SOLVED PAPERSSC

SSC MTS 2021 GK প্রশ্ন উত্তর

SSC MTS 2021 GK প্রশ্ন উত্তর

SSC MTS 2021 GK প্রশ্ন উত্তর PDF
SSC MTS 2021 প্রশ্ন GK উত্তর

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS 2021 GK প্রশ্ন উত্তর (বাংলা ভার্সন), যেখানে SSC MTS 2021এর প্রশ্ন উত্তর PDF আকারে দেওয়া হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC MTS প্রিপারেশন নেওয়া স্টুডেন্টদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

SSC MTS 2021 GK প্রশ্ন উত্তর

০১) ভারতীয় সংবিধানের
কত নম্বর
ধারা অনুযায়ী
যে কোন ক্ষেত্রে ভারতীয়
নাগরিকদের বৈষম্য
করা যাবে
না  ?

উত্তর.
আর্টিকেল ১৫

০২) প্রথম ভারতীয়
মহিলা হিসেবে
কে সাঁতারে
ইংলিশ চ্যানেল
অতিক্রম করেন
?

উত্তর.
আরতী
সাহা

০৩) ২০০৭ সালে
UTI
ব্যাংকের নাম পরিবর্তন করে কি রাখা
হয় ?

উত্তর.
Axis Bank

০৪) ১৯৭৮ সালে
কেন্দ্রে কোন দলের সরকার
ব্যাকওয়ার্ড ক্লাসের
জন্য মন্ডল
কমিশন গঠন করেছিলেন ?

উত্তর.
জনতা
পার্টি

০৫) Becoming বইটির লেখক
কে ?

উত্তর.
মিশেল
ওবামা

০৬) পিন ভ্যালি
ন্যাশনাল পার্ক
কোথায় অবস্থিত
?

উত্তর.
হিমাচল
প্রদেশ

০৭) Bhawai লোকনৃত্য কোন রাজ্যের ?

উত্তর.
রাজস্থান

০৮) ভারতে নীল বিপ্লবের জনক কাকে বলা হয় ?

উত্তর.
হীরালাল
চৌধুরী

০৯) ভারত ছাড়ো
আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর.
১৯৪২
সালে

১০) কোন মন্দির
রাষ্ট্রকূটরা নির্মাণ
করেছিলেন ?

উত্তর.
কৈলাস
মন্দির

১১) প্রাচীন উদ্ভিদ
যেমন মস প্রভৃতির শিক্ষা
কে কি বলা হয় ?

উত্তর.
Brylogy

১২) কোন কমিটির
সুপারিশ অনুযায়ী
মৌলিক কর্তব্যকে
সংবিধানের অন্তর্ভুক্ত
করা হয় ?

উত্তর.
সরণসিং
কমিটি

১৩) আলীবর্দী খানের
পর বাংলার
নবাব কে হন ?

উত্তর.
সিরাজউদ্দৌলা

১৪) ভারতের তোতাপাখি
নামে পরিচিত
কোন ব্যক্তি
?

উত্তর.
আমির
খসরু

১৫) A Brief History of Times বইটির লেখক
কে ?

উত্তর.
স্টিফেন
হকিন্স

১৬) কোন ব্যক্তিকে
অবৈধভাবে জেলে
বন্দি করে রাখা হলে, সে কোন লেখ জারি
করে বিচারালয়ে
আবেদন করতে
পারবে ?

উত্তর.
Habeas Corpas

১৭) শেখ খবাজা
কুতুবউদ্দিন বক্তিয়ার
কাকির দরগা
কোথায় অবস্থিত
?

উত্তর.
দিল্লী

১৮) কে ভারতের
দুবার উপরাষ্ট্রপতি
ছিলেন ?

উত্তর.
ডঃ
সর্বপল্লী রাধাকৃষ্ণাণ

১৯) খিস্তোয়ার জাতীয়
উদ্যান কোথায়
অবস্থিত ?

উত্তর.
জম্মু

কাশ্মীর

২০) ১৯২৪ সালে
বেলগাঁও অধিবেশনে
জাতীয় কংগ্রেসের
সভাপতিত্ব কে করেন ?

উত্তর.
মোহনদাস
করমচাঁদ
গান্ধী

২১) কোনটি মৌলিক
অধিকার নয় ?

উত্তর.
সম্পত্তির অধিকার

২২) গির জাতীয়
উদ্যান কোথায়
অবস্থিত ?

উত্তর.
গুজরাট

২৩) মুগা সিলক
ভারতের কোন রাজ্যে পাওয়া
যায় ?

উত্তর. আসাম

২৪) গ্রাফিন কি ?

উত্তর.
কার্বনের অ্যালোট্রপস


File Name: SSC MTS 2021 GK প্রশ্ন উত্তর

File Size: 2.9 Mb

File Formate: Pdf

No Of Pages: 04

Download Pdf: Click To Download


More Pdf Download Link
SSC CGL Official Question Paper 2019 Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button