CURRENT AFFAIRSRRB GROUP-DWBP&KP

WBP and RRB ১৭০+ নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

WBP and RRB ১৭০+ নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

WBP and RRB ১৭০+ নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
WBP and RRB ১৭০+ নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBP and RRB ১৭০+ নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে যেখানে নভেম্বর ২০২২ সালের ১৭০+ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর আকারে আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো চাকরির পরীক্ষার (WBP, SSC, WBCS, KP, UPSC, RRB, PSC) প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


WBP and RRB ১৭০+ নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

০১) প্রতিবছর কত তারিখে রাষ্ট্রীয় একতা দিবস বা National Unity Day পালন করা হয় ?

উত্তর.
৩১শে অক্টোবর

০২) শিক্ষা মন্ত্রক দেশে Football 4 Schools উদ্যোগ বাস্তবায়নের জন্য FIFA এবং কিসের সঙ্গে MOU চুক্তি স্বাক্ষর করেছে ?

উত্তর.
AIFF

০৩) কোন রাজ্যে তেরাই এলিফ্যান্ট রিজার্ভ অনুমোদন পেয়েছে ?

উত্তর.
উত্তর প্রদেশ

০৪)
1st ASEAN India startup festival উদ্বোধন
হয়েছে কোথায় ?

উত্তর.
ইন্দোনেশিয়া

০৫) সার্টান অ্যাওয়ার্ড ২০২২ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছে কে ?

উত্তর.
RRR

০৬) চতুর্থ বাংলাদেশ উৎসব চলচ্চিত্রের উদ্বোধন করা হয়েছে কোথায় ?

উত্তর.
কলকাতা

০৭) বোরোপ্লাস স্ক্রিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নির্বাচিত হলেন কে ?

উত্তর.
অক্ষয় কুমার

০৮) কোন প্রতিষ্ঠান
2021
2022 সালের জন্য National Intellectual Property Award জিতল ?

উত্তর.
আইআইটি মাদ্রাজ

০৯) সপ্তম ভারত ফ্রান্স দ্বিপাক্ষিক বিমান মহড়া Garuda VII শুরু হয়েছে কোথায় ?

উত্তর.
যোধপুর

১০) ভারত কোন দেশের মধ্যে সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া সিম্বেক্স ২০২২ আয়োজিত হলো ?

উত্তর.
সিঙ্গাপুর

১১) কোন রাজ্যে রানিপুর টাইগার রিজার্ভ ভারতের ৫৩ তম টাইগার রিজার্ভ হয়েছে ?

উত্তর.
উত্তর প্রদেশ

১২) প্রথম খেলো ইন্ডিয়া মহিলা জুডো জাতীয় লীগ হয়েছে কোথায় ?

উত্তর.
নিউ দিল্লী

১৩) ICAR – SBI এর প্রথম মহিলা ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর.
জি হেমাপ্রভা

১৪) প্রথম কেরালা জ্যোতি অ্যাওয়ার্ডে ভূষিত হবেন কে ?

উত্তর.
এম টি বাসুদেবান নায়ার

১৫) ইন্ডিয়া কেম ২০২২এর উদ্বোধন করলেন কে ?

উত্তর.
মনসুখ মণ্ডভিয়া

১৬) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন কে ?

উত্তর.
ভেতসা রামা গুপ্ত কৃষ্ণা

১৭) কোন স্টিল প্লান্ট সম্প্রতি ভারতের প্রথম Responsibl Steel
Certification
অর্জন করেছে ?

উত্তর.
জামশেদপুর

১৮) কোন সংস্থা সম্প্রতি উড়িষ্যা উপকূলে দ্বিতীয় পর্যায় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ইন্টারসেপ্টরের সফল ফ্লাইট পরীক্ষা সফল করেছে ?

উত্তর.
DRDO

১৯) কয়লা মন্ত্রকের সচিবের দায়িত্ব গ্রহণ করলেন কে ?

