কলকাতা পুলিশ ২০২২ স্ট্যাটিক জিকে পর্ব – ০১
![]() |
কলকাতা পুলিশ ২০২২ স্ট্যাটিক জিকে পর্ব – ০১ |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে কলকাতা পুলিশ ২০২২ স্ট্যাটিক জিকে পর্ব – ০১, যেখানে কলকাতা পুলিশ ২০২২ স্ট্যাটিক জিকে থেকে কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,
এই তালিকার মধ্যে ভারতের কোন রাজ্যে জনঘনত্বের হার সব থেকে বেশি, নিরক্ষরেখার মান কত , হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল , পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
কলকাতা পুলিশ ২০২২ স্ট্যাটিক জিকে পর্ব – ০১
০১) নিরক্ষরেখার মান কত ?
উত্তর.
শূন্য ডিগ্রী
০২) ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি ?
উত্তর.
সম্বর
০৩) সপ্তদশ এশিয়ান গেমসে ভারতের হয়ে কে প্রথম স্বর্ণপদক জিতলেন ?
উত্তর.
শুটার জিতু রায়
০৪) প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত?
উত্তর.
৩৬০ ডিগ্রী
০৫) হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর.
৩২৬ খ্রিস্টপূর্বাব্দ (পুরু ও আলেকজান্ডার)
০৬) গ্রেট ক্রিকেটার বইটি কার জীবনী গ্রন্থ ?
উত্তর.
ডাবলু জি গ্রেগের
০৭) ভারতের বৃহত্তম বাঁধের নাম কি ?
উত্তর. হিরাকুদ
বাঁধ
০৮) ভারতের বর্তমানে মোট রামসার সাইডের সংখ্যা কয়টি ?
উত্তর.
৭৫ টি
০৯) সম্প্রতি প্রয়াত শেন ওয়ার্ন কোন দেশের খেলোয়াড় ছিলেন ?
উত্তর.
অস্ট্রেলিয়া
১০) IFFCO এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে ?
উত্তর.
দিলীপ সিনহানি
১১) হর্ষচরিত কে রচনা করেন ?
উত্তর.
বানভট্ট
১২) পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্ত কোন রাজ্য ও দেশ অবস্থিত ?
উত্তর.
আসাম ও বাংলাদেশ
১৩) সৌরভ গাঙ্গুলী কোন মাঠে প্রথম বিশ্বকাপ ক্রিকেট জেতে ?
উত্তর.
লর্ডস
১৪) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর.
১৫৫৬ খ্রিস্টাব্দে, বৈরাম খাঁ ও হিমুর মধ্যে
১৫) এলাহাবাদ প্রসস্তি কার রচনা ?
উত্তর.
হরিষেন
১৬) সম্প্রতি প্রয়াত নির্মলা মিশ্র কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর.
সংগীত
১৭) পি এন ঠাকুর কার ছদ্মনাম
?
উত্তর.
রাসবিহারী বসু
১৮) পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ?
উত্তর.
মারাঠা ও আহমেদ শাহ আলি
১৯) কমনওয়েলথ গেমস ২০২২ এ ৪৯ কেজি ভারোত্তলন ইভেন্টে সোনা জিতেছেন কে ?
উত্তর.
মীরাবাঈ চানু
২০) কার আমলে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলিত হয় ?
উত্তর.
কুষান সম্রাট দ্বিতীয় কোদফিসিস
২১) ভারতের দুটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম কি ?
উত্তর.
চন্ডিগড়
২২) সুশীলা দেবী লিকবামাম কমনওয়েলথ গেমস ২০২২ এ কোন পদক জয়ী হলেন ?
উত্তর.
রুপো
২৩) ভারতকে ইন্ডিয়া নামকরণ করেছিল কোন দেশ ?
উত্তর.
গ্রীস
২৪) ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ?
উত্তর.
৯ টি ( চীন,বাংলাদেশ,
নেপাল, ভুটান, মায়ানমার শ্রীলঙ্কা,
মালদ্বীপ,পাকিস্তান ও আফগানিস্তান )
২৫) পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি ?
উত্তর.
হাওয়াই দ্বীপের মৌনালোয়া
২৬) বাংলায় তুর্কি রাজত্বের বা মুসলমান সম্রাজ্যের সূচনা কে করেন ?
উত্তর.
বখতিয়ার খলজী
২৭) ২০২২ কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন বিভাগে অচিন্ত্য শিউলি কোন পদক জিতলেন ?
উত্তর.
স্বর্ণপদক
২৮) ভারত কার সহযোগিতায়
RISAT -2 স্যাটেলাইট তৈরি করেছে ?
উত্তর.
ফ্রান্স
২৯) ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?
উত্তর.
আন্টার্টিকা
৩০) ভারতের কোন রাজ্যে জনঘনত্বের হার সব থেকে বেশি ?
উত্তর.
পশ্চিমবঙ্গ
৩১) জাফরান ভারতের কোথায় পাওয়া যায় ?
উত্তর.
(পামপুর ) কাশ্মীর
৩২) প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন কে ?
উত্তর.
সত্যেন্দ্র প্রকাশ
৩৩) ঝড়ের মেঘের আবহাওয়াবিদরা কি বলেন ?
উত্তর.
কিউলোম্বাস
৩৪) দিল্লির সিংহাসনে একমাত্র মহিলা শাসক কে ছিলেন ?
উত্তর.
সুলতানা রাজিয়া
৩৫) ভারতের উত্তরতম বিন্দুর নাম কি ?
উত্তর.
ইন্দিরা কল
৩৬) কার নেতৃত্বে লন্ডনে ‘ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’ গঠিত হয়
?
উত্তর.
দাদাভাই নৌরজী
৩৭) প্রতিবছর কত তারিখে বিশ্ব জৈব জ্বালানি দিবস হিসাবে পালন করা হয় ?
উত্তর.
১০ই আগস্ট
৩৮) পশ্চিমতম বিন্দুর নাম কি ?
উত্তর.
গুহারমতি
৩৯) সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
উত্তর.
লাক্ষাদ্বীপ
৪০) ভারতের জাতীয় নীতিবাক্য কি ?
উত্তর.
সত্যমেব জয়তে
More Pdf | Download Link |
---|---|
Wbp and KP Constable GK 2022 Class – 10 | Click Here |
Science Gk for WBP and RRB Part – 01 | Click Here |