WB Primary TET 2022 Class – 10 বাংলা
WB Primary TET 2022 Class – 10 বাংলা
WB Primary TET 2022 Class – 10 |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WB Primary TET 2022 Class – 10 বাংলা , যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ১০ বাংলা ব্যাকরনের সমাস ও বাক্যের উপর ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,
এই তালিকার মধ্যে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, একটি সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে কয়টি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
WB Primary TET 2022 Class – 10 বাংলা
০১) দ্বন্দ্ব সমাসের দুটি পদের
মাঝে কোন অব্যয় থাকে
?
উত্তর.
সংযোজক অব্যয়
০২) দশভূজা – এই সংখ্যা বাচক
বহুব্রীহির ব্যাসবাক্য কি ?
উত্তর.
দশ ভুজ যার
০৩) কর্মধারায় সমাসে –
উত্তর.পরপদের অর্থই প্রধান
০৪) বাক্য পরস্পর সন্নিবিষ্ট
অভিজ্ঞতা ও যুক্তি দ্বারা
সমর্থিত হওয়ার মিলিত অর্থ
কি ?
উত্তর.
যোগ্যতা
০৫) বাক্যে পরপর পদ
সমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে
পরবর্তী পদ বিষয়ে যে
প্রত্যাশা গড়ে ওঠে, তাকে
কি বলে ?
উত্তর.আকাঙ্ক্ষা
০৬) একটি সরল বাক্যে
সমাপিকা ক্রিয়া থাকে কয়টি ?
উত্তর.
একটি
তারাই জীবনে উন্নতি করতে
পারে, এই বাক্যটি কি
ধরনের বাক্য ?
০৮) দুটি বিশেষ্য পদ
যোগে গঠিত দ্বন্দ্ব সমাসের
উদাহরণ দাও।
উত্তর.
কর্নার্যুন = কর্ণ
অর্জুন
০৯) দ্বন্দ্ব সমাসের প্রাধান্য পায়
কোন পদে ?
উত্তর.
পূর্বপদ,পরপদ
১০) অম্ল অথচ মধুর
= অম্ল মধুর, এটি কোন
সমাস ?
উত্তর.
সাধারণ কর্মধারায়
১১) বিপরীতার্থক শব্দ যোগে গঠিত
দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
উত্তর.
জলে স্থলে
১২) একটি সরল বাক্যে
অসমাপিকা ক্রিয়া কয়টি থাকতে পারে
?
উত্তর.
একাধিক
১৩) মধুচন্দ্র এই সমাসবদ্ধ পদটির
ব্যাসবাক্য কি ?
উত্তর.
মুখ চন্দ্রের ন্যায়
১৪) নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ দাও
।
উত্তর.
দেবালয় = দেবের নিমিত্তে আলয়
১৫) তুমি এলে অথচ
দেখা করলে না, এটি
কোন ধরনের বাক্যের দৃষ্টান্ত
?
উত্তর.
যৌগিক বাক্য
১৬) আজকের দিনটা বেশ
কাটলো, গঠনগত দিক থেকে
এটি কোন বাক্য ?
উত্তর.
সরল বাক্য
১৭) গাছপাকা সমাসবদ্ধ পদটি, কোন সমাসের
অন্তর্গত ?
উত্তর.
অধিকরণ তৎপুরুষ
১৮) হিতাহিত এই দ্বন্দ্ব সমাসের
ব্যাসবাক্য কি ?
উত্তর.হিত ও অহিত
১৯) স্মৃতিসৌধ – স্মৃতি রক্ষার্থে যে
সৌধ – কোন সমাস ?
উত্তর.
কর্মধারায়
২০) কোন বাক্যে একাধিক
অসমাপিকা ক্রিয়া থাকলেও একটি মাত্র
সমাপিকা ক্রিয়া থাকে ?
উত্তর.
সরল বাক্য
২১) দ্বিগু সমাসের পরপদটি
কি হয় ?
উত্তর.
বিশেষ্য
২২) জলে জন্মায় যা
= জলজ, এটি কোন সমাস
?
উত্তর.
উপপদ তৎপুরুষ
২৩) সমাহার দ্বিগু সমাসের
একটি উদাহরণ দাও।
উত্তর.
তিন মাথার সমাহার : তেমাথা
২৪) যে সমাসে উপমেয়
ও উপমানের অভেদ কল্পনা করা
হয় তাকে কি বলে
?
উত্তর.
রূপক কর্মধারায়
২৫) বিস্ময়াপণ্য বাক্যের ব্যাসবাক্য কি ?
উত্তর.
বিস্ময় দ্বারা আপন্ন
২৬) তিন ফলের সমষ্টি
= ত্রিফল , এটি কোন সমাস
?
উত্তর.
দ্বিগু সমাস
২৭) পরপদ
টি প্রধান হয় কোন
সমাসে ?
উত্তর.
তৎপুরুষ
২৮) বটবৃক্ষ পদটি কি সমাস
?
উত্তর.
কর্মধারায়
২৯) নয় মিল = অমিল,
এটি কোন সমাসের উদাহরণ
?
উত্তর.
তৎপুরুষ
৩০) চরণ পল্লবের ন্যায়
= চরণ পল্লব, এখানে পল্লব
কোন কর্মধারায় ?
উত্তর.
উপমান
More Pdf | Download Link |
---|---|
WB Primary TET 2022 Class – 09 পরিবেশ বিদ্যা | Click Here |
WB Primary TET 2022 Class – 08 পরিবেশ বিদ্যা | Click Here |