উত্তর.
অমৃতলাল মিনা

২০) কোন ভারতীয় ক্রিকেটার  টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক হলেন ?

উত্তর.
বিরাট কোহলি

২১) মিরচি কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
যতীশ মেহরিশ

২২) আমেরিকার এডওয়ার্ড এম কেনেডিকে মরণোত্তর Friends of Liberation War সম্মান দিলো কোন দেশ ?

উত্তর.
বাংলাদেশ

২৩) Track Asia Cup 2022 নামে সাইক্লিন টুর্নামেন্ট হোস্ট করবে কোন রাজ্য ? 

উত্তর.
কেরালা

২৪) কোন রাজ্যে নারী শিশু কল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেল লক্ষীর ভান্ডার প্রকল্প ?

উত্তর.
পশ্চিমবঙ্গ

২৫) রাষ্ট্রপতি কোথায় সম্প্রতি  তম ভারত জল সপ্তাহের উদ্বোধন করেছে ?

উত্তর.
গ্রেটার নয়ডা

২৬) ভারতের প্রথম Integrated Aqua park প্রতিষ্ঠিত করা হবে কোথায় ?

উত্তর.
অরুণাচল প্রদেশ

২৭) সম্প্রতি কাকে মরণোত্তর কর্ণাটক রত্ন প্রদান করা হবে ?

উত্তর.
পুনীত রাজকুমার

২৮) দুর্যোগ মোকাবিলা করার জন্য disaster
management yodhas
তৈরি করছে কোন রাজ্য ?

উত্তর.
ওড়িশা

২৯) প্রতিবছর কত তারিখে বিশ্ব শহর দিবস পালন করা হয় ?

উত্তর.
৩১ অক্টোবর

৩০) সম্প্রতি চিনে বাপি লাহিড়ীর
কোন গানটির মাধ্যমে প্রতিবাদ
করা হচ্ছে ?

উত্তর.
জিমি জিমি

৩১) সম্প্রতি কে অক্টোবর ২০২২ এর জন্য ICC পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ?

উত্তর.
বিরাট কোহলি

৩২) কোন দেশ এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণপদক জিতেছে ?

উত্তর.
ভারত

৩৩) কোন রাজ্যের সড়ক পরিবহন নিগম communication award in urban transport জিতেছে ?

উত্তর.
কেরালা

৩৪) কে ২০২৩ সালের প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনে প্রধান অতিথি থাকবেন ?

উত্তর.
মোহাম্মদ ইরফান আলী

৩৫) কাকে ন্যাশনাল মনুমেন্টস অথরিটির চেয়ারম্যান হিসাবে নির্বাচন করা হয়েছে ?

উত্তর.
কিশোর কুমার বাসা

৩৬) কে আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ?

উত্তর.
মোহাম্মদ তৈয়ব ইকরাম

৩৭) প্রথম ভারতীয় কোন খেলোয়ার এক বছরে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ,০০০ 
রান করেছে ?

উত্তর.
সূর্য কুমার যাদব

৩৮) এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডের CEO হিসাবে নির্বাচিত হয়েছেন কে ?

উত্তর.
বিশাল কাপুর

৩৯) কে রিলায়েন্স স্ট্রেটেজিক
ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক এবং নন এক্সিকিউটিভ
চেয়ারম্যান হয়েছেন ?

উত্তর.
কে ভি কামাথ

৪০) প্রতিবছর কত তারিখে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় ?

উত্তর.
৭ই নভেম্বর

৪১) ADB কোন রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকার সংযোগ উন্নত করতে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে ?

উত্তর.
মহারাষ্ট্র

৪২) স্কেচার্স ইন্ডিয়া কাকে ব্রান্ড অ্যাম্বাসেটার হিসেবে নিযুক্ত করেছে ?

উত্তর.
কৃতি স্যানন

৪৩) বিজয় শ্রী রঙ্গম কে কোন ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর.
কানারা ব্যাঙ্ক

৪৪) কোন সংস্থা বন্যা প্রত্যাশিত খবর জানতে FloodHub প্রকল্প চালু করেছে ?

