INDIAN CONSTITUTION

কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF

কে কাকে শপথ বাক্য পাঠ করান: আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে কে কাকে শপথ বাক্য পাঠ করান তালিকা , যেখানে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে এই তালিকার গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে,

কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF
কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF

কে কাকে শপথ বাক্য পাঠ করান

 

এই তালিকার মধ্যে স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে তথা সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান সহ অ্যাটর্নি জেনারেল কে শপথ বাক্য পাঠ করান কে বা উপরাষ্ট্রপতি কে শপথ বাক্য কে পাঠ করান, সংসদ সদস্যদের শপথ বাক্য pdf অতঃপর বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পাঠ করান , রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান কে এবং প্রধান বিচারপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে, কে কাকে শপথ বাক্য পাঠ করান তালিকা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

 

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।

কে কাকে শপথ বাক্য পাঠ করান

 

 

পদ শপথ বাক্য পাঠ করান
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি
সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতি
মুখ্যমন্ত্রী রাজ্যপাল
রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি
লোকসভার স্পিকার রাষ্ট্রপতি
লোকসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি
মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি
CAG রাষ্ট্রপতি
PSC চেয়ারম্যান রাষ্ট্রপতি
প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতি
প্ল্যানিং কমিশনের সদস্য প্রধানমন্ত্রী
RBI গভর্নর রাষ্ট্রপতি
হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল
এডভোকেট জেনারেল রাজ্যপাল
MLA রাজ্যপাল
MP রাষ্ট্রপতি

More Pdf: বিভিন্ন দেশের অনুকরণে ভারতীয় সংবিধান PDF

ভারতীয় সংবিধানের উল্লেখিত বয়স সীমা তালিকা PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button