GENERALKNOWLELEDGEGEOGRAPHY

আইসোটোপ, আইসোবার ও আইসোটোন PDF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আইসোটোপ, আইসোবার ও আইসোটোন

আইসোটোপ, আইসোবার ও আইসোটোন PDF
আইসোটোপ, আইসোবার ও আইসোটোন

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে আইসোটোপ, আইসোবার ও আইসোটোন PDF, যেখানে আইসোটোপ, আইসোবার ও আইসোটোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, এই তালিকার মধ্যে আইসোটোপ, আইসোবার ও আইসোটোন কাকে বলে ও তাদের উদাহরণ, আইসোটোপ, আইসোবার ও আইসোটোনের ধর্ম ও ব্যবহার কি অতঃপর আইসোটোপ, আইসোবার ও আইসোটোনের মধ্যে পার্থক্য ও তাদের বৈশিষ্ট্য তাছাড়া কার্বনের আইসোটোপ কয়টি এবং আইসোবার রেখা কী সেই সমস্ত তথ্য অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে, যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


আইসোটোপ, আইসোবার ও আইসোটোন


০১)
আইসোটোপ কাকে বলে
?

উত্তর. যেসব মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়

০২) আইসোবার কাকে বলে ?

উত্তর. যে সব মৌলের পরমাণু গুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন কিন্তু ভরসংখ্যা একই সেই সব মৌলের পরমাণুগুলিকে আইসোবার বলে

০৩) আইসোটোন কাকে বলে ?

উত্তর. যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাদের আইসোটোন বলে

০৫) আইসোবার রেখা কি ?

উত্তর. আইসোবার একটি আবহাওয়া মানচিত্রে আঁকা সমান বায়ুমণ্ডলীয় চাপের কাল্পনিক রেখা

০৬)
তিনটি পরমাণুর ভর সংখ্যা যথাক্রমে 31, 32, 34 এবং এদের নিউট্রন সংখ্যা যথাক্রমে 15, 16, 16 পরমাণু তিনটির মধ্যে কোন দুটি আইসোটোপ 
?

উত্তর. এখানে পরমাণু তিনটির প্রোটন সংখ্যা যথাক্রমে (31 – 15) বা 16, (32 – 16) বা 16 এবং (34 – 16) বা 18, অর্থাৎ 31 এবং 32 ভর সংখ্যাবিশিষ্ট পরমাণু দুটির প্রত্যেকেরই প্রোটিন সংখ্যা 16 অর্থাৎ, এদের পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা, অতএব পরমাণু তিনটির মধ্যে প্রথম দুটি পরমাণু কোনো মৌলের আইসোটোপ

০৭)
কার্বনের কয়টি আইসোটোপ কি কি
?

উত্তর. কার্বনের তিনতি আইসোটোপ C-12, C-13, C-14

০৮) হাইড্রোজেনের কয়টি আইসোটোপ কি কি ?

উত্তর. টি, যথা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম

০৯) ক্লোরিনের কয়টি আইসোটোপ কি কি ?

উত্তর. ক্লোরিনের ২টি আইসোটোপ Cl (35) Cl (37)

১০)
আইসোবার গুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়সত্য মিথ্যা বিচার করো

উত্তর. সত্য,
আইসোবার গুলির প্রোটন নিউট্রন ইলেক্ট্রন সংখ্যা পৃথক হয় তাই আইসোবার গুলির প্রকৃত ভর সমান নয় যেমন আর্গন (40 18 Ar) ক্যালসিয়াম (40 20 Ca) এই দুটি আইসোবারের ভর সংখ্যা 40 কিন্তু প্রকৃত ভর ভিন্ন কারণ এরা ভিন্ন মৌলের পরমাণু

১১)
আইসোটোন এর বৈশিষ্ট্য উল্লেখ করো
?

উত্তর. .আইসোটোন সমূহ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু

. তাদের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা ভর সংখা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা একই

১২) আইসোটোপের উদাহরণ দাও ?

উত্তর. H11 H12 H13
এই তিনটি পরমাণুর প্রতিটির প্রোটন সংখ্যা 1, কিন্তু তাদের ভরসংখ্যা যথাক্রমে 1,2,3 ; তাই এই পরমাণু গুলি একে অপরের আইসোটোপ I

১৩) আইসোবারের উদাহরণ দাও ?

উত্তর. Ar1840 Ca2040
হল পরস্পরের আইসোবার পরমাণু দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 18 20 হলেও এদের ভরসংখ্যা 40

১৪) আইসোটোনের উদাহরণ দাও ?

উত্তর. C614  N715 O816
পরমাণু গুলি পরস্পরের আইসোটোন, পারুল এদের প্রত্যেকেরই আটটি করে নিউট্রন আছে

১৫) কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয় ?

উত্তর. 146C

১৬) কোন মৌলের আইসোটোপ গুলির মধ্যে সাদৃশ্য কি ?

উত্তর. কোন মৌলের বিভিন্ন আইসোটোপ গুলির পরমাণু ক্রমাঙ্ক এবং রাসায়নিক ধর্ম একই হয়

১৭) ভারী জলে হাইড্রোজেনের কোন আইসোটোপটি থাকে ?

উত্তর. ডিউটেরিয়াম ( H12)

১৮) এমন একটি আইসোটোপ এর উদাহরণ দাও যার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে বেশি ?

উত্তর. হিলিয়ামের আইসোটোপ দুটি প্রোটন একটি নিউট্রন আছে, অর্থাৎ এক্ষেত্রে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা থেকে বেশি

১৯) হাইড্রোজেনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয় ?

উত্তর. ট্রিটিয়াম (H13)

২০) সবচেয়ে বেশি আইসোটোপ আছে কোন মৌলের ?

উত্তর. জেনন (Xe) এবং সিজিয়াম (Cs) ৩৬টি

২১) অক্সিজেনের তিনটি  আইসোটোপ এর উদাহরণ দাও ?

উত্তর. O816
O817 O818

২২) আইসোটোপ আইসোবার এর মধ্যে পার্থক্য উল্লেখ করো ?

উত্তর.


আইসোটোপ

আইসোবার

আইসোটোপ গুলির পরমাণু ক্রমাঙ্ক একই

আইসোবার গুলির পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন

আইসোটোপ গুলি একই মৌলের পরমাণু

আইসোবার গুলি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু

আইসোটোপ গুলির ভরসংখ্যা ভিন্ন

আইসোবার গুলির ভরসংখ্যা একই



-: জেনে রাখুন :-


 

ভর সংখ্যা

প্রোটন সংখ্যা

নিউট্রন সংখ্যা

রাসায়নিক ধর্ম

আইসোটোপ

ভিন্ন

একই

ভিন্ন

একই

আইসোবার

একই

ভিন্ন

ভিন্ন

ভিন্ন

আইসোটোন

ভিন্ন

ভিন্ন

একই

ভিন্ন

File Name: আইসোটোপ, আইসোবার ও আইসোটোন

File Size: 942 Kb

File Formate: Pdf

File Page: 4

Download Pdf: Click To Download

More PdfDownload Link
বিভিন্ন জৈব যৌগের ব্যবহার PDFClick Here
জাতীয় পরীক্ষাগার সমূহের তালিকা PDFClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button