SSC CGL GK 2022 Class – 01
SSC CGL GK 2022 Class – 01
SSC CGL GK 2022 Class – 01 |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC CGL GK 2022 Class – 01, যেখানে SSC CGL ২০২২ পর্ব – ০১ এর কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
SSC CGL GK 2022 Class – 01
1. আমাদের দেশে জৈব চাষের জাতীয় কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর. গাজিয়াবাদ
2. পঞ্চায়েতি রাজ সংবিধানের কোন তালিকায় আসে ?
উত্তর. রাষ্ট্র
3. কি কারণে হীরা চকচক করে ?
উত্তর. আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ
প্রতিফলন
4. সেলফ ইন্ডাকট্যান্সের একক কী ?
উত্তর. হেনরি
5. হালকা সাবানের নমুনায় কী ঘটে ?
উত্তর. পটাসিয়াম
6. কোন অনুচ্ছেদে জীবন, ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার বিধান আছে ?
উত্তর. ধারা 21
7. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?
উত্তর. ভীমরাও আম্বেদকর
8. আমাদের সংবিধানে কয়টি মূল অনুচ্ছেদ আছে ?
উত্তর. 395
9. আমাদের দেশে ফেডারেল নির্বাহী প্রধান কে ?
উত্তর. রাষ্ট্রপতি
10. ফেডারেল কাউন্সিল অফ মিনিস্টারসের প্রধান কে ?
উত্তর. প্রধানমন্ত্রী
11. হার্ট অ্যাটাকের কারণ কী ?
উত্তর. হার্টে রক্ত সরবরাহের অভাব
12. আমাদের শরীরে রক্তের pH কত ?
উত্তর. কম ক্ষারীয়
13. রুবেলা ভাইরাসের কারণ কি ?
উত্তর. হাম
14. উইন্ডো সাউন্ড ফাইলের এক্সটেনশন কি ?
উত্তর. .wav
15. ওয়েলথ অফ নেশন বইটি কে লিখেছেন ?
উত্তর. অ্যাডাম স্মিথ
16. A Passage to India
বইটি কে লিখেছেন ?
উত্তর. ইএম ফস্টার
17. কোন ধাতু ব্যাকটেরিয়ারোধী ?
উত্তর. তামা (তামা)
18. সোডিয়াম কোথায় জমা হয় ?
উত্তর. কেরোসিনে
19. প্ল্যাটার অফ প্যারিস থেকে তৈরি হয় ?
উত্তর. জিপসাম
20. কিভাবে পোকামাকড় এবং পাখির ডানা আছে ?
উত্তর. সমান্তরাল
21. আলটা ভিস্তা কি ?
উত্তর. খোঁজ যন্ত্র
22. ইমেইলের জনক কাকে বলা হয় ?
উত্তর. রে টমলিনসন
23. কোন রাজ্য একলব্য পুরস্কার দেয় ?
উত্তর. মধ্য প্রদেশ
24. কোন খেলায় বাটারফ্লাই স্ট্রোক শব্দটি ব্যবহৃত হয় ?
উত্তর. সাঁতারে
25. কোন খেলোয়াড় দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত ?
উত্তর. মিলখা সিং
26. কে হরিয়ানা হারিকেন নামে বিখ্যাত ?
উত্তর. কপিল দেব
27. কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক ?
উত্তর. উত্তর প্রদেশ
28. আমাদের দেশের সংবিধানের অভিভাবক কাকে বিবেচনা করা হয় ?
উত্তর. সর্বোচ্চ আদালত
29. পাতার বাষ্পীভবনকে বিজ্ঞানের ভাষায় কী বলা হয় ?
উত্তর. শ্বাসপ্রশ্বাস
30. আমাদের শরীরে কোন উপাদান সবচেয়ে বেশি ?
উত্তর. অক্সিজেন
31. শ্রীহরিকোটা দ্বীপ কোন হ্রদের কাছে অবস্থিত ?
উত্তর. পুলিকাট লেক
32. সেখানে মার্স অরবিটার মিশনের উৎক্ষেপণের নাম কী ছিল ?
উত্তর. PSLV C-25
33. আমাদের দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে ?
উত্তর. রাষ্ট্রপতি
34. আমাদের দেশে উৎপাদিত লাইট ফাইটারের নাম বলুন ?
উত্তর. তেজস
35. চাঁদে প্রথম অবতরণ করেন কে ?
উত্তর. নিল আর্মস্ট্রং
36. লীগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর. 1920
37. আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় ?
উত্তর. জেনেভা
38. জওহর টানেল কোথায় অবস্থিত ?
উত্তর. জম্মু ও কাশ্মীর
39. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তর. রাজস্থান
40. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর. অন্ধ্র প্রদেশ
41. বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি ?
উত্তর. ট্রান্স সাইবেরিয়ান
রেলপথ
42. লাক্ষাদ্বীপ হাইকোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর. কেরালা
43. কে একটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে ?
উত্তর. রাষ্ট্রপতি
44. মুহাম্মদ ঘোরি কে প্রথম পরাজিত করেন ?
উত্তর. ভীম ২
45. কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গরিব হটাও স্লোগান ছিল ?
উত্তর. পঞ্চম
46. বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্যের SI একক কী ?
উত্তর. ভোল্টেজ,
বৈদ্যুতিক একক বিশেষ
47. ব্যাটারি কে আবিস্কার করেন ?
উত্তর. ভোল্টা
48. কেঁচো কোন ধরনের প্রাণী ?
উত্তর. অলিগোসাইটা
49. পপি গাছের কোন অংশ থেকে আফিম আহরণ করা হয় ?
উত্তর. অপরিণত
ক্যাপসুল ল্যাটেক্স
50. কোন ব্যাকটেরিয়া দুধ নষ্ট করে ?
উত্তর. ল্যাকটোব্যাসিলাস
51. উটের বৈজ্ঞানিক নাম কি ?
উত্তর. ক্যামেলাস
52. লাইফ অফ পাই বইটি কে লিখেছেন ?
উত্তর. ইয়ান
মর্টেল
53. কোন আন্দোলনে হিন্দু–মুসলমান সমান অংশগ্রহণ করেছিল ?
উত্তর. অসহযোগ
আন্দোলন
54. লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর. শ্যাম
জি কৃষ্ণ ভার্মা
55. আবদুররহিম খানখানার সমাধি কোথায় অবস্থিত ?
উত্তর. দিল্লী
56. দিল্লির খিলজি সুলতান কে ছিলেন ?
উত্তর. তুর্ক
57. গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর. ঋগ্বেদ
58. মণিমেখলে রচয়িতার নাম কি ?
উত্তর. সত্তনার
59. ঋগ্বেদে কয়টি স্তোত্র আছে
?
উত্তর. 1028
File Name: SSC CGL GK 2022
File Size: 6Mb
File Formate: Pdf
Class: 01
No Of Pages: 05
Download pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
SSC MTS 2021 GK প্রশ্ন উত্তর | Click Here |
SSC CGL Official Question Paper 2019 PDF | Click Here |