উত্তর.
Google

৪৫) গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন কে ?

উত্তর.
গোপাল ভিট্টাল

৪৬) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী CM  Dashboard portal লঞ্চ করল ?

উত্তর.
হরিয়ানা

৪৭) Agenda for members of panchayati Raj institution for Rural
development –
শীর্ষক বুকলেটের প্রকাশ কে করলেন ?

উত্তর.
গিরিরাজ সিং

৪৮) ভারতের আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিয়োগ করা হয়েছে কাকে ?

উত্তর.
ঋতুরাজ অবস্থি

৪৯) কে জি অনন্ত কৃষ্ণনকে কোন ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর.
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

৫০) প্রতিবছর কত তারিখে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয় ?

উত্তর.
৮ ই নভম্বরের

৫১) সুইজারল্যান্ড ট্যুরিজম কাকে বন্ধুত্ব অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে ?

উত্তর.
নীরাজ চোপড়া

৫২) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পার্পেল ফেস্টের  লোগো লঞ্চ করলেন ?

উত্তর.
গোয়া

৫৩) ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ আয়োজিত হচ্ছে কোথায় ?

উত্তর.
গোয়া 

) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩ এর লোগো উন্মোচন করেছেন ?

উত্তর.
অন্ধ্রপ্রদেশ

) প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটে ,০০০ রান সম্পন্ন করেছেন কে ?

উত্তর.
বিরাট কোহলি

৫৬) ২০২৩ – ২৪ সালে
খেলো ইন্ডিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় গেমসের
আয়োজন করবে কোন রাজ্য
?

উত্তর.
উত্তর প্রদেশ

৫৭) ইন্ডিয়ান স্টোনমার্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশনের ১১ তম সংস্করণ
হোস্ট করবে কে ?

উত্তর.
জয়পুর

৫৮) IMF কোন দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় . বিলিয়ন ডলার ঋণ প্রদানে সম্মত হয়েছে ?

উত্তর.
বাংলাদেশ

৫৯) কোন রাজ্যের ১৭ তম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে দক্ষিন কাবেরী বন্যপ্রাণী অভয়ারণ্যকে  ঘোষিত করেছে ?

উত্তর.
তামিলনাড়ু

৬০) প্রতিবছর কত তারিখে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় ?

উত্তর.
১১ ই নভেম্বর

৬১) টিভিএস মটরস এবং কোন কোম্পানির সাথে ইভি স্থাপনাকে স্কেল করার জন্য Mou স্বাক্ষর করেছে ?

উত্তর.
অ্যামাজন ইন্ডিয়া

৬২) অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কাকে সম্প্রতি সভাপতি নির্বাচিত করেছে ?

উত্তর.
রমেশ কেজরিওয়াল

৬৩) কোচিন শিপইয়ার্ড কোন আইআইটির সাথে মেরিটাইম সেক্টরে স্টার্টআপ গুলিকে সমর্থন করার জন্য যুক্ত হয়েছে ?

উত্তর.
IIT Madras

৬৪) প্রতিবছর কত তারিখে শান্তি উন্নয়নের জন্য বিশ্ববিজ্ঞান দিবস পালিত হয় ?

উত্তর.
১০ই নভেম্বর

৬৫) পশ্চিমঘাটের আবিষ্কৃত অ্যাপিস করঞ্জোডিয়ান কোন প্রজাতির অন্তর্গত ?

উত্তর.
মৌমাছি

৬৬) ২০২৩ সালে IBA মহিলা বিশ্ব বক্সিং চাম্পিয়নশিপের আয়োজক দেশের নাম কি ?

উত্তর.
ভারত

৬৭) কোন সংস্থা ভারতের প্রথম ফ্লোটিং ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প করেছে ?

উত্তর.
IPPB

৬৮) Winning the Inner Battle Bringing the best version of you
to cricket –
শীর্ষক পুস্তকটির লেখক কে ?

উত্তর.
শেন ওয়াটসন

৬৯) বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন পরিচালনার রেকর্ড করল কোন দেশ ?

