SOLVED PAPERSSC

SSC Group – D 2021 GK Solved Paper

SSC Group – D 2021 GK Solved Paper

SSC Group - D 2021 GK Solved Paper
SSC Group – D 2021 GK Solved Paper

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC Group – D 2021 GK Solved Paper, যেখানে স্টাফ সিলেকশন কমিশন ২০২১ সালে আসা পরীক্ষার জেনারেল নলেজের উত্তরপত্র আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


SSC Group – D 2021 GK Solved Paper

০১) ভিটামিন A এর রাসায়নিক নাম
কি ?

উত্তর.
রেটিনল

০২) নামধাপা জাতীয় উদ্যান কোথায়
অবস্থিত ?

উত্তর.
অরুণাচল প্রদেশ

০৩) প্যারা অলিম্পিকে ভারতের
র‍্যাঙ্ক কত ?

উত্তর.
২৪

০৪)
Selfie with Temple কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?

উত্তর.
উত্তরাখণ্ড 

০৫) ইসরোর সদর দপ্তর
কোথায় অবস্থিত ?

উত্তর.
বেঙ্গালুরু

০৬) মসলার বাগান কাকে
বলা হয় ?

উত্তর.
কেরালা

০৭) মেঘালয়ের রাজধানীর নাম কি ?

উত্তর.
শিলং

০৮) অনুচ্ছেদ ৬৬ কিসের সাথে
সম্পর্কিত ?

উত্তর.
উপরাষ্ট্রপতি 

০৯) মাউন্ট এভারেস্ট নেপালে
কি নামে পরিচিত ?

উত্তর.
সাগর মাথা 

১০) প্রোটিনের ফান্ডামেন্টাল ইউনিট কি ?

উত্তর.
অ্যামাইনো অ্যাসিড

১১) মিতালী এক্সপ্রেস কোন
দুটি দেশের মধ্যে চলাচল
করে ?

উত্তর.
ভারত ও বাংলাদেশ 

১২)
ECG এর পুরো নাম কি
?

উত্তর.
Electrocardiograp

১৩)
HTML এর পুরো নাম কি
?

উত্তর.
Hyper Text Markup Language

১৪) বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি
?

উত্তর.
আমাজন  

১৫) ভিয়েতনামের মুদ্রার নাম কি ?

উত্তর.
ডং

১৬) তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা
কি ?

উত্তর.
M⁰L1T⁰

১৭) ইউনেস্কোর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?

উত্তর.
প্যারিস

১৮) হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি ?

উত্তর.
মনোহর লাল খট্টর

১৯) রিকেট রোগ কোন
ভিটামিনের অভাবে হয় ?

উত্তর.
ভিটামিন ডি

২০) এলাহাবাদ চুক্তি কবে ও
কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর.
১৭৬৫ সালে, দ্বিতীয় শাহ
আলম এবং ক্লাইভ এর
মধ্যে

২১) মুন্ডারী নৃত্য কোন রাজ্যের
সঙ্গে সম্পর্কিত ?

উত্তর.
ঝাড়খন্ড

২২) প্রথম ভারতরত্ন পান
কোন ব্যক্তি ?

উত্তর.
চক্রবর্তী রাজা গোপালাচারী

২৩) কোন গ্যাসকে ফিউচার
ফুয়েল বলা হয় ?

উত্তর.
হাইড্রোজেন

২৪) আমরাবতি ব্রাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত
?

উত্তর.
মহারাষ্ট্র

২৫) ইন্দ্র শক্তি সৈন্য
অভ্যাস কোন দুটি দেশের
মধ্যে আয়োজিত হয় ?

উত্তর.
ভারত ও রাশিয়া

২৬) পারদের মিশ্র ধাতুর
নাম কি ?

উত্তর.
অ্যামালগাম

২৭) রাজ্য বিধান পরিষদের
গঠন কোন অনুচ্ছেদে বর্ণিত
আছে ?

উত্তর.
১৬৮ অনুচ্ছেদ

২৮)
G-8 কবে প্রতিষ্ঠা হয় ?

উত্তর.
১৯৭৫ সালে

২৯) কংগ্রেসের প্রথম সভাপতি কে
ছিলেন ?

উত্তর.
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৩০)
UNO কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর.
২৪ শে অক্টোবর, ১৯৪৫

৩১) ঈশান কোণ কাকে
বলা হয় ?

উত্তর.
উত্তর-পূর্ব

৩২) সত্যজিৎ রায় পুরস্কার কে
পান ?

উত্তর.
তেলেগু চলচ্চিত্র নির্মাতা বি গোপাল

৩৩) রামুপ্পা মন্দির কে নির্মাণ
করেন ?

উত্তর.
কাকটিও বংশ

৩৪) আকবরের রাজস্ব মন্ত্রী
কে ছিলেন ?

উত্তর.
তডরমল

৩৫)
DRDO কবে স্থাপন করা হয়
?

উত্তর.
১৯৫৮ সালে

৩৬) কইবুল লামজাও জাতীয়
উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর.
মনিপুর

৩৭) পানিপথের তৃতীয় যুদ্ধ কবে
ও কাদের মধ্যে হয়
?

উত্তর.
১৭৬১ সালে, মারাঠা ও
আহমেদ শাহ আবদলীর মধ্যে

৩৮) ক্যাবিনেট মিশন কবে ভারতে
আসে ?

উত্তর.
১৯৪৬ সালে

৩৯) দীর্ঘতম ক্যানেলের নাম কি ?

উত্তর.
শতদ্রু নদীতে ইন্দিরা গান্ধী
খাল

৪০) ৯১ তম সংবিধান
সংশোধনের কি বলা হয়েছে
?

উত্তর.
মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা ১৫%

৪১) কার্পাস চাষের জন্য উপযুক্ত
মাটির নাম কি ?

উত্তর.
রেগুর মৃত্তিকা

৪২) সিকিম রাজ্য কবে
প্রতিষ্ঠা হয় ?

উত্তর.
১৯৭৫ সালে

৪৩) গ্রীন এনার্জি পুরস্কার
কে পান ?

উত্তর.
TVS Motor

৪৪) ভারতের প্রথম মহিলা
পাইলট এর নাম কি
?

উত্তর.
সরলা ঠাকরাল

৪৫) সুশাসন দিবস কোন
দিন পালন করা হয়
?

উত্তর.
২৫ ডিসেম্বর


File Name: SSC Group – D 2021 GK Solved Paper

File Size: 1.6 Mb

File Formate: Pdf

No Of Pages: 06

Download Pdf: Click To Download

More Pdf Download Link
RRB Group – D 2022 GK Ans key 1st shift Click Here
wbp excise constable gk solved paper 2021 Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button