SSC MTS GK:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS GK Class – 02, যেখানে স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফের বিগত বছরগুলিতে আসা কিছু গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে।
SSC MTS GK
যেগুলি পরবর্তী যেকোনো MTS, CGL,CHSL, GD প্রভৃতি পরীক্ষার প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে।
ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম কি ?
উত্তর. ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম হলো ইলোরা গুহা মন্দির, যেটি ভারতের মহারাষ্ট্রের ওরঙ্গবাদ শহর থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
তিনবিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর. তিনবিঘা করিডোর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেলখিগঞ্জ মহাকুমা এবং বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মধ্যে অবস্থিত। থাক ভারত ও বাংলাদেশের সীমান্তে তিন বিঘা করিডর অবস্থিত। এ ছাড়া চীন ও ভারতের সীমান্তবর্তী রাখা হলো ম্যাকমোহন লাইন , পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী রাখা হল ডুরান্ড লাইন ইত্যাদি।
কাতারের ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে উপস্থিত ছিলেন কে ?
উত্তর. কাতারের ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে উপস্থিত ছিলেন জগদীপ ধানকর। তিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি এবং এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।
কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয় ?
উত্তর. ১৮৫৯ সালে ব্রিটিশরা বাংলার কৃষকদের উপর জোর করে নীল চাষ করাতো, সেই নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নীল বিদ্রোহ হয়। নীল বিদ্রোহের প্রধান দুই নেতা ছিলেন দিগম্বর মিত্র এবং বিষ্ণুচরণ বিশ্বাস।
ফরওয়ার্ড ব্লক কে কবে গঠন করেন ?
৩ রা মে, ১৯৩৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের বামপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ভারতের জাতীয় কংগ্রেসের নেতাদের মধ্যে মতভেদের জেরে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেছিলেন। এই দলের সাধারণ সম্পাদক ছিলেন দেবব্রত বিশ্বাস।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
SSC MTS GK Class – 02
০১) স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে ?
উত্তর.1897 খ্রিস্টাব্দে
০২) ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ?
উত্তর.৯ টি ( চীন,বাংলাদেশ,নেপাল, ভুটান, মায়ানমার শ্রীলঙ্কা,মালদ্বীপ,পাকিস্তান ও আফগানিস্তান )
০৩) ভারতের জাতীয় নীতিবাক্য কি ?
উত্তর.সত্যমেব জয়তে
০৪) নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ?
উত্তর.মাইকেল মধুসূদন দত্ত। [নীলদর্পণ নাটকটি লিখেছেন – দীনবন্ধু মিত্র]
০৫) কাতারের ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে উপস্থিত ছিলেন কে ?
উত্তর.জগদীপ ধনকর
০৬) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন?
উত্তর. লর্ড লিটন
০৭) ভারতের বৃহত্তম সংশোধনাগার এর নাম কি ?
উত্তর. তিহার জেল
০৮) ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?
উত্তর. আন্টার্টিকা
০৯) কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয় ?
উত্তর. 1859 খ্রিস্টাব্দে
১০) বৃহত্তম তেল শোধনাগার এর নাম কি ?
উত্তর. গুজরাটের জামনগর
১১) কার নেতৃত্বে লন্ডনে ‘ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’ গঠিত হয় ?
উত্তর. দাদাভাই নৌরজী
১২) সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত ?
উত্তর. -০.৫০
১৩) পদ্মশ্রী পুরস্কার প্রাপক মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর. টেবিল টেনিস
১৪) ২০২৫ সালে চতুর্থ কবাডি বিশ্বকাপ হোস্ট করবে কোন দেশ ?
উত্তর. ইংল্যান্ড
১৫) ২০২০ সালে রসায়নশাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ করেছেন ?
উত্তর.প্রফেসর জ্যোতির্ময়ী দাস
১৬) সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিলেন ?
উত্তর. সিধু ও কানু
১৭) তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ?
