EVSPRIMARY TET

WB Primary TET 2022 Class – 14 পরিবেশ বিদ্যা

WB Primary TET 2022 Class – 14 পরিবেশ বিদ্যা

WB Primary TET 2022 Class - 14 পরিবেশ বিদ্যা
WB Primary TET 2022 Class – 14

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WB Primary TET 2022 Class – 14 পরিবেশ বিদ্যা , যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ১৪ পরিবেশ বিদ্যার উপর ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,

এই তালিকার মধ্যে ভারতের জীববৈচিত্র কোন ধরনের, বায়োডাইভারসিটি হটস্পট কথাটি কে প্রথম চালু করেন, ভারতের জীববৈচিত্র কোন ধরনের ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

পরিবেশ বিদ্যা

০১) ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড কবে গঠন করা হয় ?

উত্তর.
১৯৮৫ সালে

০২) রামসার ক্ষেত্র বলতে কী বোঝায় ?

উত্তর.
জলাভূমি

০৩) ভারতকে কয়টি জীব ভৌগলিক অঞ্চলে বিভক্ত করা যায় ?

উত্তর.
১০ টি

০৪) বায়োডাইভারসিটি হটস্পট এর ধারণা কোন সালে প্রথম চালু হয় ?

উত্তর.
১৯৮৮

০৫) বায়োডাইভারসিটি হটস্পট কথাটি কে প্রথম চালু করেন ?

উত্তর.
ডাবলু জি রোজেন

০৬) উদ্ভিদের কোন অংশে বায়ু দূষণ ঘটে ?

উত্তর.
পরাগরেণু

০৭) অতিরিক্ত স্বীকার করার ফলে কোন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে ?

উত্তর.
ডোডো

০৮) অম্ল বৃষ্টিতে জলে কোন অ্যাসিড লক্ষ্য করা যায় ?

উত্তর.
HNO3

০৯) ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জীববৈচিত্র্য কোন শ্রেণীর ?

উত্তর.
গামা বৈচিত্র্য

১০) বিটা বৈচিত্রের উদ্ভাবক কে ?

উত্তর.হুইটেকার

১১) সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি ?

উত্তর.মান্নার

১২) সালফার ডাই অক্সাইডের প্রভাবে উদ্ভিদের কোন রোগ হয় ?

উত্তর.
ক্লোরোসিস

১৩) অম্ল বৃষ্টিতে জলের সঙ্গে কোন রাসায়নিকের বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় ?

উত্তর.
সালফার ডাই অক্সাইড

১৪) ভারতের জীববৈচিত্র কোন ধরনের ?

উত্তর.
গামা বৈচিত্র্য

১৫) কোন গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা করে শ্বাসকষ্ট হয় ?

উত্তর.
সালফার ডাই অক্সাইড

১৬) একটি পাখিরালয়ের উদাহরণ দাও

উত্তর.
পুলিকট হ্রদ

১৭)জীববৈচিত্র্যের সুপার মার্কেট বা বড়বাজার কোনটি ?

উত্তর.
জলাভূমি

১৮) মেক্সিকো থেকে আসা কোন আগন্তুক বাহারি গাছ ভারতে বিস্তার লাভ করেছে ?

উত্তর.
ল্যানটানা

১৯) কোন পদ্ধতিতে পরিবেশে নাইট্রাস অক্সাইড তৈরি হয় ?

উত্তর.
ডিনাইট্রিফিকেশন

২০)  জীব বৈচিত্র্য কয় ধরনের ?

উত্তর.

২১) রেনু বা পোলেন সংরক্ষণ করে জীবের কোন বৈচিত্র্য রক্ষা করা যায় ?

উত্তর.
জিনগত বৈচিত্র্য

২২) কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোন ছোট অঞ্চলের মধ্যে জীব বৈচিত্র্য কে বোঝায় ?

উত্তর.
আলফা বৈচিত্র্য

২৩) সুরক্ষিত বনভূমি বা প্রটেক্টর ফরেস্ট কয় প্রকার ?

উত্তর.

২৪)হাইড্রোকার্বন এর মধ্যে সরলতম রাসায়নিক টির নাম কি ?

উত্তর.
মিথেন

২৫) জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দগনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয় ?

উত্তর.
কার্বন মনোক্সাইড

২৬) রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা Red Data Book প্রকাশ করে ?

উত্তর.
IUCN

২৭) বায়োস্ফিয়ার রিজার্ভের কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ ?

উত্তর.
কোর অঞ্চল

২৮) কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো বৃহৎ অঞ্চলের জীববৈচিত্র্য কে বোঝায় ?

উত্তর.
গামা বৈচিত্র্য

২৯) আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন আগুন্তক গাছ এদেশে এসেছে বিস্তার লাভ করেছে ?

উত্তর.
পার্থেনিয়াম

৩০) আলোক রাসায়নিক ধোঁয়াশার মূলে রয়েছে কোন রাসায়নিক ?

উত্তর.
হাইড্রোকার্বন

File Name: WB Primary TET 2022 Class – 14

File Size: 1.4 Mb

File Formate: Pdf

Sub: পরিবেশ বিদ্যা

No Of Pages: 03

Download Pdf: Click To Download 

More Pdf Download Link
WB Primary Tet Class – 13 Bangla pedagogy – শিক্ষাবিদ্যা Click Here
WB Primary TET 2022 Class – 12 বাংলা ব্যাকরন Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button