EXAM PREPARETIONWBP

WBP Main Preparation 2022 Set – 01

WBP Main Preparation 2022 Set – 01

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WBP Main Preparation 2022 Set - 01
WBP Main Preparation 2022

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP Main Preparation 2022 Set – 01, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ মেন ২০২২ পরীক্ষার কিছু কমন যোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


WBP Main Preparation 2022 Set – 01


০১)  যাগযজ্ঞের বর্ণনা পাওয়া যায় কোন গ্রন্থ থেকে ?

উত্তর. সাম বেদ

০২) নীচের কোন এলাকায় নব্য প্রস্তর যুগের সময়ে কুকুরকে তার মনিরের সঙ্গে সমাধি দেওয়ার রীতি আবিষ্কৃত হয়েছিল ?

উত্তর. বুরজাহোম

০৩) কোন যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে মনে করা হতো ?

উত্তর. ঋক বৈদিক যুগ

০৪) কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় ?

উত্তর. মধ্য প্রস্তর যুগ

০৫) হরপ্পার কোথায় ওজনের যন্ত্র মিলেছে ?

উত্তর. লোথাল

০৬) লাঙ্গলের টেরাকোটা মডেল কোথায় পাওয়া গেছে ?

উত্তর. বনওয়ালি

০৭) কোন প্রাচীন গ্রন্থে বর্ন ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ?

উত্তর. ঋকবেদ

০৮) দা ইন্ডিয়ান সোশিয়লজিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন ?

উত্তর. শ্যামজি কৃষ্ণবর্মা

০৯) ভারতের শীতলতম স্থানের নাম কি?

উত্তর. ড্রাস

১০) ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?

উত্তর. সত্যজিৎ রায়

১১) রুবেলা জীবাণু থেকে কোন রোগের সৃষ্টি হয় ?

উত্তর. হাম

১২) খাদ্য সংরক্ষণে কোন অ্যাসিড লাগে ?

উত্তর. অ্যাসিটিক অ্যাসিড

১৩) ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল ?

উত্তর.
১৭৭০ সালে                                          

১৪) কার সময়ে সুপ্রিম কোর্ট চালু হয় ?

উত্তর. ওয়ারেন হেস্টিংস

১৫) আপেক্ষিক রোধের এস আই একক কি ?

উত্তর. ওহমমিটার

১৬) BRICS – এর সদস্য নয় নিম্নের কোন দেশটি ?

উত্তর. থাইল্যান্ড

১৭) NABARD এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

উত্তর. মুম্বাই

১৮) RTI আইন কত সালে পাশ হয় ?

উত্তর. ২০০৫ সালে

১৯) ভারতীয় রুপি প্রতীকটি ডিজাইন কে করেছিলেন ?

উত্তর. উদয় কুমার ধর্মলিঙ্গম

২০) বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর. আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

২১) ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগটি ব্যবহার করা হয় ?

উত্তর. সিলভার ব্রোমাইড

২২) গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রটির সৃষ্টিকর্তা কে ?

উত্তর. শরবিন্দু বন্দোপাধ্যায়

২৩) আধুনিক পর্যায় সারণির প্রথম ধাতব  উপাদান কোনটি ?

উত্তর. লিথিয়াম

২৪) সিংহাসনের আরোহন এর আগে কোন সুলতান ক্রীতদাসদের না ?

উত্তর. আলাউদ্দিন খলজী

২৫) প্রথম শিল্পনীতি রেজুলেশন কবে গৃহীত হয় ?

উত্তর. ১৯৪৮ সালে

২৬) গান্ধীজী প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন ?

উত্তর. চম্পারন

২৭) চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতার নাম কি ?

উত্তর. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

২৮) World Radio Day কবে পালন করা হয় ?

উত্তর. ১৩ ফেব্রুয়ারি

২৯) উরুগুয়ের মুদ্রার নাম কি ?

উত্তর. পেসো

৩০) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?

উত্তর. সুচেতা কৃপালিনী

৩১) ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন কে হন ?

উত্তর. অ্যাসলেক বাটি


File Name: WBP Main Preparation 2022 Set – 01

File Size: 893 Kb

File Formate: Pdf

No Of Pages: 5

Download Pdf: Click TO Download

More Pdf Download Link
WBP Constable & Lady Constable 2021 Solved Paper Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button