উত্তর.
সুইজারল্যান্ড

৭০) বিশ্ব ভ্রমণ বাজার ২০২২ হোস্ট করবে কোন দেশ ?

উত্তর.
লন্ডন

৭১) IAF এবং কোন দেশের বিমানবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক বিমান অনুশীলন সমাপ্ত হয় ?

উত্তর.
ফ্রান্স

৭২) প্রতিবছর কত তারিখে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় ?

উত্তর.
১২ ই নভেম্বর

৭৩) ৩২ তম বিহারী পুরস্কারে ভূষিত হয়েছেন কে ?

উত্তর.
ডঃ মাধব হাদা

৭৪) ভারতের মাল্টি মডেল লজিস্টিক পার্ক কোন রাজ্যে তৈরি করা হবে ?

উত্তর.
তামিলনাড়ু

৭৫) ২০২২ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে কোন দল ?

উত্তর.
মুম্বাই

) ICC টিটোয়েন্টি পুরুষ বিশ্বকাপ 2022 বিজয়ী হয়েছে কোন দল ?

উত্তর.
ইংল্যান্ড

৭৭) ২০২৪ সালে ICC U 19
পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ হোস্ট করবে কোন দেশ ?

উত্তর.
শ্রীলংকা

৭৮) কোন রাজ্যের পর্যটন সম্প্রতি ওয়ার্ল্ড ট্রাভেলস মার্টে মর্যাদাপূর্ণ দায়িত্বশীল পর্যটন গ্লোবাল পুরস্কার জিতেছে ?

উত্তর.
কেরালা

৭৯) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো ?

উত্তর.
১০৪ তম

৮০) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন কে ?

উত্তর.
গ্রেগ বর্গেল

৮১) ২০২৩ সালে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ ?

উত্তর.
ভারত

৮২) কাকে সম্প্রতি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ?

উত্তর.
শরৎ কমল অচন্ত

৮৩)  ২০২৫ সালে চতুর্থ কবাডি বিশ্বকাপ হোস্ট করবে কোন দেশ ?

উত্তর.
ইংল্যান্ড

৮৪) জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন সম্প্রতি কি নামে পত্রিকা লঞ্চ করল ?

উত্তর.
সুবোধ

৮৫) ডুডল ফর গুগল প্রতিযোগিতায় সেরার সেরা হয়েছেন কে ?

উত্তর.
শ্লোক মুখোপাধ্যায়

৮৬) প্রসার ভারতীয়র CEO নির্বাচিত
হয়েছেন কে ?

উত্তর.
গৌরব দ্বিবেদী

৮৭) ফর্মুলা ওয়ান ব্রাজিলিয়ান গ্রান্ড পিক্স ২০২২ জয়ী হয়েছেন কে ?

উত্তর.
জর্জ রাসেল

৮৮) প্রতিবছর কত তারিখে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় ?

উত্তর.
১৪ ই নভেম্বর

৮৯) কোন রেলওয়ে স্টেশন যাত্রীদের উচ্চ মানের পুষ্টিকর খাবার প্রদানের জন্য ফোর স্টার ইট রাইট স্টেশন সার্টিফিকেশন পেয়েছে ?

উত্তর.
ভোপাল

৯০) ১৮তম আন্তর্জাতিক টেলিমেডিসিন সম্মেলন আয়োজিত হয়েছে কোথায় ?

উত্তর.
কোচি

৯১) ভারতের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন কে ?

উত্তর.
ডি ওয়াই চন্দ্রচূড়

৯২) উত্তরাখণ্ড কত তারিখে ২২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে ?

উত্তর.
৯ ই নভেম্বর

৯৩) ২০২২ সালের জন্য মর্যাদাপূর্ণ বেইলি কে Aasford  মেডেল পেয়েছেন ?

উত্তর.
ডঃ সুভাষ বাবু

৯৪) inovation for you কফি টেবিল বুকের চতুর্থ সংস্করণ প্রকাশ করেছে কোন সংস্থা ?

