবা দিবস ?
উত্তর : 20 জুলাই
41. NITI Aayog এর Export Preparedness Index 2022 এ শীর্ষস্থানে কোন রাজ্য রয়েছে ?
উত্তর : তামিলনাড়ু
42. সম্প্রতি কোথায় PM Mitra Park লঞ্চ করলো ?
উত্তর : মহারাষ্ট্র
43. লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করতে কোন অপারেশন লঞ্চ করা হলো জম্মু–কাশ্মীর ?
উত্তর : “অপারেশন ত্রিনেত্র-2″
44. 2023 Asian Athletes
Championship 2023 এ ভারতের ঝুলিতে মোট কয়টি মেডেল রয়েছে ?
উত্তর : 37 টি
45. চীনের সাথে Northern
Interaction 2023 নামে মিলিটারি ড্রিল কোথায় অনুষ্ঠিত হচ্ছে ?
উত্তর : রাশিয়া
46. ET HR World Future
Skills Awards 2023 জিতল কোন ভারতীয় সংস্থা ?
উত্তর : ভারতের NTPC.
47. Global Summit of
Food Safety Regulators হোস্ট করবে কোন দেশ ?
উত্তর : ভারত
48. 19th Asian Games এ ভারতীয় পুরুষ টিমের নেতৃত্ব দেবেন কে ?
উত্তর : ঋতুরাজ গাইকওয়ার
49. প্রথম কোন দেশ সবার আগে পাতলা প্লাস্টিক ব্যান করল ?
উত্তর : নিউজিল্যান্ড
50. কত তারিখ পালন করা হয় জাতীয় ডাক্তার দিবস ?
উত্তর : 1st July.
51. Global India Icon of the Year Award জিতলেন কে
?
উত্তর : মেরি কম
52. ভারতের প্রথম কোথায় লঞ্চ করা হলো Police Drone Unit ?
উত্তর : চেন্নাই
53. “Dubai Women’s
Kabaddi Final’ জিতল কোন দল ?
উত্তর : কলকাতা টিম
54. “Tirang
Shakti” নামে, মেগা বায়ু সেনা ড্রিল হোস্ট করার পরিকল্পনা করল কোন দেশ ?
উত্তর : ভারত
55. Central Bureau Of
Investigation (CBI) এর কোন পদে নিযুক্ত হলেন সম্প্রতি অজয় ভাটনগর ?
উত্তর : Special Director
56. আমাদের দেশের কোন রেলওয়ে স্টেশনে নাম রাখা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ?
উত্তর : মহারাষ্ট্রের ইটবারি রেলওয়ে স্টেশন
57. ভারতের বৃহত্তম প্রাকৃতিক আর্চ আবিষ্কৃত হলো কোথায় ?
উত্তর : ওড়িশায়
58. AUDI কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন কে সম্প্রতি ?
উত্তর : Gernot Dollner
59. ভারতীয় ক্রিকেট টিমের প্রধান জার্সি স্পন্সার কোম্পানি হল কোন কোম্পানি?
উত্তর : Dream 11.
60. 2023 সালে ভারতের কোন রাজ্য ইলেকট্রনিক জিনিসপত্রের রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে ?
উত্তর : তামিলনাড়ু
61. FIFA World Ranking এ ভারতের ফুটবল টিমের স্থান কত তম ?
উত্তর : 100তম
62. Global Peace Index
2023 এ ভারতের স্থান কততম ?
উত্তর : 126তম
63. ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি 700 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ চুল্লি তৈরি করা হলো কোথায় ?
উত্তর : গুজরাট
64. নিউ দিল্লি তে 17th Indian Cooperative Congress এর উদ্বোধন করলেন কে ?
উত্তর : প্রধানমন্ত্রী
শ্রী নরেন্দ্র মোদি জি
65. 100 বছর বয়সে মারা গেলেন কোন নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানী ?
উত্তর : নোবেল পুরস্কার জয়ী লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কারক জন গুডএনাক
66. 2022 সালের Final Database এ কতগুলি প্রাণী যুক্ত করেছে ভারত ?
উত্তর : 664টি
67. World Trade
Organisation (WTO) এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন কে ?
উত্তর : বজেন্দ্র নভনীত
68. “National
Meritime Heritage Complex” কোথায় তৈরি করা হচ্ছে ?
উত্তর : “গুজরাটের লোথালে
69. উত্তরপ্রদেশের কি GI Tag পেলো ?
উত্তর : আমরোহা ঢোলক
70. ভারতীয় ক্রিকেট টিমের cheaf Selector পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : অজিত আগরকার
71. প্রথমবার বিশ্বকাপ 2023 এ Qualify করতে ব্যর্থ হল কোন দেশ ?
