MATHEMATICSWBP&KP

কলকাতা পুলিশ ২০২২ অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব – ০১

কলকাতা পুলিশ ২০২২ অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব – ০১

কলকাতা পুলিশ ২০২২ অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব - ০১
কলকাতা পুলিশ ২০২২ অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব – ০১

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে কলকাতা পুলিশ ২০২২ অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব – ০১, যেখানে কলকাতা পুলিশ ২০২২ অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব – ০১ অংকের কমনযোগ্য ২৫ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, 

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

কলকাতা পুলিশ ২০২২ অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব – ০১

০১) 36
টি বইএর ক্রয়মূল্য 30 টি বইয়ের বিক্রয়মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয় ?

(a) 20 %

(b) 16 %

(c) 18 %

(d) 8 %

 

০২) A B একটি কাজ 30 দিনে,
B
C ওই কাজ 40 দিনে এবং C একা
60
দিনে করে, তবে A কতদিনে একা কাজটি শেষ করবে ?

(a) 30 দিনে

(b) 50 দিনে

(c) 40 দিনে

(d) 70 দিনে

 

০৩) যদি 10 জন লোক 8 দিনে 20 একর জমি চাষ করতে পারে, 10 দিনে 100 একর জমি কত লোক চাষ করবে ?

(a) 30

(b) 40

(c) 50

(d) 60

 

০৪)  একটি পাইপ 12 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে আবার, অন্য পাইপ 18 মিনিটে ভরা ট্যাঙ্ক খালি করে যদি পাইপ দুটি একসঙ্গে খোলা হয়, তবে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে ?

(a) 25 মিনিটে

(b) 34 মিনিটে

(c) 36 মিনিটে

(d) 30 মিনিটে

 

০৫) P-
এর আয়
Q-
এর আয় থেকে 25 % বেশী Q- এর আয় R- এর থেকে 20 % বেশী P এর আয়
R-
এর আয় থেকে কত বেশী ?

(a) 20 %

(b) 10 %

(C) 40 %

(d) 50 %

 

০৬) এক ব্যক্তি 5000 টাকার কিছু অংশ 6 % সুদের হারে বাকি অংশ 9 % সুদের হার জমা রাখলে একবছর পর 390 টাকা সুদ পাওয়া যায় ব্যক্তিটি কী অনুপাতে টাকাটি ভাগ করেছেন ?

(a) 1 : 1

(b) 3 : 2

(c) 2 : 3

(d) 1 : 2

 

০৭) A-
এর আয় B- এর আয়ের 2/5 অংশের 40 %
B-
এর আয় যদি 4000 টাকা 5 হয় তবে A- এর আয় কত ?

(a) 640

(b) 540

(c) 740

(d) 950

 

০৮) কিছু মূলধন সুদে আসলে 10 বছরে হয় 1000 এবং 15 বছরে হয় 1250 টাকা মূলধনের পরিমাণ হল :

(a) 750

(b) 400

(c) 600

(d) 500

 

০৯) রাহুল রবীনের বয়সের অনুপাত 2 : 1, 30 বছর পর এদের বয়সের অনুপাত হাবে 7 : 6, রাহুলের বর্তমান বয়স :

(a) 6

(b) 10

(c) 12

(d) 20

 

১০) রহিম একটি কাজ
10
দিনে করে, মহেশ কাজটি
20
দিনে করে আবার মিঠু কাজটি 30 দিনে করে একত্রে তারা কতদিনে কাজটি শেষ করবে ?

(a) 6/10 দিনে

(b) 5 5/11 দিনে

(c) 40 দিনে

(d) 20 দিনে

 

১১) 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত ?

(a) 12.5

(b) 11.5

(c) 9.5

(d) 10.5

 

১২) 120
জন ছাত্রের গড় নম্বর 35 যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 15, তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল ?

(a) 100

(b) 110

(c) 150

(d) 80

 

১৩) একটি বাগিচায়
10
টি গাছ লাগানো হয়েছে প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার, তবে দুই প্রান্তের দুটি গাছের মধ্যে দূরত্ব কত ?