উত্তর.
NITI Aayog

৯৫) ব্যুরো অফ এজেন্সি এফিসিয়েন্সি কোন সংস্থার সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে ?

উত্তর.
SIDBI

৯৬) আধার মিত্র নামক চ্যাটবট চালু করেছে কোন সংস্থা ?

উত্তর.
UIDAI

৯৭) ভারতীয় নৌবাহিনী কোথায় ২৬ তম আন্তর্জাতিক মালাবার নৌ মহড়ায় অংশগ্রহণ করেছে ?

উত্তর.
জাপান

৯৮) কোন রাজ্য সরকার হস্তশিল্প নীতি ২০২২ চালু করেছে, যার লক্ষ্য ঐতিহ্যবাহী শিল্পকে পুনর্জীবিত করা ?

উত্তর.
রাজস্থান

৯৯) কোন রাজ্য সরকার রাজ্যজুড়ে এক লক্ষ শিক্ষার্থীকে ফুটবলের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে ?

উত্তর.
কেরালা

১০০) প্রতিবছর কত তারিখে ন্যাশনাল
লিগাল সার্ভিস দিবস পালিত হয়
?

উত্তর.
৯ ই নভেম্বর

১০১) পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন কে ?

উত্তর.
সিভি আনান্দ বোস

১০২) তম নরওয়েভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মেরিটাইম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর.
মুম্বাই

১০৩) সম্প্রতি প্রয়াত গুলাম আব্বাস মুনতাসির কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর.
বাস্কেটবল

১০৪) কোথায় ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল সাসটেইনোবিলিটি কনক্লেভের চতুর্থ সংস্করণ উদ্বোধন করা হয়েছে ?

উত্তর.
নিউ দিল্লি

১০৫) প্রথম কোন ভারতীয় ITTF এর অ্যাথলেট কমিশনের নির্বাচিত হয়েছেন ?

উত্তর.
শরৎ আচন্ত কমল 

১০) নভেম্বর ২০২২ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিসের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল ?

উত্তর.
IFSCA

১০৭) ২০২২ সালের ৬৯ তম সর্বভারতীয় পালিত হচ্ছে

উত্তর.
১৪ ই নভেম্বর থেকে
২০ নভেম্বর 

১০৮) জিও স্মার্ট ইন্ডিয়া ২০২২ সামিটের উদ্বোধন করা হয়েছে কোথায় ?

উত্তর.
হায়দ্রাবাদ

১০৯) কোন সংস্থা 47 তম
ইন্টারন্যাশনাল কনভেশন অফ কোয়ালিটি
কন্ট্রোল সারকেল এ গোল্ড
পুরস্কার জিতেছে ?

উত্তর.
NTPC

১১০) কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী হয়ে উঠেছে ?

উত্তর.
ভারত

১১১) কাতারের ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে উপস্থিত ছিলেন কে ?

উত্তর.
জগদীপ ধনকর

১১২) পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন কে ?

উত্তর.
জ্যোতির্ময় ভট্টাচার্য

১১৩) ভারতের নতুন ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
অরুন গোয়েল

১১৪) Network Readiness Index 2022 – ভারতের স্থান কত ?

উত্তর.
৬১

১১৫) কোথায় প্রথম গ্রীনফিল্ড এয়ারপোর্ট ডনি পোলো এয়ারপোর্টের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?

উত্তর.
অরুণাচল প্রদেশ

১১৬) Aasma-i-noor : The Cursed Jewel – শিরোনামে বই লিখলেন কে ?

উত্তর.
সুদীপ্তা সেনগুপ্ত

১১৭) Excellence in Leadership in family planning অ্যাওয়ার্ড জিতল কোন দেশ ?

উত্তর.
ভারত

১১৮) বিশ্ব শিশু দিবস পালন করা হয় কত তারিখে ?

উত্তর.
২০ নভেম্বর

১১৯) সম্প্রতি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বন্দারু উইলসনবাবু ?

