EXAM PREPARETIONWBCS

WBCS Priliminary 2023 GK class-01

WBCS Priliminary 2023 GK class-01

WBCS Priliminary 2023 GK class-01
WBCS Priliminary 2023 GK class-01


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS Priliminary 2023 GK class-01, যেখানে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ২০২৩ এর জেনারেল নলেজ প্রথম পর্বের কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী WBCS এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

কপিল দেবের আত্মজীবনীমূলক গ্রন্থের
নাম কি ?

উত্তর.
Straight from the Heart

জাতিসংঘের
সদর দপ্তর কোথায় অবস্থিত
?

উত্তর.
নিউইয়র্ক

Microsoft এর
CEO এর নাম কি ?

উত্তর.
সত্য নাদেলা

সংবিধানের
অষ্টম তফশীলে কোন বিষয়কে
অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর.
২২ টি আঞ্চলিক ভাষার
তালিকা

জলের গভীরতা মাপার যন্ত্রের
নাম কি ?

উত্তর. ফ্যাদাম

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WBCS Priliminary 2023 GK class-01

০১) কত সালে মার্কিন
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলোপ হয়
?

উত্তর.
১৮৫৩ সালে

০২) নাদির শাহ কত
সালে ভারত আক্রমণ করে
?

উত্তর.
১৭৩৯ সালে

০৩) জুনাগর লিপি কোন
রাজার বিষয় জানতে সাহায্য
করে ?

উত্তর.
শক মহাক্ষত্রক রুদ্রদমন

০৪) ইংরেজরা দেওয়ানি লাভ করেন কত
সালে ?

উত্তর.
১৭৬৫ সালে

০৫) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা
কে ?

উত্তর.
গিয়াস উদ্দিন তুঘলক

০৬) বিধবা বিবাহ আইন
কবে পাস হয় ?

উত্তর.
১৮৫৬ সালে

০৭) বাংলার প্রথম নবাব
কে ছিলেন ?

উত্তর.
মুর্শিদকুলি খান

০৮) সব মুনিষে পূজা
মম উক্তিটি কার ?

উত্তর.
সম্রাট অশোক

০৯) কোন ঐতিহাসিক ভারতবর্ষকে
নৃতত্ত্বের  জাদুঘর
বলেছেন ?

উত্তর.
ভীনসেন্ট স্মিথ

১০) কোন মুঘল সম্রাট
গাজী উপাধি ধারণ করেছিলেন
?

উত্তর.
জাহাঙ্গীর

১১) নর্মদা নদীর ওপর
অবস্থিত নর্মদা বাঁধের প্রকৃত
নাম কি ?

উত্তর.
সর্দার সরোবর বাঁধ

১২)
wild Ass Sanctuary কোথায়
অবস্থিত ?

উত্তর.
কচ্ছ, গুজরাট

১৩) আর্চ অফ ট্রাম্প
কোথায় অবস্থিত ?

উত্তর.
ফ্রান্স

১৪) চীনের ম্যানচেস্টার কাকে
বলা হয় ?

উত্তর.
সাংহাই

১৫) কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে
কি বলে ?

উত্তর.
আম্র বৃষ্টি

১৬) উড়িষ্যার করহা উপজাতির পেশা
কি ?

উত্তর.
সব খেলা দেখানো

১৭) ভারতের তিনটি নৌ
বিমানের ঘাঁটি আছে, এর
মধ্যে একটি কোচিনে, দ্বিতীয়টি
গোয়ায় এবং তৃতীয় টি
কোথায় অবস্থিত ?

উত্তর.
পোর্ট ব্লেয়ার

১৮) চাঁদ থেকে প্রতিফলিত
আলো পৃথিবীতে আসতে কত সময়
লাগে ?

উত্তর.
১.২ সেকেন্ড

১৯ জলের গভীরতা মাপার
যন্ত্রের নাম কি ?

উত্তর.
ফ্যাদাম

২০ ) মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি,
ডিসি কথার অর্থ কি
?

উত্তর.
ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া

২১) কত সালে প্রথম
সংবিধান সংশোধন করা হয়
?

উত্তর.
১৯৫১ সালে

২২) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়
সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়েছে ?

উত্তর.
১২৪ নং ধারা

২৩) কোন মৌলিক অধিকারকে
ডঃ বি আর আম্বেদকর
সংবিধানের হৃদয় ও আত্মা
বলে অভিহিত করেছেন ?