(a) 40 মিটার

(b) 44 মিটার

(c) 20 মিটার

(d) 36 মিটার

 

১৪) কোনও পরীক্ষায় রাম 30 % নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে মহেশ 40 % নম্বর পাওয়ায় পাস নম্বরের থেকে 35 বেশি পায় ওই পরীক্ষায় পাস করার জন্য কত নম্বর পেতে হবে ?

(a) 40 %

(b) 38 %

(c) 33 %

(d) 43 %

 

১৫) সাত জনের গড় ওজন 3 kg বৃদ্ধি পায়, যদি 50 kg ওজনের কোন লোকের পরিবর্তে নতুন লোক আসে , তবে নতুন লোকটির ওজন কত হবে ?

(a) 70 kg

(b) 72 kg

(c) 71 kg

(d) 80 kg

 

১৬) 5 টি সংখ্যার প্রথম 4 টির গড় 26, শেষ 4 টির গড় 25 হলে, প্রথম পঞ্চম সংখ্যার অন্তর কত ?

(a) 5

(b) 4

(c) 9

(d) 10

 

১৭)
400 gm
সংকর ধাতুতে জিঙ্ক তামার অনুপাত 5 : 3 কত পরিমাণ তামা যোগ করলে নতুন মিশ্রণে জিঙ্ক তামার অনুপাত হবে 5 : 4 ?

(a) 72 gm

(b) 200 gm

(c) 50 gm

(d) 66 gm

 

১৮) A,
B, C
যথাক্রমে 10,000 টাকা 14,000 টাকা
12,000
টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে তারা বছরের শেষে 5,400 টাকা লাভ করে মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে B এর লভ্যাংশ কত টাকা ?

(a) 1500

(b) 2100

(c) 1800

(d) 1550

 

১৯) যদি P- এর 50 % = Q- এর 25 % হয় তাহলে P = Q- এর x % হলে, x = ?

(a) 0.5

(b) 2

(c) 5

(d) 50

 

২০) 80
লিটার দুধ জলের মিশ্রণে, দুধ জলের অনুপাত হল 3 : 1 যদি দুধ জলের মিশ্রণ 2 : 3 হয় কত পরিমাণ জল পরে মেশানো হয়েছে ?

(a) 70

(b) 80

(c) 100

(d) 140

 

২১) A-
এর আয়,
B-
এর আয় অপেক্ষা 20 % বেশী হলে,
B-
এর আয়
A-
এর আয় অপেক্ষা কত কম ?

(a) 20 %

(b) 10 %

(c) 16 2/3 %

(d) 40 %

 

২২) কোনো শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে
25
জন বাংলা 16 জন হিন্দি নেয় 12 জন ছাত্র কোনো ভাষাই রাখেনি কতজন ছাত্র উভয় ভাষাই রেখেছে ?

(a) 9

(b) 4

(c) 3

(d) 13

 

২৩) এক ব্যক্তি তার আয়ের 20 % দেন তার বড় পুত্রকে, বাকি অর্থের 30 % ছোট পুত্রকে, বাকি অর্থের 10 % তিনি আশ্রমে দান করেন 10080 টাকা রেখে তিনি মারা যান তার আয় ছিল ?

(a) 55000

(b) 40000

(c) 30200

(d) 20000


২৪) 2431
এর বৃহত্তম মৌলিক উৎপাদক বের করো ?

(a) 13

(b) 17

(c) 187

(d) 221

 

২৫) 2
× 8 = 4, 7 x 35 = 5
এবং 9 x 27 = 3 হলে 4 x 20 = কত ?

(a) 2

(b) 7

(c) 5

(d) 10

 

More Pdf Download Link
কলকাতা পুলিশ ২০২২ বিজ্ঞান প্র্যাকটিস সেট পর্ব – ০৩ Click Here
গুরুত্বপূর্ণ বীজগাণিতিক সূত্র PDF Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button