উত্তর.
কমোরোস

১২০) National Pension System Trust – এর চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে ?

উত্তর.
সুরজ ভান

১২১) ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সৈনিক স্কাই ড্রাইভার হলেন কে ?

উত্তর.
ল্যান্স নায়েক মঞ্জু

১২২) প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে সম্প্রতি এশিয়ান টেবিল টেনিস ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ?

উত্তর.
মনিকা বাত্রা

১২৩) Real 11 কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার ?

উত্তর.
সূর্য কুমার যাদব

১২৪) উত্তরপূর্ব অলিম্পিক গেমসে দ্বিতীয়বারের জন্য শীর্ষে আছে কোন রাজ্য ?

উত্তর.
মনিপুর

১২৫) ২০২২ জেসিবি প্রাইস ফর লিটারেচার জিতলেন কে ?

উত্তর.
খালিদ জাবেদ

১২৬) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি আমার সরকার ওয়েব পোর্টাল লঞ্চ করল ?

উত্তর.
ত্রিপুরা

১২৭) কোন রাজ্যের সবচেয়ে বড় পর্যটন উৎসব সাঙ্গাই উৎসব শুরু হয়েছে কোথায় ?

উত্তর.
মনিপুর

১২৮) বিশ্ব মৎস্য দিবস প্রতিবছর কত তারিখে পালিত হয় ?

উত্তর.
২১ নভেম্বর

১২৯) ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে ?

উত্তর.
অরুন গোয়েল

১৩০) ভারতের ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে কোথায় ?

উত্তর.
গোয়া

১৩১) F1 Racing থেকে অবসর ঘোষণা নেওয়া Sebastian Vettel কোন দেশের নাগরিক ?

উত্তর.
জার্মানি

১৩২) ইউনেস্কো মদনজিৎ সিং পুরস্কার ২০২২ জিতল কোন দেশের Franca ma-ih Sulem yong ?

উত্তর.
ক্যামেরুন

১৩৩) Goldman Sachs এর পূর্বাভাস অনুযায়ী ২০২৩ সালে ভারতের জিডিপি কত হবে ?

উত্তর.
5.9 %

১৩৪) কে সম্প্রতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের  চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন ?

উত্তর.
মেরি কম

১৩৫) সত্যজিৎ রায় লাইফ টাইম সম্মান ২০২২ প্রদান করা হবে কাকে ?

উত্তর.
কার্লোস সাউরা

১৩৬) সুমিত্রা চরাত রাম 
অ্যাওয়ার্ড জিতল কোন কত্থক নৃত্যশিল্পী ?

উত্তর.
উমা শর্মা

১৩৭) ভারত সরকার কাকে সম্প্রতি নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসেবে নির্বাচিত করেছেন ?

উত্তর.
অরবিন্দ বির্মানি

১৩৮) The world –  A
Family History
শিরোনামে বই লিখলেন কোন ব্রিটিশ ঐতিহাসিক ?

উত্তর.
সিমন সেবাগ

১৩৯) কোথায় সম্প্রতি গ্লোবাল মিডিয়া কংগ্রেসের প্রথম সংস্করণ শুরু হয়েছে ?

উত্তর.
আবু ধাবি

১৪০) ভারত কোন দেশের যৌথ প্রশিক্ষণ অনুশীলনের ১৮ তম সংস্করণ যুদ্ধ আবাস ২২ শুরু হচ্ছে ?

উত্তর.
মার্কিন যুক্তরাষ্ট্র

১৪১) সম্প্রতি কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সুব্রত কুমার ?

উত্তর.
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

১৪২) বিশ্ব মৎস্য দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর.
২১ শে নভেম্বর

১৪৩) urban gabru  কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ হলেন কে ?

উত্তর.
সূর্য কুমার যাদব

১৪৪) চীনকে অতিক্রম করে ভারতের বৃহত্তম সার সরবরাহকারী দেশের নাম কি ?

