WBP & KP Constable GK 2022 Class – 04

WBP & KP Constable GK 2022 Class – 04

WBP & KP Constable GK 2022 Class - 04
WBP & KP Constable GK 2022 Class – 04


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP & KP Constable GK 2022 Class – 04, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২২ পর্ব – ০৪ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WBP & KP Constable GK 2022 Class – 04

০১)  বর্তমানে
ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে
কে নিযুক্ত আছেন ?

উত্তর. এস
জয়শংকর

০২) বর্তমান
ভারতের আইন ও বিচার
মন্ত্রী পদের কে নিযুক্ত
আছেন ?

উত্তর. কিরণ
রিজিজু

০৩) ভারতের
নারী ও শিশু কল্যাণ
মন্ত্রক পদে নিযুক্ত আছেন
কে ?

উত্তর. স্মৃতি
ইরানি

০৪) বর্তমান ভারতের রেলমন্ত্রী পদে
নিযুক্ত আছেন কে ?

উত্তর. আশ্বিনী
বৈষ্ণব

০৫) বর্তমান
ভারতের রাজ্য সভাপতি হিসেবে
নিযুক্ত আছেন কে ?

উত্তর. এম
ভেঙ্কাইয়া নাইডু

০৬) ভারতে
বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন
কে ?

উত্তর. ভগবত
মন

০৭) ভারতের
সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে ?

উত্তর. দ্রৌপদী
মুর্মু

০৮) ভারতের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে ?

উত্তর. অজিত
কুমার দোভাল

০৯) পশ্চিমবঙ্গের
বিধানসভার অধ্যক্ষ কে ?

উত্তর. বিমান
বন্দ্যোপাধ্যায়

১০) পশ্চিমবঙ্গের
আইন ও বিচারমন্ত্রী পদে
কে নিযুক্ত আছেন ?

উত্তর. মলয়
ঘটক

১১) SAIL এর
বর্তমান পদে কে নিযুক্ত
আছেন ?

উত্তর. সোমা
মন্ডল

১২) হরিজন
সেবক সংঘের প্রথম সভাপতি
কে ছিলেন ?

উত্তর. জি
ডি বিড়লা

১৩) জালিয়ানওয়ালাবাগের
নির্দোষ মানুষদের ওপর নিষ্ঠুরভাবে গুলিবর্ষণের
আদেশ কারি পাঞ্জাবের গভর্নর
মাইকেল ও ডায়ার কে
কে হত্যা করেছিলেন ?

উত্তর. সর্দার
উধম সিং

১৪) বঙ্গভঙ্গের
পরবর্তীকালে বাংলা প্রদেশ ভেঙে
যে দুটো প্রদেশের সৃষ্টি
হয়েছিল সেই দুটি প্রদেশের
নাম কি ?

উত্তর. পূর্ব
বাংলা এবং বাংলা

১৫) ১৯১২
সালের ডিসেম্বরে দিল্লির চাঁদনী চকে ভাইস
রয় লর্ড হার্ডিঞ্জের ওপর
বোমা নিক্ষেপের পরিকল্পনা করেছিলেন কে ?

উত্তর. রাসবিহারী
বসু

১৬) ১৯১৬
খ্রিস্টাব্দে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনে সভাপতিত্ব
করেন কে ?

উত্তর. অম্বিকা
চরণ মজুমদার

১৭) কংগ্রেস
স্বরাজ তহবিলে ১ কোটি
টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছিল
কিসের জন্য ?

উত্তর. বাল
গঙ্গাধর তিলকের স্মারক তৈরি
করার জন্য

১৮) সাম্প্রদায়িক
ভিত্তিতে নির্বাচন ভারতে কবে আত্মপ্রকাশ
করে ?

উত্তর. ১৯০৯

১৯) ১৯৩৭
খ্রিস্টাব্দে কোন দুটি রাজ্যে
অকংগ্রেসী মন্ত্রী পরিষদ ছিল ?

উত্তর. বাংলা
ও পাঞ্জাব

২০) বিশ্বের
রেশম উৎপাদনে ভারতের স্থান কত
তম ?

উত্তর. দ্বিতীয়

২১) গ্লাসগো
শহরটি কোন নদীর তীরে
অবস্থিত ?

উত্তর. ক্লাইড

২২) মারিয়ানা
খাত কোন মহাসাগরে অবস্থিত
?

উত্তর. প্রশান্ত
মহাসাগর

২৩) কোন গ্রন্থি থেকে
ACTH ক্ষরিত হয় ?

