EXAM PREPARETIONPRIMARY TET

WB Primary Tet 2022 Class – 02

WB Primary Tet 2022 Class – 02

WB Primary Tet 2022 Class - 02
WB Primary Tet 2022 Class – 02

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WB Primary Tet 2022 Class – 02, যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব -02 এর পরিবেশ বিদ্যা থেকে আসা কমন যোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,

এই তালিকার মধ্যে শুয়োপোকা কি, পৃথিবীর কত শতাংশ জলাভূমি আছে, কোন প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ গুলির নাম কি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


WB Primary Tet 2022 Class – 02

০১) পরিবেশ বিদ্যা কি
ধরনের বিষয় ?

উত্তর.
বহুমাত্রিক

০২) পরিবেশ দুর্যোগ ও
বিপর্যয় সম্পর্কে জানতে হলে কোন
বিষয় দেখতে হবে ?

উত্তর.
ভূগোল ও ভূতত্ত্ব 

০৩) বায়োলজিক্যাল ডাইভারসিটি দিবস পালন হয়
কত তারিখে ?

উত্তর.
২২ শে মে

০৪) কোন রোগের ক্ষেত্রে
DOT ব্যবহার হয় ?

উত্তর.
 যক্ষা

০৫) ত্বকের ক্যান্সারের জন্য
দায়ী পদার্থের নাম কি ?

উত্তর.
অতিবেগুনি রশ্মি

০৬) বাসক পাতার নির্যাস
কোন ধরনের অসুখ সরাতে
ব্যবহার করা হয় ?

উত্তর.
সর্দি ও কাশি

০৭) ম্যানগ্রোভ জাতীয় গাছের উদাহরণ
দাও ।
উত্তর. গরান, গেওয়া, বাইন

০৮) অগ্নিবাণে রে – গানটি কোন
ঋতুর পরিচায়ক ?

উত্তর.
গ্রীষ্ম 

০৯) কিভাবে ধাতু সনাক্ত
করা হয় ?

উত্তর.
কিছু বস্তু দিয়ে আঘাত
করলে ঠনঠন করে আওয়াজ
হয়, চকচক করে এবং
খুব তাড়াতাড়ি গরম হয়

১০) আরাবারি কিসের জন্য বিখ্যাত
?

উত্তর.
যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা

১১) শুয়োপোকা কি ?

উত্তর.
পতঙ্গের লার্ভা দশা

১২) কোন দূষক ভূমিক্ষয়
ঘটায় ?

উত্তর.
প্লাস্টিক 

১৩) বৃষ্টি হওয়ার সম্ভাবনার
কথা কোন প্রাণী বুঝতে
পারে ?

উত্তর.
পিঁপড়ে

১৪) ধোঁয়াতে কোন কোন অধাতব
মৌলের অক্সাইড গ্যাস থাকে ?

উত্তর.
কার্বন, সালফার, নাইট্রোজেন

১৫) কোন গাছগুলি থেকে
পোষাক তৈরির উপাদান পাওয়া
যায় ?

উত্তর.
পাট ও শন

১৬) পূর্ব কলকাতার জলাভূমির
সাথে সংশ্লিষ্ট নদীটির নাম কি
?

উত্তর.
বিদ্যাধরী

১৭) UNEP
রিপোর্ট মেগাডাইভারসিটি তে  দেশের
সংখ্যা কয়টি ?

উত্তর.
১৭

১৮) পরিবেশ বিদ্যার শিক্ষক
বা শিক্ষিকা হিসাবে কলেরা রোগ
হলে কোন ওষুধ বলবেন
?

উত্তর.
ORS

১৯) পৃথিবীর কত শতাংশ জলাভূমি
আছে ?

উত্তর.
৭১%

২০) ভারতের প্রথম শিক্ষা
মন্ত্রী কে ছিলেন ?

উত্তর.
মৌলানা আবুল কালাম আজাদ

২১) বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য অর্থ ও
বৈজ্ঞানিক পরামর্শ দেন কোন সংস্থা
?

উত্তর.
WCU & WWF

২২) কোন প্রাণী পৃথিবী
থেকে বিলুপ্ত হয়ে গেছে ?

উত্তর.
ডোডো

২৩) কোন প্রাণী অতি
সংকটাপন্ন ভাবে বিপন্ন ?

উত্তর.
বাঘ, একশৃঙ্গ গন্ডার

২৪) উদ্ভিদের জীববৈচিত্র্য বিনাশকারী শর্ত কি ?

উত্তর.
বসতি বিনষ্ট হওয়া

২৫) UNEP
এর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?

উত্তর.
কেনিয়া

২৬) বায়ু দূষণের ফলে
সৃষ্ট রোগ গুলির নাম
কি ?

উত্তর.
ব্রংকাইটিস, অ্যাজমা, এনফাইসিমা

২৭) কোন গাছের ছালে
হার্টের অসুখ কমানোর ওষুধ
পাওয়া যায় ?

উত্তর.
সিঙ্কোনা

২৮) বায়োডাইভারসিটির প্রবক্তা কে ?

উত্তর.
রোজেন

২৯) অরণ্য নাশের ফলের
সাধারণত কি হ্রাস পায়
?

উত্তর.
বৃষ্টিপাত

৩০) ধুলিকনার গায়ে জলীয় বাষ্প
জমে কিসের সৃষ্টি হয়
?

উত্তর.
মেঘ 


File Name: WB Primary Tet 2022 

File Size: 1.5 Mb

File Formate: Pdf

Class: 02

Sub: EVS

No Of Pages: 04

 Download Pdf: Click To Download


More Pdf Download Link
WB Primary Tet 2022 Class – 01 Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button