উত্তর.
রাশিয়া

৪৫) ২০২২২৩ সালে Global
Partnership on Artificial Intelligence
সভাপতিত্ব করবে কোন দেশ ?

উত্তর.
ভারত

১৪৬) International Committee for Weight and Measures এর সদস্য হিসেবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ?

উত্তর.
ভেনুগোপাল আচন্ত

১৪৭) 6th ATP Finals Singles Title জিতলেন কোন টেনিস খেলোয়াড় ?

উত্তর.
নোভাক জেকোভিচ

১৪৮) সম্প্রতি প্রয়াত বাবু মনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর.
ফুটবল

১৪৯) ভারতীয় ফিল্ম পার্সোনালিটি অফ দা ইয়ার ২০২২ শিরোপা পেয়েছেন কে ?

উত্তর.
চিরঞ্জীবী

১৫০) ফ্লিম বাজার নামে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফিল্ম মার্কেট উদ্বোধন করা হলো কোথায় ?

উত্তর.
গোয়া

১৫১) কেন্দ্র সরকারের নিক্সাই মিত্র অ্যামবাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তর.
দীপা মালিক

১৫২) ভারতে সংবিধান দিবস পালন করা হয় কত তারিখে ?

উত্তর.
২৬ শে নভেম্বর

১৫৩) সম্প্রতি প্রয়াত বিক্রম গোখলে কে ছিলেন ?

উত্তর.
অভিনেতা

১৫৪) Now You Breathe – শিরোনামে বই লিখলেন কে ?

উত্তর.
রাখি কাপুর

১৫৫) world’s most popular leaders – তালিকার শীর্ষস্থানে কে রয়েছেন ?

উত্তর.
নরেন্দ্র মোদি

১৫৬) সম্প্রতি ফ্রান্সে Guard of Honour সম্মানিত হলেন কোন ভারতীয় ?

উত্তর.
মনোজ পান্ডে

১৫৭) সম্প্রতি প্রথম প্যারা অ্যাস্ট্রোনার্ট নিয়োগ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা ?

উত্তর.
ESA

১৫৮) Jio ভারতের কোন রাজ্যের প্রতিটা জেলায় ১০০% 5G পরিষেবা চালু করেছে ?

উত্তর.
গুজরাট

১৫৯) ২০২৩ সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি ?

উত্তর.
ইজিপ্ট

১৬০) লন্ডনে Asia’s inspirational Leader
22
অ্যাওয়ার্ড জিতলেন কে ?

উত্তর.
প্রশান্ত ওয়াঘ

১৬১) কুম্ভেপু রাষ্ট্রয়াত্তর পুরস্কার 2022 পাচ্ছেন কোন ভাষার লেখক ?

উত্তর.
তামিল

১৬২) My name is not Devdas – শিরোনামে উপন্যাস লিখলেন কে ?

উত্তর.
আয়ুস গুপ্ত

১৬৩) প্রায় সাত হাজার কোটি টাকায় কোন প্যাকেজ জল কোম্পানিকে কিনে নিচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট ?

উত্তর.
বিসলেরী

১৬৪) অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবার ডেভিস কাপ জিতল কোন দেশ ?

উত্তর.
নরওয়ে

১৬৫) পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
রাজীব কুমার

১৬৬) দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম কোন শহর CDPs
climate action list
এর শীর্ষস্থানে রয়েছে ?

উত্তর.
মুম্বাই

১৬৭) ভারতের প্রথম Integrated Rocket Facility কোথায় প্রতিষ্ঠা করা হবে ?

উত্তর.
তেলেঙ্গানা

১৬৮) 14th Aero India 2023 অনুষ্ঠিত হবে কোথায় ?

উত্তর.
বেঙ্গালুরু

১৬৯) National Dairy Development Board – এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর.
মিনেশ শাহ

১৭০) Har Ghar Ganga jal project লঞ্চ করল কোন রাজ্য ?

উত্তর.
বিহার

More Pdf Download Link
130+ October 2022 Current Affairs for WBP and RRB Click Here
আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button