উত্তর.
সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

২৪) নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের
কোন ধারায় বলা হয়েছে
?

উত্তর.
৩২৪ নং

২৫) সংবিধানের অষ্টম তফশীলে কোন
বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর.
২২ টি আঞ্চলিক ভাষার
তালিকা

২৬) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নম্বর
ধারায় বর্ণিত হয়েছে ?

উত্তর.
৩২ – ৩৫ নং ধারা

২৭) সংবিধানের কত নম্বর ধারা
অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোন
বিষয়ে পুনর বিবেচনার অধিকার
পেয়েছে ?

উত্তর.
১৩৭ নং ধারা

২৮) সংবিধানের ২৯ এবং ৩০
নম্বর ধারায় কি বর্ণনা
করা হয়েছে ?

উত্তর.
সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার

২৯) ভারতীয় সংবিধানের পুন বিচারের ক্ষমতাটি
ভোগ করেন কে ?

উত্তর.
সুপ্রিম কোর্ট

৩০) সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচনা করা হয়েছে
কোন ধারায় ?

উত্তর.
৫৪ এবং ৫৫ নম্বর
ধারা

৩১) কোন বিমানবন্দর সম্প্রতি
12MWp সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করেছে ?

উত্তর.
কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

৩২) কোনটি সম্প্রতি স্পেশাল
জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ?

উত্তর.
NMCG

৩৩) অধ্যাপক ভুষণ পটবর্ধনকে কিসের
চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা
হয়েছে ?

উত্তর.
NAAC

৩৪) প্রথম ভারতীয় হিসাবে
বোল্টজাম্যান পুরস্কার জিতলেন কে ?

উত্তর.
দীপক ধর

৩৫) ওয়ার্ল্ড প্যারা আর্চারি চ্যাম্পিয়নশীপে
পূজা জাটায়ান কোন পদক জিতলেন
?

উত্তর.
রৌপ্য

৩৬) ভারতের বৃহত্তম বৈদ্যুতিক
যান চার্জিং স্টেশন চালু হয়েছে
কোথায় ?

উত্তর.
গুরুগ্রাম

৩৭) প্রথম ভারতীয় মহিলা
ক্রিকেটার হিসেবে ছটি বিশ্বকাপ
খেলার রেকর্ড করলেন কে
?

উত্তর.
মিতালি রাজ

৩৮) মনু কুমার শ্রীবাস্তবকে
কোন রাজ্যের নতুন মুখ্যসচিব হিসাবে
নিযুক্ত করা হয়েছে ?

উত্তর.
মহারাষ্ট্র

৩৯) কোন কেন্দ্রীয় মন্ত্রী
সম্প্রতি Ombudsperson
App লঞ্চ করলেন ?

উত্তর.
গিরিরাজ সিং

৪০) কোথায় ভারতের প্রথম
ই-বর্জ্য পার্ক তৈরি
হয়েছে ?

উত্তর.
দিল্লি

৪১) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?

উত্তর.
কেরালা

৪২)
microsoft এর CEO এর নাম কি
?

উত্তর.
সত্য নাদেলা

৪৩) স্থির তরল বা
গ্যাসীয় পদার্থের ভাসমানের সূত্র কি আবিষ্কার
করেন ?

উত্তর.
আর্কিমিডিস

৪৪) কপিল দেবের আত্মজীবনীমূলক
গ্রন্থের নাম কি ?

উত্তর.
Straight from the Heart

৪৫) জাতিসংঘের সদর দপ্তর কোথায়
অবস্থিত ?

উত্তর.
নিউইয়র্ক

৪৬) ভুটানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম
কি ?

উত্তর.
চোমালোরি

৪৭)
My Story of Experiments with Truth – এটি
কার আত্মজীবনীমূলক বই ?

উত্তর.
মহাত্মা গান্ধী

৪৮) পরিবাহীর দুই প্রান্তের বিভব
প্রভেদ ও প্রবাহমাত্রা সম্পর্কে
ধারণা কে দিয়েছিলেন ?

উত্তর.
ওহম

৪৯) ইউটিউবের CEO এর নাম কি
?

উত্তর.
সুসান ওয়ন্সিকি

৫০) ইউনেস্কোর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?

উত্তর.
প্যারিস

More Pdf Download Link
WBCS Priliminary 2022 Science GK Class – 01 Click Here
SSC CGL Official Question Paper 2019 Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button