EXAM PREPARETIONWBP&KP

WBP & KP Constable GK 2022 , Class – 02

WBP & KP Constable GK 2022 , Class – 02

WBP & KP Constable GK 2022 , Class - 02
WBP & KP Constable GK 2022 , Class – 02


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP & KP Constable GK 2022 Class – 02, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ২০২২ ক্লাস – ০২ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WBP & KP Constable GK 2022 , Class – 02

০১) লন্ডনে মাইকেল ডায়ারকে হত্যা করে কে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর প্রতিশোধ নেয় ?

উত্তর. সরদার
উধম সিং

০২) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সংঘটিত হয়েছিল কার নেতৃত্বে ?

উত্তর. সূর্যসেন

০৩) ভারতে কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক রূপে কে পরিচিত ?

উত্তর. মানবেন্দ্রনাথ
রায়

০৪) বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য কি ছদ্মনামে বাটাভিয়া গিয়েছিলেন ?

উত্তর. এম
এন রায়

০৫) মানবেন্দ্রনাথ রায় কোথায় মার্কসবাদের দীক্ষিত হন ?

উত্তর. মেক্সিকো

০৬) ভারতে নৌ বিদ্রোহ হয় কবে ?

উত্তর. ১৯৪৬

০৭) ভারতের কে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন ?

উত্তর. বি
পি ওয়াদিয়া

০৮) নিখিল ভারত কিষান সভার প্রথম অধিবেশন কোথায় বসে ?

উত্তর. লখনৌ

০৯) নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর. জয়প্রকাশ
নারায়ণ

১০) ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয় কত সালে ?

উত্তর. ১৯২৫
সালে

১১) ১৯৩৫ সালের ভারত শাসন আইন কে দাসত্বের এক নতুন অধ্যায় বলে কে অভিহিত করেছেন ?

উত্তর. জহরলাল
নেহেরু

১২) কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় ?

উত্তর. ১৯৩৪

১৩) কংগ্রেসের সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?

উত্তর. জয়প্রকাশ
নারায়ণ

১৪) ভারতে প্রথম কত খ্রিস্টাব্দে মে দিবস পালিত হয় ?

উত্তর. ১৯২৩

১৫) মিরাট ষড়যন্ত্র মামলা
কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?

উত্তর. ১৯২৯

১৬) ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্য বাহিনী গঠন কে করেছিলেন ?

উত্তর. রাসবিহারী
বসু

১৭) বাংলা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেছিলেন ?

উত্তর. স্যার
উইলিয়াম জোন্স

১৮) স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?

উত্তর. বালগঙ্গাধর
তিলক

১৯) শেরশাহ সেনাপতির নাম কি ?

উত্তর. ব্রহ্মজিৎ
গৌড়

২০) ভারতের সর্ব প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন ?

উত্তর. কুষাণ

২১) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উত্তর. ডাফরিন

২২) কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিলেন ?

উত্তর. দ্বিতীয়
শাহ আলম

২৩) রামচরিত কার লেখা ?

উত্তর. সন্ধ্যাকর
নন্দী

২৪) কনৌজে 1540 খ্রিস্টাব্দের শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কে ?

উত্তর. হুমায়ুন

২৫) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর. ক্যানিং

২৬) মন্থকূপ কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয় ?

উত্তর. ফ্লুবিয়াল

২৭) খাস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর. উত্তরাখণ্ড

২৮) অম্ল বৃষ্টির মূল উপাদান কোনটি ?

উত্তর. সালফার
ডাই অক্সাইড

২৯) ভারতবর্ষে পাখির পায়ের মতো দ্বীপ কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর. কৃষ্ণা

৩০) পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়াগ্রা কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর. সেন্ট
লরেন্স

৩১) কোটা কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর. চম্বল

৩২) সর্বাধিক বার্লি চাষ হয় কোন রাজ্যে ?

উত্তর. উত্তর
প্রদেশ

৩৩) ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্যের নাম কি ?

উত্তর. কেইবুল
লামজাও অভয়ারণ্য

৩৪) ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে আছে ?

উত্তর. পাকিস্তান
আফগানিস্থান

৩৫) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত ?

উত্তর. ৫৬৪
কিমি

৩৬) ভারত থেকে ব্রহ্মদেশ কবে পৃথক হয় ?

উত্তর. ১৯৩৭

৩৭) P15 শৃঙ্গ কি নামে পরিচিত ?

উত্তর. মাউন্ট
এভারেস্ট

৩৮) ইংল্যান্ডের রাজধানীর নাম কি ?

উত্তর. নুক

৩৯) সাম্রাজ্য শহর কাকে বলা হয় ?

উত্তর. নিউইয়র্ক

৪০) নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় ?

উত্তর. নরওয়ে

৪১) ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর. জহরলাল
নেহেরু

৪২) এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?

উত্তর. অর্থ
সচিব

৪৩) মুদ্রাস্ফীতি কি কারনে হয় ?

উত্তর. ভোগ্য
পণ্যের মূল্য বেশি

৪৪) 2006 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় কোথায় ?

উত্তর. সুইজারল্যান্ড

৪৫) আদর্শ সংক্রান্ত নীতি কি নির্দেশ করে ?

উত্তর. সরকারি
আয় ও ব্যয় সংক্রান্ত
নীতি

৪৬) আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে ?

উত্তর. রিজার্ভ
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৪৭) কোন দেশের জাতীয় আয় কি নির্দেশ করে ?

উত্তর. সে
দেশের উৎপাদনের উপাদানের আয় সমষ্টি

৪৮) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা কৌশলের গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত ?

উত্তর. প্রশান্তচন্দ্র
মহলানবিশ

৪৯) প্রতিবছর কত তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ?

উত্তর. ২৮
শে ফেব্রুয়ারি

৫০) সম্প্রতি প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্ন কোন দেশের বাসিন্দা ছিলেন ?

উত্তর. অস্ট্রেলিয়া


File Name: WBP & KP Constable GK 2022

File Size: 903 Kb

File Formate: Pdf

Class: 02

No Of Pages: 08

Download Pdf: Click To Download

More Pdf Download Link
WBP & KP Constable 2022 for GK set – 01 Click Here
WBP Constable Main 2022 Solved Paper GK Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button