EVSPRIMARY TET

WB Primary TET 2022 Class – 08 পরিবেশ বিদ্যা

WB Primary TET 2022 Class – 08 পরিবেশ বিদ্যা

WB Primary TET 2022 Class - 08 পরিবেশ বিদ্যা
WB Primary TET 2022 Class – 08

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WB Primary TET 2022 Class – 08 , যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ০৮ পরিবেশ বিদ্যা ও পেডোলজির উপর ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,

এই তালিকার মধ্যে পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি, ব্যাকটেরিয়া কি, সালোকসংশ্লেষ,ফোটন কণা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

WB Primary TET 2022 Class – 08

০১) কোন স্থানের জীব
গোষ্ঠী ও পরিবেশের মধ্যে
পারস্পরিক সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থাকে
কি বলে ?

উত্তর.
বাস্তুতন্ত্র

০২) ব্যাকটেরিয়া কি ?

উত্তর.
মৃতজীবী জীব

০৩) মানুষ কি ধরনের
জীব ?

উত্তর.
জৈব যৌগজীবী জীব

০৪) সবুজ উদ্ভিদ কি
ধরনের জীব ?

উত্তর.
আলোকজীবী জীব

০৫) ফান্ডামেন্টালস অফ ইকোলজি বইটির
লেখক কে ?

উত্তর.ওডাম

০৬) জীব ভরের একক
কি ?

উত্তর.
কিলোগ্রাম

০৭) স্বর্ণলতা এবং উকুন কি
ধরনের জীব ?
উত্তর. পরজীবী জীব

০৮)  নাইট্রোজেন
স্থিতিকারী একটি ব্যাকটেরিয়ার উদাহরণ
দাও।

উত্তর.
অ্যাজোটোব্যাকটর

০৯) বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের একককে
কি বলে ?

উত্তর.
কিলো ক্যালরি

১০) পুষ্টিস্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর
অন্তর্গত ?

উত্তর.সর্বভুক

১১) সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ
সূর্য লোকের কোন কণা
শোষণ করে ?

উত্তর.
ফোটন

১২) যে পরিবেশে এক
বা একাধিক জীব প্রজাতির
প্রাকৃতিক, রাসায়নিক ও আপেক্ষিক অবস্থার
মধ্যে সুস্থভাবে পারস্পরিক দেওয়া নেওয়ার ভিত্তিতে
বেঁচে থাকে, তাকে কি
বলে ?

উত্তর.
প্রাকৃতিক বাসভূমি

১৩) কোন বাস্তুতন্ত্রের জীবভর
সবথেকে বেশি ?

উত্তর.জঙ্গল

১৪) খাদ্য শৃঙ্খলের কোন
স্তরে জীবের সংখ্যা সব
থেকে বেশি ?

উত্তর.
উৎপাদক

১৫) স্বাভাবিক বিয়োজন এর উদাহরণ দাও
:

উত্তর.
ব্যাকটেরিয়া ও ছত্রাক

১৬) খাদ্য শৃঙ্খলের সূচনা
হয় কিসের মাধ্যমে ?

উত্তর.
সালোকসংশ্লেষ

১৭) একটি নির্দিষ্ট অঞ্চলে
জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনা কে কি
বলে ?

উত্তর.
সিন ইকোলজি

১৮) পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি ?

উত্তর.
সমুদ্রের বাস্তুতন্ত্র

১৯) ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন
কে ?

উত্তর.ট্যানসেল

২০) এলট্রেনিয়ান পিরামিড কি ?

উত্তর.
শক্তির পিরামিড

২১) বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের শক্তির প্রবাহ
কে কি বলে ?

উত্তর.
এনার্জি বায়োটিকস

২২) একটি নির্দিষ্ট প্রজাতির
বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনা কে কি
বলে ?

উত্তর.
অট ইকোলজি

২৩) খাদ্য শৃঙ্খলের মাধ্যমে
দূষণকারী বস্তুর বিস্তার কে
কি বলে ?

উত্তর.
জৈব বিস্তার

২৪) বাস্তুতন্ত্রের উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত
আলোচনাকে কি বলে ?

উত্তর.
ফেনোলজি

২৫) স্ট্যান্ডিং ক্রপ বলতে কী
বোঝায় ?

উত্তর.
বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীব

২৬) আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরের হারকে কি বলে
?

উত্তর.
মোট প্রাথমিক উৎপাদন

২৭) পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে
কি বলে ?

উত্তর.
জীব মন্ডল

২৮) সুন্দরবনের বাঘাবাধানে বাস্তুতন্ত্রের একটি প্রাণীর উদাহরণ
দাও ।

উত্তর.
বাঘ

২৯) সূর্য থেকে আসা
এক একক শক্তি যোজনা
সালোকসংশ্লেষ প্রক্রিয়া উৎপাদক আবদ্ধ হয়

উত্তর.
0.1%

৩০) ডিউটিটা কনজ্যুমার বা কর্কর ভক্ষকের
উদাহরণ দাও।

উত্তর.
নিমাটোড


File Name: WB Primary TET 2022 

File Size: 1.3 Mb

File Formate: Pdf

Class: 08

Sub: EVS 

No Of Pages: 02

Download Pdf: Click To Download

More Pdf Download Link
WB Primary TET 2022 Class – 06 বাংলা ব্যাকরণ Click Here
WB Primary TET 2022 Class – 07 শিশু মনস্তত্ত্ব Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button