EXCISE CONSTABLEWBP&KP

WBP & KP Constable GK 2022 Class – 08

WBP & KP Constable GK 2022 Class – 08

WBP & KP Constable GK 2022 Class - 08
WBP & KP Constable GK 2022 Class – 08

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP & KP Constable GK 2022 Class – 08, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২২ পর্ব – ০৮ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, 

এই তালিকার মধ্যে পাকিস্তানের দীর্ঘতম নদীর নাম কি, মার্চেন্ট অফ ভেনিস নাটকটির রচয়িতা কে, ভেঙ্কটেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত,রক্ত তঞ্চনে সহায়তাকারী ভিটামিনের নাম কি  ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WBP & KP Constable GK 2022 Class – 08

০১) মার্চেন্ট অফ ভেনিস নাটকটির
রচয়িতা কে ?

উত্তর.
উইলিয়াম শেক্সপিয়ার

০২) মগধের প্রাচীনতম রাজধানীর
নাম কি ?

উত্তর.
রাজগীর

০৩)  খাদ্য
ও কৃষি সংস্থার সদর
দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর.
রোম

০৪) সাঁচি স্তুপ কোন
রাজ্যে অবস্থিত ?

উত্তর.
মধ্যপ্রদেশ

০৫) ভেঙ্কটেশ্বর মন্দির ভারতের কোন
রাজ্যে অবস্থিত ?

উত্তর.
অন্ধ্রপ্রদেশ

০৬) ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ
করা হয়েছে – ধর্ম, বর্ণ, জাতি,
লিঙ্গ বা জন্মের ভিত্তিতে
ভারতের কোন নাগরিকের সাথে
বৈষম্য করা যাবে না
?

উত্তর.
১৫

০৭) কোন হ্যালোজেন মৌলটি
ঘরের তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর. ব্রোমিন

০৮) রক্ত তঞ্চনে সহায়তাকারী
ভিটামিনের নাম কি ?

উত্তর.
ভিটামিন K

০৯) সালোকসংশ্লেষের সময় কি কি
গঠিত হয় ?

উত্তর.
গ্লুকোজ, জল ও অক্সিজেন

১০) There
are shall be a president of India – ভারতীয়
সংবিধানের কোন আর্টিকেলে বলা
হয়েছে ?

উত্তর.
আর্টিকেল ৫২

১১) দ্বিপাক্ষীয় সামরিক মহড়া শক্তি
ভারত ও কোন দেশের
সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়
?

উত্তর.
ফ্রান্স

১২) ভারতীয় সংবিধান তৈরি করতে কত
সময় লেগেছিল ?

উত্তর.
২ বছর ১১ মাস
১৮ দিন

১৩) পাকিস্তানের দীর্ঘতম নদীর নাম কি
?

উত্তর.
সিন্ধু

১৪)  কোন
মুঘল সম্রাটকে ব্রিটিশরা রেঙ্গুনে  নির্বাসিত
করেছিল ?

উত্তর.
বাহাদুর শাহ জাফর

১৫) ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত বিমানবন্দরের নাম কি ?

উত্তর.
বিরসা মুন্ডা বিমানবন্দর

১৬) ভারতের প্রথম কোথায়
পৌর কর্পোরেশন গঠিত হয় ?

উত্তর.
চেন্নাই

১৭) গুজরাটের আমেদাবাদে ৩৬ তম ন্যাশনাল
গেমসে পুরুষদের রাপিড ফায়ার পিস্তল
ইভেন্টে স্বর্ণপদক জিতলেন কে ?

উত্তর.
অনীশ

১৮) 36
তম ন্যাশনাল গেমসে মহিলাদের ৪৯
কেজি ভারোত্তলন  বিভাগে
সোনা জিতলেন কে ?

উত্তর.
মীরাবাঈ চানু

১৯) সুচেতা কৃপালিনী কোন
রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ?

উত্তর.
উত্তর প্রদেশ

২০) গোল গম্বুজ কোথায়
অবস্থিত ?

উত্তর.
কর্ণাটক

২১) চারমিনার কোথায় অবস্থিত ?

উত্তর.
হায়দ্রাবাদ

২২) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত তৃতীয় জি-টোয়েন্টি
শেরপা বৈঠকে ভারতের শেরপা
কে ছিলেন ?

উত্তর.
অমিতাভ কান্ত

২৩) মানুষের ক্ষুদ্রতম ক্রেনিয়াল নার্ভের নাম কি ?

উত্তর.
ট্রকলিয়ার

২৪) গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারতের স্থান কত
?

উত্তর.
৪০ 

২৫) চম্পারন সত্যাগ্রহ কত সালে হয়েছিল
?

উত্তর.
১৯১৭

২৬) টাটা আইরন স্টিল
সংস্থা ( TISCO ) কত সালে গঠিত
হয় ?

উত্তর.
১৯০৭

২৭) কোন জায়গায় আদানী
গ্রীন এনার্জি লিমিটেড বিশ্বের বৃহত্তম বায়ু সৌর হাইব্রিড
বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে ?

উত্তর.
জয়সালমীর

২৮) একটি দ্রবণ নীল
লিডমাস কে লাল করে,
এর PH মাত্রা কত ?

উত্তর.

২৯) কোন দাহ্য প্রাকৃতিক
গ্যাস প্রকৃতিতে সব থেকে বেশি
পরিমাণে পাওয়া যায় ?

উত্তর.
মিথেন

৩০)  কোন
গুপ্ত রাজা তার রাজত্বকালে
এলাহাবাদ প্রশস্তি শিলালিপি জারি করেছিলেন ?

উত্তর.
সমুদ্রগুপ্ত

Mock TestJoin Quiz
WBP & KP Constable GK 2022 Class – 07Click Here
WBP & KP Constable GK 2022 Class – 06Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button