উত্তর. পিটুইটারি

২৪) কবি
চন্ডীদাসের জন্মস্থান কোথায় ?

উত্তর. বীরভূম

২৫) An Idealist view of Life কার লেখা
?

উত্তর. ডঃ
সর্বপল্লী রাধাকৃষ্ণণ

২৬) কাবুলিয়াত
ও পাট্টা প্রথার প্রবর্তক
কে ?

উত্তর. শেরশাহ

২৭) ক্যামেরায়
কোন ধরনের লেন্স ব্যবহার
করা হয় ?

উত্তর. উত্তল

২৮) প্রটোকল
কি ?

উত্তর. নেটওয়ার্কের
মাধ্যমে ডাটা পাঠানোর কয়েকটি
নির্দিষ্ট নিয়ম

২৯) কোন অনুচ্ছেদ অনুযায়ী
ভারতীয় সংবিধান সংশোধন করা যায়
?

উত্তর. অনুচ্ছেদ
– ৩৬৮

৩০) সন্তোষ
ট্রফি কোন খেলার সঙ্গে
যুক্ত ?

উত্তর. ফুটবল

৩১) ভারতের
অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিয়োজিত
হয় ?

উত্তর. রাষ্ট্রপতি

৩২) অলফ্যাক্টরি
স্নায়ু কোন কাজের সঙ্গে
যুক্ত ?

উত্তর. ঘ্রান

৩৩) দেহের
সবচেয়ে বড় স্নায়ু টির
নাম কি ?

উত্তর. সায়টিক
নার্ভ

৩৪) মগধের
কোন শাসক সেনিয়া নামে
পরিচিত ছিলেন ?

উত্তর.
বিম্বিসার

৩৫) কোন
কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ
তৈরি হয় ?

উত্তর. তামা
ও টিন

৩৬) আমেরিকা
যুক্তরাষ্ট্র  ২০২১
সালে কোন শহর থেকে
নিজেদের সেনা প্রত্যাহার করে
নিয়েছিল ?

উত্তর. কাবুল

৩৭) ভারতের
ফিসক্যাল পলিসি নিয়ন্ত্রণ করে
কে ?

উত্তর. অর্থ
মন্ত্রক

৩৮) প্রতিবছর
আন্তর্জাতিক নৃত্য দিবস কবে
পালন করা হয় ?

উত্তর. ২৯
শে এপ্রিল

৩৯) ২০১১
সালের জনগণনা অনুযায়ী কোন
রাজ্যের মহিলার সংখ্যা পুরুষদের
তুলনায় বেশি ?

উত্তর. কেরালা

৪০) স্টোমাটাইটিস
রোগ কোন ভিটামিনের অভাবে
হয় ?

উত্তর. ভিটামিন
B2

৪১) আনন্দমঠ
উপন্যাসে কোন বিদ্রোহের কথা
উল্লেখ আছে ?

উত্তর. সন্ন্যাসী
ফকির বিদ্রোহ

৪২) ভারতের
রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর জেনারেল কে
?

উত্তর.
শক্তিকান্ত দাস

৪৩) অ্যালকোলি
ধাতু গুলি কোন ব্লকে
রয়েছে ?

উত্তর. S

৪৪) একটি
মৌলের পারমাণবিক সংখ্যা ২ ও
ভরসংখ্যা ৪ হলে মৌলটির
কি ?

উত্তর. হিলিয়াম

৪৫) বিগ
ব্যাং তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর. এডউইন
 হারল

৪৬) ভারতীয়
পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে ?

উত্তর. প্রশান্তচন্দ্র
মহলানবিশ

৪৭) ফোটন
কি ?

উত্তর. ভারহীন
কনা

৪৮) বস্তুর
ভর ও আপেক্ষিক তাপের
গুণফলকে কি বলে ?

উত্তর. তাপগ্রাহিতা

৪৯) ব্যারোমিটারের পারদ এর উত্থান
কি নির্দেশ করে ?

উত্তর. ভালো
আবহাওয়া

৫০) মরীচিকা
সৃষ্টি হয় আলোর কোন
ধর্মের জন্য ?

উত্তর. অভ্যন্তরীণ
পূর্ণ প্রতিফলন


File Name: WBP & KP Constable GK 2022

File Size: 1.5 Mb

Class: 04

File Formate: PDF

No Of Pages: 06

Download Pdf: Click To Download

 

More PDFDownload Link
WBP & KP Constable GK 2022 , Class – 02Click Here
WBP & KP Constable GK 2022 Class – 03Click Here

Leave a Comment