উত্তর : ওয়েস্ট ইন্ডিজ
72. কুয়েতকে পরাজিত করে SAFF championship 2023 জিতল কোন দেশ ?
উত্তর : ভারত
73. UAE India Economic
Summit অনুষ্ঠিত হলো কোথায় ?
উত্তর : আবুধাবি
74. Coal India Limited এর Chairman and Managing Director পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
উত্তর : পি এম
প্রসাদ
75. Asian Mixed Doubles
Sqush Tournament জিতলেন কোন দেশের খেলোয়ার দীপিকা পাল্লিকল এবং হরিন্দার পাল সিং ?
উত্তর : ভারত
76. গুজরাটের কোন নদীতে Akshar River Cruise লঞ্চ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ?
উত্তর : সবরমতী
77. বিনিয়োগ মন্ত্রক তৈরীর ঘোষণা করল কোন দেশ ?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত (UAE)
78. ভারতীয় মহিলা ক্রিকেট টিমের স্থান পাওয়া আসামের প্রথম খেলোয়াড় কে হলেন ?
উত্তর : ঘুমা ছেত্রী
79. অন্ধকারময় বিশ্বকে অন্বেষণ করতে ইউরোপিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের
“Euclik” টেলিস্কোপ লঞ্চ করলো কে ?
উত্তর : SpaceX
80..Hungarian Grand Prix
2023 জিতলেন কোন Racing Car ড্রাইভার ?
উত্তর : Max Verstappen.
81. সম্প্রতি Minimum Guaranteed Income Bill পাস করলো কোন রাজ্যের বিধানসভা ?
উত্তর : রাজস্থান বিধানসভা
82. ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী হলেন কে, যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দীর্ঘমেয়াদি সময়কালকেউ ছড়িয়ে গেলো ?
উত্তর : ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক
83. .সম্প্রতি ভারত ভিয়েতনাম কে কোন যুদ্ধ জাহাজ টি হস্তান্তর করলো ?
উত্তর : ‘INS Kirpan’
84. সম্প্রতি ‘Sashakt Mahila Rin Yojana’ কোথায় লঞ্চ করা হলো ?
উত্তর : হিমাচলপ্রদেশ
85.’UM PM’s Points of
Light Award 2023′ জিতল কে ?
উত্তর : একজন ভারত কন্যা মোক্ষা রায়
86. ‘Super GM Chess
Tournament 2023’ জিতল কে ?
উত্তর : ভারতীয় Chess
Player R. Pragyananda.
87. Henley Passport
Index 2023 এ ভারতের স্থান কততম ?
উত্তর : 80তম স্থানে রয়েছে ভারত
88. Michelin India এর নতুন Managing Director পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : Santunu DeshPande.
89. সম্প্রতি ভারতের কোন মহিলা ক্রিকেটার ICC Code of Conduct লঙ্ঘনের জন্য সাসপেন্ড হলেন ?
উত্তর : ভারতীয় মহিলা ক্রিকেটার হারমানপ্রীত কৌর
90. অন্ধ্রপ্রদেশে Sai Hira Global Convention Centre উদ্বোধন করলেন কে ?
উত্তর : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি
91. National
Cybersecurity Coordinator পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর : M. U. নায়ার
92. 132তম Durand Cup আয়োজিত হচ্ছে কোথায় ?
উত্তর : কলকাতা
93. United Nation Food
and Agriculture Organisation(FAO) প্রধান পরিচালক পদে পুনরায় নির্বাচিত হলেন কোন দেশের Qu-Dongyu ?
উত্তর : India.
94. 2023 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের বৈদেশিক ঋণ বেড়ে গিয়ে কত ডলার হয়েছে ?
উত্তর : 628.7 Billion Dollar.
95. PEN Pinter Prize
2023 পেলেন কোন লেখক ?
উত্তর : মাইকেল রোসেন
96. ব্রিটেন থেকে Points of Lights
Award 2023 এ সম্মানিত হলেন কোন ভারতীয় ?
উত্তর : রাজিন্দর সিং ধাত
97. Deloitte কোম্পানির কোন পদে নিযুক্ত হলেন মনোজ কোহলি ?
উত্তর : Senior Advisor.
98. ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি 700 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ চুল্লি তৈরি করা হলো কোথায় ?
উত্তর : গুজরাট
99. ভারতের Solicitor General হিসেবে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন কে ?
উত্তর : তুষার মেহতা
100. ভারতের প্রথম কোথায় লঞ্চ করা হলো Police Drone Unit ?
উত্তর : চেন্নাই
More Pdf | Download Link |
June 2023 Current Affairs in Bengali | Click Here |