উত্তর. কৃষ্ণা নদী
১৮) মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর. উত্তল লেন্স
১৯) কে দিল্লির সুলতানি রাজত্বের সূচনা করেন ?
উত্তর. কুতুবউদ্দিন আইবেক
২০) তিনবিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর. ভারত ও বাংলাদেশ
২১)শল্কমোচন কোন শিলায় বেশি দেখা যায় ?
উত্তর. গ্রানাইট
২২) ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন ?
উত্তর. ডঃ জন মাথাই
২৩) ১৯৪৩ সালে কোন স্থানে সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন ?
উত্তর. সিঙ্গাপুর
২৪) Torr কিসের ইউনিট ?
উত্তর. চাপ
২৫) মানুষের বংশগতি গঠনের পুরুষের বৈশিষ্ট্য হিসেবে কি থাকে ?
উত্তর. XY ক্রোমোজোম
২৬) একটি বস্তুর গতি কে সভাপতি বলা হয় যখন তার বেগ হয় –
উত্তর. ধ্রুবক
২৭) খসরা কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তর. ডঃ বি আর আম্বেদকর
২৮) সম্প্রতি প্রয়াত সনি রামাদিন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর. ক্রিকেট
২৯) ফরওয়ার্ড ব্লক কে কবে গঠন করেন ?
উত্তর. সুভাষচন্দ্র বসু, 3 মে 1939
৩০) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?
উত্তর. আবুল কালাম আজাদ
৩১) তিলপাড়া বাঁধ কোন নদীতে অবস্থিত ?
উত্তর. ময়ূরাক্ষী
৩২) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর প্রথম Green Hydrogen Plant কোথায় স্থাপিত হবে ?
উত্তর. মথুরা তৈলশোধনাগার
৩৩) নিউট্রন এর আবিষ্কর্তা কে ?
উত্তর. জে. স্যাদউইক
৩৪) ভারতের সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন হয় কোথা থেকে ?
উত্তর. বোম্বে হাই
৩৫) সম্প্রতি কে FIH বর্ষসেরা পুরুষ গোলরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন ?
উত্তর. পি আর শ্রীজেশ
৩৬) বৃহত্তম গম্বুজের নাম কি ?
উত্তর. গোলগম্বুজ (বিজাপুর)
৩৭) কাইজার–ই–হিন্দ কার উপাধি ?
উত্তর. মহাত্মা গান্ধী
৩৮) সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী ?
উত্তর. জামাইকা
৩৯) কে ‘Father of the Indian Unrest’ বলে অভিহিত হন ?
উত্তর. বালগঙ্গাধর তিলক
৪০) ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর. মহারাষ্ট্র
৪১) আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম কি ?
উত্তর. মধ্যপ্রদেশ
৪২) বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত ?
উত্তর. ৬ বছর
৪৩) ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম কি ?
উত্তর. ইলোরা
৪৪) রাষ্ট্রপতি শাসন আইন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে ?
উত্তর. আর্টিকেল 356
৪৫) ভারতের বোস্টন নামে পরিচিত কোন জায়গা ?
উত্তর. আমেদাবাদ
৪৬) কোন ভারতীয় কোম্পানি যা বিশ্বের সেরা বেসরকারি ক্লাউড কোম্পানিগুলির তালিকায় স্থান পেয়েছে ?
উত্তর. Razor pay
৪৭) The Country of First Boys শীর্ষক পুস্তকটির লেখক কে ?
উত্তর. অমর্ত্য সেন
৪৮) পম্পাস তৃণভূমি কোন মহাদেশের দেখতে পাওয়া যায় ?
উত্তর. দক্ষিণ আমেরিকা
৪৯) বৃহত্তম ঝুলন্ত সেতুর নাম কি ?
উত্তর. হাওড়া সেতু
৫০) কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎশেঠ নামে নামাঙ্কিত হয়েছিলেন ?
উত্তর. ফটিকচাঁদ
MORE GK:- SSC MTS GK 2023 Class – 01